Ajker Patrika

যুক্তরাষ্ট্রে ‘ট্রিপল আর’ সিনেমার অর্ধেক দেখেই ফিরে যেতে হলো দর্শকদের

বিনোদন ডেস্ক
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৩: ১৩
যুক্তরাষ্ট্রে ‘ট্রিপল আর’ সিনেমার অর্ধেক দেখেই ফিরে যেতে হলো দর্শকদের

আগের বছরের রেকর্ড ভেঙে বক্স অফিসে ঝড় তুলেছে এস এস রাজামৌলির সিনেমা ‘আরআরআর’। গত ২৫ মার্চ সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। আর মুক্তির পরই বাজিমাত। একসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৮ হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘আরআরআর’। জুনিয়র এনটিআর ও রাম চরণ অভিনীত ছবিটি এরই মধ্যে এক দিনে বিশ্বব্যাপী ২৫৭ কোটি রুপি আয় করেছে।

এদিকে ব্লকবাস্টার এ ছবি যুক্তরাষ্ট্রের একটি সিনেমা হলে প্রথমার্ধের পর আর দেখতে পারেননি দর্শক। গতকাল শনিবার আমেরিকার একটি সুপরিচিত সিনেমা হলে ছবিটির দৈর্ঘ্য নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে হল কর্তৃপক্ষ। তাই ৩ ঘণ্টা ১ মিনিটের এই ছবি প্রথমার্ধের পর মাঝ পথেই প্রদর্শন বন্ধ করে দেয় তারা। এ ঘটনায় হতবাক হয়ে পড়ে উপস্থিত দর্শক। অর্ধেক সিনেমা দেখেই ফিরে যেতে হয় তাদের। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 
 
‘আরআরআর’ ছবির পরিচালক এস এস রাজামৌলিবলিউড মুভি রিভিউজ এ ছবি নিয়ে বলেছে, মোট ৩০০ কোটি রুপি বাজেটের ‘আরআরআর’ সিনেমাটিতে তুলে ধরা হয়েছে দুই তেলেগু মুক্তিযোদ্ধা ভীম ও আলুরি সীতারামের জীবনকাহিনি। সিনেমাটির এখন পর্যন্ত যত রিভিউ প্রকাশিত হয়েছে, প্রায় সবই ইতিবাচক। 

বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালন শনিবার সকালে টুইট করে জানিয়েছেন, প্রথম দিনে বিশ্বব্যাপী ২৫৭ দশমিক ১৫ কোটি রুপি ব্যবসা করেছে এই সিনেমা। এর মধ্যে শুধু অন্ধ্র প্রদেশ ও তেলিঙ্গানা থেকে ১২০ কোটি এবং ভারতের বাইরে ৭৮ কোটি রুপি আয় করেছে এই সিনেমা। 

নির্মাতা রমেশ বালা আরআরআর সম্পর্কে টুইটারে লিখেছেন, ‘প্রথম দিনে বিরাট কালেকশন করা প্রথম ভারতীয় সিনেমা।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত