বিনোদন ডেস্ক
‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর বলিউড অভিনেতা আমির খান নিয়েছেন লম্বা বিরতি। এখন শোনা যাচ্ছে, আমিরের পরের সিনেমার নাম হতে যাচ্ছে ‘সিতারে জামিন পার’। আর তারপর থেকে আমিরের একসময়ের ব্লকবাস্টার সিনেমা ‘তারে জামিন পার’-এর সঙ্গে নামের মিল পেয়ে শুরু হয়েছে আলোচনা, তাহলে কি আসতে যাচ্ছে ‘তারে জামিন পর ২’! যদিও এ নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।
এদিকে দুই সিনেমার নামের মধ্যে মিল জন্ম দিয়েছে ট্রোলিংয়ের। সঙ্গে বাড়ছে জল্পনা-কল্পনা। যদিও এই সিনেমা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে এর আগেই শুরু হয়ে গেছে ট্রোলিং।
পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, সিনেমার প্লটটি একজন ক্রীড়া প্রশিক্ষককে নিয়ে, যিনি বিশেষভাবে প্রতিবন্ধী শিশুদের দলের সঙ্গে কাজ করেন।
নেটিজেনের একজন মন্তব্য করেছেন, ‘এটি কি তারে জামিন পারের সিকুয়েল নাকি রিমেক?’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘আমির আজকাল এত রিমেক বানাচ্ছেন কেন?’
আবার শোনা যাচ্ছ ‘সিতারে জামিন পার’ সিনেমাটি ২০১৮ সালের স্প্যানিশ চলচ্চিত্র ‘চ্যাম্পিয়নস’-এর রিমেক। ২০২২ সালে এটির রিমেক হয়েছে হলিউডে।
সিনেমাটির বিষয়ে পিঙ্কভিলা জানিয়েছে, আরএস প্রাসান্না পরিচালিত আমির খানের সিনেমাটির দৃশ্য ধারণ শুরুর কথা রয়েছে ২০২৪ সালের জানুয়ারিতে। সেই বছরের শেষের দিকে, অর্থাৎ বড়দিনে মুক্তি পেতে পারে সিনেমাটি।
‘তারে জামিন পার’ কেবল সিনেমা নয়, একটি অনুপ্রেরণারও নাম। আমির খানের প্রথম পরিচালনায় সিনেমাটি মুক্তি পায় ২০০৭ সালে। প্রথম সিনেমাতেই পরিচালক হিসেবে বাজিমাত করেন আমির। বক্স অফিস থেকে সমালোচক সব জায়গায় প্রশংসিত হয় সিনেমাটি। ১২ কোটি রুপি বাজেটের সিনেমাটির বিশ্বব্যাপী আয় দাঁড়ায় ৮৭ কোটি রুপিতে।
‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর বলিউড অভিনেতা আমির খান নিয়েছেন লম্বা বিরতি। এখন শোনা যাচ্ছে, আমিরের পরের সিনেমার নাম হতে যাচ্ছে ‘সিতারে জামিন পার’। আর তারপর থেকে আমিরের একসময়ের ব্লকবাস্টার সিনেমা ‘তারে জামিন পার’-এর সঙ্গে নামের মিল পেয়ে শুরু হয়েছে আলোচনা, তাহলে কি আসতে যাচ্ছে ‘তারে জামিন পর ২’! যদিও এ নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।
এদিকে দুই সিনেমার নামের মধ্যে মিল জন্ম দিয়েছে ট্রোলিংয়ের। সঙ্গে বাড়ছে জল্পনা-কল্পনা। যদিও এই সিনেমা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে এর আগেই শুরু হয়ে গেছে ট্রোলিং।
পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, সিনেমার প্লটটি একজন ক্রীড়া প্রশিক্ষককে নিয়ে, যিনি বিশেষভাবে প্রতিবন্ধী শিশুদের দলের সঙ্গে কাজ করেন।
নেটিজেনের একজন মন্তব্য করেছেন, ‘এটি কি তারে জামিন পারের সিকুয়েল নাকি রিমেক?’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘আমির আজকাল এত রিমেক বানাচ্ছেন কেন?’
আবার শোনা যাচ্ছ ‘সিতারে জামিন পার’ সিনেমাটি ২০১৮ সালের স্প্যানিশ চলচ্চিত্র ‘চ্যাম্পিয়নস’-এর রিমেক। ২০২২ সালে এটির রিমেক হয়েছে হলিউডে।
সিনেমাটির বিষয়ে পিঙ্কভিলা জানিয়েছে, আরএস প্রাসান্না পরিচালিত আমির খানের সিনেমাটির দৃশ্য ধারণ শুরুর কথা রয়েছে ২০২৪ সালের জানুয়ারিতে। সেই বছরের শেষের দিকে, অর্থাৎ বড়দিনে মুক্তি পেতে পারে সিনেমাটি।
‘তারে জামিন পার’ কেবল সিনেমা নয়, একটি অনুপ্রেরণারও নাম। আমির খানের প্রথম পরিচালনায় সিনেমাটি মুক্তি পায় ২০০৭ সালে। প্রথম সিনেমাতেই পরিচালক হিসেবে বাজিমাত করেন আমির। বক্স অফিস থেকে সমালোচক সব জায়গায় প্রশংসিত হয় সিনেমাটি। ১২ কোটি রুপি বাজেটের সিনেমাটির বিশ্বব্যাপী আয় দাঁড়ায় ৮৭ কোটি রুপিতে।
ইত্যাদির নতুন পর্বের শুটিং হয়েছে বাগেরহাটে। মঞ্চ নির্মাণ করা হয়েছে মোংলা বন্দরে। পশুর নদীর তীরে জাহাজ, নদী এবং বন্দরের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয়ে নির্মিত মঞ্চে ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি।
২ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে এ আর রাহমানকে নিয়ে কোনো ধরনের কটুক্তি না করার অনুরোধ করেছেন সায়রা। এক অডিও বার্তায় রাহমানকে তিনি উল্লেখ করেছেন ‘পৃথিবীর সেরা মানুষ’ হিসেবে।
৪ ঘণ্টা আগেআইপিএলের প্রথম আসরে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা কেনেন শাহরুখ খান। প্রতি সিজনে গ্যালারিতে তাঁর উপস্থিতি আইপিএলের দ্যুতি বাড়িয়েছে। তবে আইপিএলে শাহরুখের প্রথম পছন্দ ছিল না কলকাতা।
৬ ঘণ্টা আগেপ্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানের ধৈর্যের বাঁধ যেন ভেঙেই গেল। তাঁর বিবাহ বিচ্ছেদকে ঘিরে নেটিজেনদের অযাচিত সমালোচনা ও গুজবের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন এই সংগীতজ্ঞ। লিগ্যাল টিমের মাধ্যমে জানিয়েছেন, তার সঙ্গে সায়রা বানুর ডিভোর্স নিয়ে যে বা যাঁরা আপত্তিকর পোস্ট, ভিডিও বা ইন্টারভিউ...
১১ ঘণ্টা আগে