বিনোদন ডেস্ক
সালমান খানের ক্যারিয়ারে সবচেয়ে আলোচিত সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি আয় করেছিল প্রায় ৯১৮ কোটি রুপি। সিনেমাটি আবার পর্দায় ফিরবে—এ কথা আগেই জানিয়েছিলেন ‘ভাইজান’। ২০২১ সালে নিজের জন্মদিনে বজরঙ্গির সিক্যুয়েলের ঘোষণা দিয়েছিলেন তিনি। এরপর দীর্ঘদিন এ বিষয়ে কোনো আপডেট না পাওয়া গেলেও সম্প্রতি একটি সিনেমার প্রচার অনুষ্ঠানে তা নিয়ে কথা বলেছেন এর প্রযোজক কে কে রাধামোহন। জানিয়েছেন, ভাইজানের সবুজ সংকেতের অপেক্ষায় সবাই।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, ওই ইভেন্টে প্রযোজক জানিয়েছেন, নতুন সিনেমার চিত্রনাট্যের কাজ প্রায় শেষের দিকে। সেটা শিগ্গিরই সালমান খানকে শোনানো হবে। তারপর দেখা যাবে বিষয়টা কোনদিকে যায়।
প্রযোজকের কথায়, ‘চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদ ‘বজরঙ্গি ভাইজান’-এর চিত্রনাট্য তৈরি করেছেন, শিগ্গিরই তিনি সালমান ভাইকে এটি শোনাবেন। আমরা ভাইজানের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় আছি।’
২০২১ সালে মুম্বাইতে আরআরআর সিনেমার প্রচার অনুষ্ঠানেও ‘বজরঙ্গি ভাইজান’--এর সিক্যুয়েল নিয়ে কথা বলেছিলেন সালমান। এস এস রাজামৌলি সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, ‘রাজামৌলি ও তাঁর বাবার সঙ্গে আমার একটি দৃঢ় সম্পর্ক রয়েছে, কারণ তিনি বজরঙ্গি ভাইজান লিখেছেন এবং শিগ্গিরই আমরা ‘বজরঙ্গি ভাইজান ২’-এর জন্য আবার একসঙ্গে কাজ করব।’
যখন করণ জিজ্ঞাসা করলেন যে সালমান নিশ্চিত করছেন ‘বজরঙ্গি ভাইজান’-এর একটি সিক্যুয়েল আসতে চলেছে, তখন সালমান উত্তর দিয়েছিলেন, ‘হ্যাঁ, তবে এখন ফোকাস করা উচিত আরআরআরের দিকে।’
এদিকে ২০২৩ সালে বলিউড হাঙ্গামা জানিয়েছিল কবির খান পরিচালিত সিনেমাটির সিক্যুয়েলে সালমানের বিপরীতে কারিনা কাপুর নয়, অভিনয় করবেন পূজা হেগড়ে। তারা আরও দাবি করে, সিনেমাটির শিরোনাম হবে ‘পবনপুত্র ভাইজান’।
সালমান খানের ক্যারিয়ারে সবচেয়ে আলোচিত সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি আয় করেছিল প্রায় ৯১৮ কোটি রুপি। সিনেমাটি আবার পর্দায় ফিরবে—এ কথা আগেই জানিয়েছিলেন ‘ভাইজান’। ২০২১ সালে নিজের জন্মদিনে বজরঙ্গির সিক্যুয়েলের ঘোষণা দিয়েছিলেন তিনি। এরপর দীর্ঘদিন এ বিষয়ে কোনো আপডেট না পাওয়া গেলেও সম্প্রতি একটি সিনেমার প্রচার অনুষ্ঠানে তা নিয়ে কথা বলেছেন এর প্রযোজক কে কে রাধামোহন। জানিয়েছেন, ভাইজানের সবুজ সংকেতের অপেক্ষায় সবাই।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, ওই ইভেন্টে প্রযোজক জানিয়েছেন, নতুন সিনেমার চিত্রনাট্যের কাজ প্রায় শেষের দিকে। সেটা শিগ্গিরই সালমান খানকে শোনানো হবে। তারপর দেখা যাবে বিষয়টা কোনদিকে যায়।
প্রযোজকের কথায়, ‘চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদ ‘বজরঙ্গি ভাইজান’-এর চিত্রনাট্য তৈরি করেছেন, শিগ্গিরই তিনি সালমান ভাইকে এটি শোনাবেন। আমরা ভাইজানের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় আছি।’
২০২১ সালে মুম্বাইতে আরআরআর সিনেমার প্রচার অনুষ্ঠানেও ‘বজরঙ্গি ভাইজান’--এর সিক্যুয়েল নিয়ে কথা বলেছিলেন সালমান। এস এস রাজামৌলি সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, ‘রাজামৌলি ও তাঁর বাবার সঙ্গে আমার একটি দৃঢ় সম্পর্ক রয়েছে, কারণ তিনি বজরঙ্গি ভাইজান লিখেছেন এবং শিগ্গিরই আমরা ‘বজরঙ্গি ভাইজান ২’-এর জন্য আবার একসঙ্গে কাজ করব।’
যখন করণ জিজ্ঞাসা করলেন যে সালমান নিশ্চিত করছেন ‘বজরঙ্গি ভাইজান’-এর একটি সিক্যুয়েল আসতে চলেছে, তখন সালমান উত্তর দিয়েছিলেন, ‘হ্যাঁ, তবে এখন ফোকাস করা উচিত আরআরআরের দিকে।’
এদিকে ২০২৩ সালে বলিউড হাঙ্গামা জানিয়েছিল কবির খান পরিচালিত সিনেমাটির সিক্যুয়েলে সালমানের বিপরীতে কারিনা কাপুর নয়, অভিনয় করবেন পূজা হেগড়ে। তারা আরও দাবি করে, সিনেমাটির শিরোনাম হবে ‘পবনপুত্র ভাইজান’।
ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
১৮ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
২০ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
১ দিন আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
১ দিন আগে