বিনোদন ডেস্ক
বছরের প্রথম ব্লকবাস্টারের অপেক্ষায় বলিউড। গত ২৫ জানুয়ারি, অর্থাৎ ভারতের প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাওয়া হৃতিক-দীপিকার ‘ফাইটার’ বক্স অফিসে দাপট দেখাচ্ছে। বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, তিন দিন শেষে সিনেমাটির আয় ৯০ কোটি রুপি ছাড়িয়েছে।
সাকনিল্ক জানিয়েছে, তৃতীয় দিনে ‘ফাইটার’ সিনেমার আয় আনুমানিক ২৮ কোটি রুপি। প্রথম দিনে এই সিনেমা আয় করে ২২ কোটি ৫ লাখ রুপি। তবে পজিটিভ রেসপন্সের কারণে দ্বিতীয় দিনে, অর্থাৎ ২৬ জানুয়ারি আয় বাড়ে এক ধাক্কায় অনেকখানি। ৩৯ কোটি ৫ লাখ রুপি ঘরে তোলে এই সিনেমা।
বলিউডের বাণিজ্য বিশ্লেষকেরা জানিয়েছেন, এই আয় ধরে রাখতে সক্ষম হবে ফাইটার। আজ রোববার সপ্তাহের ছুটির দিনে আয় অন্তত ৩০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। বিশ্লেষকেরা আরাও জানিয়েছেন, মুক্তির পরের চার দিন মিলিয়ে ১২০ কোটি রুপি হবে বলেই তাদের বিশ্বাস।
এদিকে, দর্শকদের উন্মাদনার মধ্যে ‘বিতর্কিত বিষয়বস্তু’র কারণে মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হয়েছে ‘ফাইটার’। পাকিস্তানের অনেক তারকা ফাইটার নিয়ে তর্কে জড়িয়েছেন। এমনকি, ভারতের মধ্যে অনেকেই এটিকে ‘বিজেপির ভোট নীতি’র অংশ হিসেবে দাগিয়েছেন।
প্রসঙ্গত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ সিনেমায় হৃতিক-দীপিকা ছাড়াও অভিনয় করেছেন অনিল কাপুর, করণ সিং গ্রোভার ও অক্ষয় ওবেরয়।
‘ফাইটার’-এ স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটির ভূমিকায় অভিনয় করেছেন হৃতিক রোশন। স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নির ভূমিকায় দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। অনিল কাপুর গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং ওরফে রকির ভূমিকায়।
বছরের প্রথম ব্লকবাস্টারের অপেক্ষায় বলিউড। গত ২৫ জানুয়ারি, অর্থাৎ ভারতের প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাওয়া হৃতিক-দীপিকার ‘ফাইটার’ বক্স অফিসে দাপট দেখাচ্ছে। বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, তিন দিন শেষে সিনেমাটির আয় ৯০ কোটি রুপি ছাড়িয়েছে।
সাকনিল্ক জানিয়েছে, তৃতীয় দিনে ‘ফাইটার’ সিনেমার আয় আনুমানিক ২৮ কোটি রুপি। প্রথম দিনে এই সিনেমা আয় করে ২২ কোটি ৫ লাখ রুপি। তবে পজিটিভ রেসপন্সের কারণে দ্বিতীয় দিনে, অর্থাৎ ২৬ জানুয়ারি আয় বাড়ে এক ধাক্কায় অনেকখানি। ৩৯ কোটি ৫ লাখ রুপি ঘরে তোলে এই সিনেমা।
বলিউডের বাণিজ্য বিশ্লেষকেরা জানিয়েছেন, এই আয় ধরে রাখতে সক্ষম হবে ফাইটার। আজ রোববার সপ্তাহের ছুটির দিনে আয় অন্তত ৩০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। বিশ্লেষকেরা আরাও জানিয়েছেন, মুক্তির পরের চার দিন মিলিয়ে ১২০ কোটি রুপি হবে বলেই তাদের বিশ্বাস।
এদিকে, দর্শকদের উন্মাদনার মধ্যে ‘বিতর্কিত বিষয়বস্তু’র কারণে মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হয়েছে ‘ফাইটার’। পাকিস্তানের অনেক তারকা ফাইটার নিয়ে তর্কে জড়িয়েছেন। এমনকি, ভারতের মধ্যে অনেকেই এটিকে ‘বিজেপির ভোট নীতি’র অংশ হিসেবে দাগিয়েছেন।
প্রসঙ্গত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ সিনেমায় হৃতিক-দীপিকা ছাড়াও অভিনয় করেছেন অনিল কাপুর, করণ সিং গ্রোভার ও অক্ষয় ওবেরয়।
‘ফাইটার’-এ স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটির ভূমিকায় অভিনয় করেছেন হৃতিক রোশন। স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নির ভূমিকায় দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। অনিল কাপুর গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং ওরফে রকির ভূমিকায়।
সৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ সিনেমায় কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। গত বছর পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে মুক্তির কথা ছিল সিনেমাটির। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। অবশেষে ঢাকা চলচ্চিত্র উৎসবে পদাতিক দেখার সুযোগ পেয়েছেন..
৪০ মিনিট আগেনাট্যসংগঠন বটতলা এবং যাত্রিকের যৌথ প্রযোজনা ‘মার্ক্স ইন সোহো’র দুই দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। হাওয়ার্ড জিন রচিত, জাভেদ হুসেন অনূদিত এবং নায়লা আজাদ নির্দেশিত এই নাটকের পরপর দুটি প্রদর্শনী মঞ্চস্থ হবে ২০ ও ২১ জানুয়ারি প্রতিদিন সন্ধ্যা
১ ঘণ্টা আগেঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হচ্ছে আজ। ১১ জানুয়ারি শুরু হয়েছিল সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই উৎসব। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন। এবার ঢাকা উৎসবে প্রদর্শিত হয়েছে ৭৫ দেশের ২২০টি সিনেমা।
১ ঘণ্টা আগেএখনো ঘটনার কোনো সুরাহা না হলেও সাইফের ওপর এ হামলা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তদন্তে নেমে পুলিশ সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে, ‘সদগুরু শরণ’ নামের যে অ্যাপার্টমেন্টে সাইফ-কারিনার বাস, সেখানকার ৯ থেকে ১২ তলা তাঁদের। কিন্তু সেখানে আলাদা কোনো সার্ভেল্যান্স ক্যামেরাই নেই।
১৪ ঘণ্টা আগে