সত্যপ্রেম কি কথা সিনেমার টিজারে নজর কাড়লেন কার্তিক–কিয়ারা

বিনোদন ডেস্ক
Thumbnail image

আজ বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি অভিনীত ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমার বহুল প্রত্যাশিত টিজার। আজ সকালে প্রকাশের পরই কিয়ারা-কার্তিকের রসায়ন প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।

সাজিদ নাদিয়াদওয়ালা ও নমাহ পিকচার্সের প্রযোজিত ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমাটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী পরিচালক সমীর বিদ্বাংশ। রোমান্টিক ঘরানার সিনেমাটির টিজারে নজর কেড়েছেন কিয়ারা-কার্তিক জুটি। এর আগেও ব্লকবাস্টার সিনেমা ‘ভুল ভুলাইয়া–২’ তে অসাধারণ অভিনয়ে প্রশংসিত হয়েছিলেন তাঁরা। সিনেমাটি বিশ্বব্যাপী ২৫০ কোটি রুপির বেশি ব্যবসা করেছিল। 

 ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমার টিজারে কিয়ারা-কার্তিক। ছবি: সংগৃহীতসিনেমাটিতে আরও অভিনয় করেছেন–সুপ্রিয়া পাঠক কাপুর, গজরাজ রাও, সিদ্ধার্থ রান্ধেরিয়া, অনুরাধা প্যাটেল, রাজপাল যাদব, নির্মিতে সাওয়ান্ত এবং শিখা তালসানিয়া প্রমুখ।

প্রসঙ্গত, ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমার মাধ্যমে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট ও নমাহ পিকচার্স একসঙ্গে প্রযোজনায় এসেছে। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ২৯ জুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত