বিনোদন ডেস্ক
গতকাল মঙ্গলবার ব্যবসায়ী রক্ষিত কেজরিওয়ালের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী মীরা চোপড়া। বিয়ের ছবিও এরই মধ্যে প্রকাশ্যে এনেছেন মীরা। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করেছেন তিনি। বিয়ের ছবিগুলোতে দেখা গেছে, লাল রঙের ভারী কাজের বিয়ের লেহেঙ্গা পরে আছেন মীরা। আর আইভরি রঙের শেরওয়ানিতে সেজেছেন বর রক্ষিত কেজরিওয়াল।
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবির ক্যাপশনে মীরা লিখেছেন, ‘চিরকালের সুখ, মারামারি, হাসি, কান্না এবং সারা জীবনের অজস্র স্মৃতি। সব জনমে তোমার সঙ্গে।’ মীরার বিয়ের ছবি দেখে বর-বধূকে অভিনন্দন জানাচ্ছেন ভক্ত এবং সহকর্মীরা।
পরিবার ছাড়াও বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের অনেকেই। তবে তাঁর বিয়েতে বোন প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়াকে দেখা যায়নি। প্রিয়াঙ্কার মা মধু চোপড়া উপস্থিত ছিলেন।
জয়পুরের বুয়েনা ভিস্তা লাক্সারি গার্ডেন স্পা রিসোর্টে গত ১১ মার্চ সন্ধ্যা ৭টা থেকে শুরু হয় সংগীত ও ককটেল পার্টির আসর। এর আগেই বিকেল ৫টা থেকে হয়েছে মেহেন্দির অনুষ্ঠান। এরপর ১২ মার্চ বুয়েনা ভিস্তা লাক্সারি গার্ডেন স্পা রিসোর্টের পুল সাইডে হয় দুজনের মালাবদল এবং বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা।
‘গ্যাং অব ঘোস্ট’, ‘১৯২০ লন্ডন’, ‘সেকশন ৩৭৫’, ‘সফেদ’-এর মতো হিন্দি সিনেমায় অভিনয় করেছেন মীরা চোপড়া।
গতকাল মঙ্গলবার ব্যবসায়ী রক্ষিত কেজরিওয়ালের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী মীরা চোপড়া। বিয়ের ছবিও এরই মধ্যে প্রকাশ্যে এনেছেন মীরা। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করেছেন তিনি। বিয়ের ছবিগুলোতে দেখা গেছে, লাল রঙের ভারী কাজের বিয়ের লেহেঙ্গা পরে আছেন মীরা। আর আইভরি রঙের শেরওয়ানিতে সেজেছেন বর রক্ষিত কেজরিওয়াল।
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবির ক্যাপশনে মীরা লিখেছেন, ‘চিরকালের সুখ, মারামারি, হাসি, কান্না এবং সারা জীবনের অজস্র স্মৃতি। সব জনমে তোমার সঙ্গে।’ মীরার বিয়ের ছবি দেখে বর-বধূকে অভিনন্দন জানাচ্ছেন ভক্ত এবং সহকর্মীরা।
পরিবার ছাড়াও বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের অনেকেই। তবে তাঁর বিয়েতে বোন প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়াকে দেখা যায়নি। প্রিয়াঙ্কার মা মধু চোপড়া উপস্থিত ছিলেন।
জয়পুরের বুয়েনা ভিস্তা লাক্সারি গার্ডেন স্পা রিসোর্টে গত ১১ মার্চ সন্ধ্যা ৭টা থেকে শুরু হয় সংগীত ও ককটেল পার্টির আসর। এর আগেই বিকেল ৫টা থেকে হয়েছে মেহেন্দির অনুষ্ঠান। এরপর ১২ মার্চ বুয়েনা ভিস্তা লাক্সারি গার্ডেন স্পা রিসোর্টের পুল সাইডে হয় দুজনের মালাবদল এবং বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা।
‘গ্যাং অব ঘোস্ট’, ‘১৯২০ লন্ডন’, ‘সেকশন ৩৭৫’, ‘সফেদ’-এর মতো হিন্দি সিনেমায় অভিনয় করেছেন মীরা চোপড়া।
বাংলা পপগানের পথিকৃৎ আজম খান। বাংলাদেশের পপসংগীতের ‘গুরু’ বলা হয় তাঁকে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মৃত্যুর ১৩ বছর পর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আজম খান। এমন খবরে খুশি তাঁর পরিবারের সদস্যরা। তবে বেঁচে থাকতে এই সম্মান পেলে পরিবারের আনন্দটা দ্বিগুণ হতো বলে জানান আজম খানের মেয়
১ দিন আগেশিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। ১৭ বছর ধরে প্রতি ঈদে এই সিরিজ নিয়ে তৈরি হয় ধারাবাহিক নাটক। এবার রোজার ঈদ উপলক্ষেও নির্মিত হয়েছে ছোটকাকু। তবে এবারের আয়োজনটা আরও বড়। নির্মাতারা এর নাম দিয়েছেন ‘ছোটকাকু চ্যাপ্টার টু’। ওয়েব ফিল্ম আকারে নির্মিত হলেও প্রচারিত হতে পারে সিরিজ আকারে
১ দিন আগেবলিউডের বহুল প্রতীক্ষিত সিকুয়েল সিনেমাগুলোর অন্যতম ‘ডন থ্রি’। অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের পর এবার ডন চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। গত বছরের শুরুতে জানা গিয়েছিল, সিনেমায় রণবীরের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আদভানি। এক বছর পর শোনা যাচ্ছে, ডন থ্রি করবেন না কিয়ারা। ইতিমধ্যে এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন
১ দিন আগেআজ মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে কুকিং রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী সিজন ৮’। অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। সারা দেশ থেকে রান্নার প্রতিভা খুঁজে আনতে অষ্টমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে স্কয়ার গ্রুপের মসলার ব্র্যান্ড ‘রাঁধুনী’।
১ দিন আগে