Ajker Patrika

ঈদে ওটিটিতে ‘রাধে’ ঝড়

বিনোদন ডেস্ক
আপডেট : ১২ মে ২০২১, ১৯: ৫৩
ঈদে ওটিটিতে ‘রাধে’ ঝড়

মারপিট আর নাচ–গানে ভরা সালমান খানের নতুন সিনেমা ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই।’ ঈদে এক হাজারটি সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারতে এক শটি হলও খোলা নেই। তাই সিনেমা হলে মুক্তির ভাবনা থেকে সরে এসেছেন ‘রাধে’র পরিচালক-প্রযোজক।

সেক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্মই শেষ ভরসা। জি প্লেক্সে সিনেমাটি মুক্তি পাচ্ছে ১৩ মে। এতে এনকাউন্টার স্পেশালিস্ট পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে সালমান খানকে। বড় বড় সন্ত্রাসীকে তুড়ি মেরে উড়িয়ে দেবেন তিনি। অ্যাকশন দৃশ্যে থাকবে সালমানের নিজস্ব স্টাইল।

দেখুন ‘রাধে’র ট্রেলার:

ভক্তরা হয়ত ভাইজানের সেই স্টাইল দেখতেই ছুটবেন প্রেক্ষাগৃহে, যদি ঈদের পর খোলা থাকে! ‘রাধে’ সিনেমায় রোমান্স, গান বা মসলার কমতি রাখেননি পরিচালক প্রভুদেবা। দিশা পাটানির সঙ্গে রোমান্সে বুঁদ হতে দেখা যাবে পঞ্চাশোর্ধ সালমানকে! আইটেম গার্ল হিসেবে থাকবেন জ্যাকুলিন ফার্নান্দেজ।
তেলুগু সিনেমা ‘লোফার’ দিয়ে শুরু হয় দিশা পাটানির ক্যারিয়ার। এই একটা সিনেমা বাদ দিলে দিশা সাফল্যের বিচারে এক শতে এক শ পাবেন। কারণ তাঁর আগের চারটি হিন্দি সিনেমা ‘এম এস ধোনি—দ্য আনটোল্ড স্টোরি’, ‘বাগি ২’, ‘ভারত’ ও ‘মালাং’ সুপারহিট। ভারত-চীন যৌথ প্রযোজনার ‘কুং ফু ইয়োগা’ও ব্যবসাসফল।

‘রাধে’র ‘সিটি মার’ গানের ভিডিও:

তারপরও দিশা তেমন আলোচনায় থাকেন না। শুধু টাইগার শ্রফের সঙ্গে তাঁর প্রেম নিয়েই যা খবর হয়। এর অন্যতম কারণ, তাঁর মুক্তি পাওয়া সব ছবিই নায়কনির্ভর। অ্যাকশন ধাঁচের সিনেমায় বলতে গেলে তাঁর তেমন কিছু করার থাকে না।

‘সুযোগ পাওয়া তো আমার হাতে নেই। অন্য ধরণের সিনেমায় সুযোগ পেলে নিজের দক্ষতা প্রমাণ করা যায়’, বলেন দিশা। এর আগে ‘ভারত’ এ অভিনয় করলেও সালমানের নায়িকা ছিলেন না। করেছিলেন ছোট্ট একটি চরিত্র। ‘রাধে’ তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে।

রাধে সিনেমায় সালমান খান। ছবি: ইনস্টাগ্রামজনপ্রিয় কোরিয়ান সিনেমা ‘দ্য আউটলজ’-এর হিন্দি রিমেক ‘রাধে’। ৫৫ বছর বয়সী সালমানের নায়িকা ২৭ বছরের দিশা—এটা নিয়ে অনেক ট্রল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সালমান এক সাক্ষাৎকারে বলেছেন, ‘কই, পর্দায় তো আমাদের একই বয়সের মনে হয়েছে।’

‘রাধে’র টাইটেল সং:

‘রাধে’ তে এই প্রথম পর্দায় চুমু খেয়েছেন ‘ভাইজান’। তবে সেটা কাগজে-কলমে ‘অনস্ক্রিণ কিস’ হলেও শুটিং হয়েছে অন্য কায়দায়। ‘আরে আমি তো টেপে চুমু খেয়েছি, দিশাকে নয়’, মজা করে বলেন সালমান। সিনেমায় দিশার অভিনয়ে ‘ভাইজান’ খুবই খুশি। শোনা যাচ্ছে, সালমানের পরের সিনেমাতেও দিশাকে দেখা যেতে পারে।  
‘রাধে’র ট্রেলারে আলাদা করে নজর কেড়েছেন রণদীপ হুদা। বলিউডের বাঘা বাঘা সব তারকাখ্যাতির আড়ালে চাপা পড়ে যাওয়া শক্তিশালী এই অভিনেতা খলনায়ক হিসেবে লড়বেন ভাইয়ের সঙ্গে। দেখা যাবে জ্যাকি শ্রফ ও মেঘা আকাশকেও।

‘রাধে’র ‘জুম জুম’ গানের ভিডিও:

ঈদে বাংলাদেশের দর্শকরাও চাইলে ‘রাধে’ দেখতে পাবে। কারণ সারা দুনিয়ার প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম ‘জিপ্লেক্স’ ও ‘জি-ফাইভ’-এও দেখা যাবে ছবিটি। তবে গুনতে হবে ২৯৯ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৪২ টাকা)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত