বিনোদন ডেস্ক
ঢাকা: ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’–এর ইতিহাসে সেরা গুপ্তচর হিসেবে মনে করা হয় রবীন্দ্র কৌশিককে। সাধারণ থিয়েটারকর্মী থেকে গুপ্তচর হয়ে পাকিস্তানে প্রবেশ। তারপর পাকিস্তানের ‘ল’ কলেজে পড়াশোনা। সে দেশের সেনাবাহিনীর ক্লার্ক থেকে চাকরি শুরু করে মেজর পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। কিন্তু ‘র’–এর নিজেদের ভুলে ধরা পড়ে যান রবীন্দ্র কৌশিক। শেষ পর্যন্ত ২০০১ সালে কারাগারেই বিভিন্ন রোগে ভুগে মারা যান তিনি। রবীন্দ্র ছিলেন ‘র’–এর ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সিক্রেট এজেন্ট, যিনি তাঁর সারা জীবন উৎসর্গ করেছিলেন নিজের দেশ ভারতের জন্য।
ভারতীয় সরকারের নীতি অনুযায়ী, কোনো গুপ্তচর কোথাও ধরা পড়লে তাকে স্বীকৃতি না দেওয়ার নিয়ম আছে। পাকিস্তানে ধরা পড়ে মৃত্যুর পূর্বে তিনি গোপনে ভারতে তাঁর পরিবারকে চিঠি দেন। জানান তাঁর প্রকৃত অবস্থা। সেখানে তাঁর সঙ্গে যে নির্দয় আচরণ করা হয়েছে, তার বিবরণ ছিল সেই চিঠিতে।
লিখেছিলেন, ‘ক্যায়া ভারত য্যায়ছে বাড়ে দেশকে লিয়ে কোরবানি দেনেওয়ালো কা এহি মিলতা হ্যায়’ অর্থাৎ ভারতের মত বড় দেশের জন্য নিজের জীবন উৎসর্গকারীর কি এই পুরস্কার?
এভাবেই সমাপ্ত হয় শ্রেষ্ঠ একজন গুপ্তচরের জীবন। তাঁর মৃত্যুর পর ভারতীয় মিডিয়া সরকারকে তুলোধুনো করে ছাড়ে।
সেই রবীন্দ্র কৌশিক, যাঁকে ‘ব্ল্যাক টাইগার’ হিসেবে ডাকা হয়, তাঁর বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন সালমান খান। সালমানের ৩২ বছরের ক্যারিয়ারে এই প্রথম কোনো বায়োপিকে অভিনয় করছেন। সিনেমাটি বানাবেন রাজকুমার গুপ্তা। তিনি জানিয়েছেন, এটি হবে থ্রিলারধর্মী সিনেমা। স্ক্রিপ্টের কাজ প্রায় শেষ। সালমান খানেরও সম্মতি পাওয়া গেছে।
এর আগে পরিচালক রাজকুমার গুপ্তা ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘রেইড’, ‘ঘনচক্কর’–এর মতো সিনেমা বানিয়েছেন। গত পাঁচ বছর ধরে এই ‘র’–এর এজেন্টকে নিয়ে গবেষণা করছেন বলে জানিয়েছেন নির্মাতা।
ঢাকা: ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’–এর ইতিহাসে সেরা গুপ্তচর হিসেবে মনে করা হয় রবীন্দ্র কৌশিককে। সাধারণ থিয়েটারকর্মী থেকে গুপ্তচর হয়ে পাকিস্তানে প্রবেশ। তারপর পাকিস্তানের ‘ল’ কলেজে পড়াশোনা। সে দেশের সেনাবাহিনীর ক্লার্ক থেকে চাকরি শুরু করে মেজর পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। কিন্তু ‘র’–এর নিজেদের ভুলে ধরা পড়ে যান রবীন্দ্র কৌশিক। শেষ পর্যন্ত ২০০১ সালে কারাগারেই বিভিন্ন রোগে ভুগে মারা যান তিনি। রবীন্দ্র ছিলেন ‘র’–এর ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সিক্রেট এজেন্ট, যিনি তাঁর সারা জীবন উৎসর্গ করেছিলেন নিজের দেশ ভারতের জন্য।
ভারতীয় সরকারের নীতি অনুযায়ী, কোনো গুপ্তচর কোথাও ধরা পড়লে তাকে স্বীকৃতি না দেওয়ার নিয়ম আছে। পাকিস্তানে ধরা পড়ে মৃত্যুর পূর্বে তিনি গোপনে ভারতে তাঁর পরিবারকে চিঠি দেন। জানান তাঁর প্রকৃত অবস্থা। সেখানে তাঁর সঙ্গে যে নির্দয় আচরণ করা হয়েছে, তার বিবরণ ছিল সেই চিঠিতে।
লিখেছিলেন, ‘ক্যায়া ভারত য্যায়ছে বাড়ে দেশকে লিয়ে কোরবানি দেনেওয়ালো কা এহি মিলতা হ্যায়’ অর্থাৎ ভারতের মত বড় দেশের জন্য নিজের জীবন উৎসর্গকারীর কি এই পুরস্কার?
এভাবেই সমাপ্ত হয় শ্রেষ্ঠ একজন গুপ্তচরের জীবন। তাঁর মৃত্যুর পর ভারতীয় মিডিয়া সরকারকে তুলোধুনো করে ছাড়ে।
সেই রবীন্দ্র কৌশিক, যাঁকে ‘ব্ল্যাক টাইগার’ হিসেবে ডাকা হয়, তাঁর বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন সালমান খান। সালমানের ৩২ বছরের ক্যারিয়ারে এই প্রথম কোনো বায়োপিকে অভিনয় করছেন। সিনেমাটি বানাবেন রাজকুমার গুপ্তা। তিনি জানিয়েছেন, এটি হবে থ্রিলারধর্মী সিনেমা। স্ক্রিপ্টের কাজ প্রায় শেষ। সালমান খানেরও সম্মতি পাওয়া গেছে।
এর আগে পরিচালক রাজকুমার গুপ্তা ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘রেইড’, ‘ঘনচক্কর’–এর মতো সিনেমা বানিয়েছেন। গত পাঁচ বছর ধরে এই ‘র’–এর এজেন্টকে নিয়ে গবেষণা করছেন বলে জানিয়েছেন নির্মাতা।
আমেরিকার বিখ্যাত টিভি সিরিজ ‘বেওয়াচ’ এর অভিনেত্রী পামেলা বাক মারা গেছেন। ৬২ বছর বয়সী এই অভিনেত্রীকে তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে মৃত উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে-নিজের মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেছেন। পামেলা বাক হলিউড অভিনেতা ডেভিড হাসেলহফের স্ত্রী...
৭ ঘণ্টা আগেপ্রতিবছর সিনেমা নির্মাণের জন্য অনুদান দেওয়া হলেও নির্দিষ্ট সময়ে শেষ হয় না বেশির ভাগ সিনেমার কাজ। নির্মাতারা অভিযোগ করেন, সিনেমা নির্মাণের জন্য যে সময় বেঁধে দেয় সরকার, তা যথেষ্ট নয়। সে কারণে সময়মতো সিনেমা মুক্তি দিতে পারেন না তাঁরা। এত দিনে নির্মাতাদের সেই সমস্যার একটা সমাধান হলো। এখন থেকে...
১৫ ঘণ্টা আগে‘বিলডাকিনি’ ও ‘চক্কর ৩০২’ সিনেমার কাজ মোশাররফ করিম শেষ করেছেন অনেক দিন হলো। সরকারি অনুদানে নির্মিত দুটি সিনেমাই মুক্তির জন্য ছাড়পত্র নেওয়া আছে। তবু ঝুলে ছিল সিনেমা দুটির ভাগ্য। কয়েকবার বিলডাকিনির মুক্তির কথা শোনা গেলেও চুপ ছিলেন চক্করের নির্মাতা। অবশেষে আলোর মুখ দেখছে সিনেমা দুটি। আসছে রোজার ঈদে...
১৫ ঘণ্টা আগেমারাঠি, হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম—সব ইন্ডাস্ট্রিতে অভিনয় দিয়ে পরিচিতি পেয়েছেন রাধিকা আপ্তে। অভিনয় করেছেন বাংলা সিনেমাতেও। ইংরেজি ভাষার কনটেন্টেও কাজ করেছেন তিনি। এবার রাধিকা আপ্তের ক্যারিয়ার বইছে ভিন্ন স্রোতে। অভিনেত্রী পরিচয় ছাপিয়ে প্রথমবারের মতো বসতে চলেছেন পরিচালকের চেয়ারে।
১৫ ঘণ্টা আগে