বিনোদন ডেস্ক
বুধবার মুক্তি পেয়েছে জ্যাক স্নাইডারের ‘আর্মি অব দ্য ডেড’–এর ট্রেলার। এটি প্রকাশের সঙ্গে সঙ্গেই অনলাইনে শুরু হয়েছে তুমুল আলোচনা! জ্যাক স্নাইডারের ছবি বলে আলাদা উত্তাপ তো আছেই। এর সঙ্গে যুক্ত হয়েছে হুমা কুরেশি প্রসঙ্গ। ‘আর্মি অব দ্য ডেড’র ট্রেলারে একঝলক দেখা গেছে হুমার মুখ। আর তা নিয়েই উত্তেজনা তুঙ্গে।
এ ছবির মাধ্যমেই হলিউডে পা রাখলেন বলিউড তারকা হুমা কুরেশি। ছবির ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গে হুমা নিজেও পরিচালককে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন।
গত সপ্তাহেই জানা গিয়েছিল, হলিউডের প্রযোজনা সংস্থা মার্ভেল স্টুডিওর একটি ছবিতে কাজ করবেন ফারহান আখতার। তারপরই খবর এল ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত হুমা কুরেশির হলিউড অভিষেকের খবর।
‘আর্মি অব দ্য ডেড’ ছবিতে ছোট হলেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে হুমাকে। ছবিতে তাঁর নাম গীতা। একজন জোম্বি সার্ভাইভার। ট্রেলারে কয়েক ঝলকের জন্য পর্দায় হাজির হয়েছেন হুমা।
‘আর্মি অব দ্য ডেড’ আসলে জোম্বি হেইস্টের গল্প। কল্পবিজ্ঞান, অ্যাডভেঞ্চার ও হরর উপাদান মিশে আছে এর গল্পে। ছবির মুখ্য ভূমিকায় আছেন হলিউড অভিনেতা ডেভ বাতিস্তা। আরও অভিনয় করেছেন এল পার্নেল, ওমারি হার্ডউইক ও থিও রোসি।
গল্পে দেখা যাবে, পৃথিবীর এক প্রান্তে ভয়ংকর জোম্বি অধ্যুষিত এক অঞ্চল। সেখানকার এক ক্যাসিনোয় পড়ে আছে ২০০ মিলিয়ন ডলার। সেই বিরাট অঙ্কের টাকা উদ্ধারের কাজ পায় স্কট ওয়ার্ড (ডেভ বাতিস্তা)। হাতে সময় খুবই অল্প। এই সময়ের মধ্যে কয়েকজনের একটি টিম নিয়ে টাকা উদ্ধারের অভিযানে নামে নায়ক।
এ অভিযানের একপর্যায়ে দেখা যাবে হুমাকে। আপাতত এমনই অনুমান করা হচ্ছে। ‘আর্মি অব দ্য ডেড’–এর গল্প লিখেছেন পরিচালক জ্যাক স্নাইডার নিজেই। ২০০৪ সালে ‘ডন অব দ্য ডেড’ ছবির পর আরও একবার জোম্বি সিনেমা নির্মাণ করলেন তিনি। আগামী ২১ মে নেটফিক্সে এ ছবির স্ট্রিমিং শুরু হবে।
বুধবার মুক্তি পেয়েছে জ্যাক স্নাইডারের ‘আর্মি অব দ্য ডেড’–এর ট্রেলার। এটি প্রকাশের সঙ্গে সঙ্গেই অনলাইনে শুরু হয়েছে তুমুল আলোচনা! জ্যাক স্নাইডারের ছবি বলে আলাদা উত্তাপ তো আছেই। এর সঙ্গে যুক্ত হয়েছে হুমা কুরেশি প্রসঙ্গ। ‘আর্মি অব দ্য ডেড’র ট্রেলারে একঝলক দেখা গেছে হুমার মুখ। আর তা নিয়েই উত্তেজনা তুঙ্গে।
এ ছবির মাধ্যমেই হলিউডে পা রাখলেন বলিউড তারকা হুমা কুরেশি। ছবির ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গে হুমা নিজেও পরিচালককে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন।
গত সপ্তাহেই জানা গিয়েছিল, হলিউডের প্রযোজনা সংস্থা মার্ভেল স্টুডিওর একটি ছবিতে কাজ করবেন ফারহান আখতার। তারপরই খবর এল ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত হুমা কুরেশির হলিউড অভিষেকের খবর।
‘আর্মি অব দ্য ডেড’ ছবিতে ছোট হলেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে হুমাকে। ছবিতে তাঁর নাম গীতা। একজন জোম্বি সার্ভাইভার। ট্রেলারে কয়েক ঝলকের জন্য পর্দায় হাজির হয়েছেন হুমা।
‘আর্মি অব দ্য ডেড’ আসলে জোম্বি হেইস্টের গল্প। কল্পবিজ্ঞান, অ্যাডভেঞ্চার ও হরর উপাদান মিশে আছে এর গল্পে। ছবির মুখ্য ভূমিকায় আছেন হলিউড অভিনেতা ডেভ বাতিস্তা। আরও অভিনয় করেছেন এল পার্নেল, ওমারি হার্ডউইক ও থিও রোসি।
গল্পে দেখা যাবে, পৃথিবীর এক প্রান্তে ভয়ংকর জোম্বি অধ্যুষিত এক অঞ্চল। সেখানকার এক ক্যাসিনোয় পড়ে আছে ২০০ মিলিয়ন ডলার। সেই বিরাট অঙ্কের টাকা উদ্ধারের কাজ পায় স্কট ওয়ার্ড (ডেভ বাতিস্তা)। হাতে সময় খুবই অল্প। এই সময়ের মধ্যে কয়েকজনের একটি টিম নিয়ে টাকা উদ্ধারের অভিযানে নামে নায়ক।
এ অভিযানের একপর্যায়ে দেখা যাবে হুমাকে। আপাতত এমনই অনুমান করা হচ্ছে। ‘আর্মি অব দ্য ডেড’–এর গল্প লিখেছেন পরিচালক জ্যাক স্নাইডার নিজেই। ২০০৪ সালে ‘ডন অব দ্য ডেড’ ছবির পর আরও একবার জোম্বি সিনেমা নির্মাণ করলেন তিনি। আগামী ২১ মে নেটফিক্সে এ ছবির স্ট্রিমিং শুরু হবে।
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ নিয়ে অনলাইনে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। এই গুঞ্জনের মধ্যে অভিনেত্রী দুবাইয়ে ‘গ্লোবাল উইমেনস ফোরামে’ অংশ নেন। এই ইভেন্টের বেশ কয়েকটি ভিডিও এবং ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, সাবেক এই বিশ্ব সুন্দরীর নামের শেষে বচ্চন উপাধি বাদ দেওয়া...
২০ মিনিট আগেসম্প্রতি একক নাটকের প্রভাবে ধারাবাহিক নাটক কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও ব্যতিক্রম ‘মাশরাফি জুনিয়র’। চার বছর আগে প্রচার শুরু হওয়া নাটকটি আজ স্পর্শ করতে যাচ্ছে ১২০০ পর্বের মাইলফলক। আজ রাত ৮টায় দীপ্ত টিভিতে দেখা যাবে মাশরাফি জুনিয়রের বিশেষ এই পর্ব।
৫ ঘণ্টা আগেশিল্পকলার মঞ্চে অভিনয় থেকে নাট্যজন মামুনুর রশীদকে সাময়িক দূরে থাকার অনুরোধ করেছেন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। এমন অনুরোধে ক্ষোভ প্রকাশ করেছেন নাট্যজন মামুনুর রশীদ।
১৬ ঘণ্টা আগেজন লেনন যখন এই চিঠি লিখছেন এরিক ক্ল্যাপটনকে, ততদিনে তিনি দ্য বিটলস থেকে বেরিয়ে এসেছেন। প্লাস্টিক ওনো ব্যান্ড নিয়েই সমস্ত ব্যস্ততা তখন। তবুও নতুন ব্যান্ডের কথা ভাবছিলেন লেনন। ক্ল্যাপটনের জীবনও তখন ছিল নানা সমস্যায় জর্জরিত।
১৬ ঘণ্টা আগে