ইরফান খানের রেখে যাওয়া সিনেমায় কার্তিক আরিয়ান

বিনোদন ডেস্ক
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১৫: ৩২
Thumbnail image

কোভিড-পূর্ববর্তী সময়ে বেশ কিছু গল্প নিয়ে ইরফান খানের সঙ্গে আলোচনা চালিয়েছিলেন নির্মাতা বিশাল ভরদ্বাজ। এর মধ্যে একটি গল্প চূড়ান্ত হলেও কোভিড মহামারি ও ইরফান খানের মৃত্যুর পর সিনেমাটির নির্মাণ শুরু হয়নি। টাইম অব ইন্ডিয়া জানিয়েছে, চলতি বছরের শেষে সিনেমাটির নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে। আর ইরফান খানের স্থলাভিষিক্ত হচ্ছেন কার্তিক আরিয়ান।

সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত সিনেমাটির নাম ‘অর্জুন উস্তারা’। সিনেমাটি বিগ বাজেটের হতে চলেছে। এর বাজেট ১৫০ কোটি রুপির বেশি। স্পেন, গ্রিসসহ ইউরোপের বিভিন্ন প্রান্তে এর শুটিং হওয়ার কথা রয়েছে। চলতি বছরের দীপাবলির সময় থেকে ‘অর্জুন উস্তারা’র শুটিং শুরুর কথা রয়েছে। ২০২৫ সালের শেষে মুক্তি পাবে সিনেমাটি।

ইরফান খানের কথা মাথায় রেখে গল্পটি তৈরি হলেও, এখন কার্তিকের চরিত্রটিতে বেশ কিছু অদলবদল এনে নতুনভাবে তৈরি করা হচ্ছে। সিনেমাটির গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে এতে প্রচুর অ্যাকশন থাকবে।

কার্তিক আরিয়ানএদিকে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে কার্তিক গত বছর ‘সত্য প্রেম কি কথা’তেও কাজ করেছেন। আবার সাজিদের প্রযোজনায় ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিতেও কাজ করে ফেলেছেন কার্তিক। যদিও সেই ছবি এখনো মুক্তি পায়নি। তারই আগে কার্তিককে নিয়ে আরও একটা ছবির কথা ঘোষণা করে ফেললেন নির্মাতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত