বিনোদন ডেস্ক
করোনা মহামারির পর থেকে বলিউডে চলছে ব্যবসায় খরা। গত বছর বেশ কিছু সিনেমা বক্স অফিসে বাজিমাত করলেও চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যবসা কমেছে ৭০০ কোটি রুপির বেশি। তারকাদের পারিশ্রমিক কমানোর পরামর্শ দিচ্ছেন বাণিজ্য বিশ্লেষকেরা। তারকাদের ক্রমবর্ধমান পারিশ্রমিক ও সিনেমা নির্মাণের মূল্যবৃদ্ধি নিয়ে চিন্তিত অভিনেতা কার্তিক আরিয়ান ও নির্মাতা কবীর খান। সম্প্রতি মুক্তি প্রতীক্ষিত সিনেমার প্রচারে এসে এ বিষয়ে কথা বলেছেন তাঁরা।
মুক্তির অপেক্ষায় কবীর খান পরিচালিত ও কার্তিক অভিনীত সিনেমা ‘চান্দু চ্যাম্পিয়ন’। সিনেমাটির প্রচারে সম্প্রতি বলিউডের বক্স অফিস খরা ও সিনেমার বাজেট নিয়ে কথা বলেছেন কবীর ও কার্তিক।
কবীর খান বলেন, ‘মহামারির পরে দর্শকের সিনেমা দেখার অভ্যাস বদলে গেছে। হলে গিয়ে সিনেমা দেখা কমেছে, আবার ওটিটি কনটেন্ট দেখার বহর বেড়েছে। ফলে সেই মতো চিন্তাভাবনা করতে হবে নির্মাতাদের।’
তবে সিনেমার ব্যবসা অনুযায়ী পারিশ্রমিক ঠিক করা উচিত বলে মনে করেন কার্তিক। অভিনেতার কথায়, ‘সিনেমা মুক্তির পরে তার স্বত্ব বিক্রি শুরু হয়। তা থেকে একটা পরিমাণ টাকা পাওয়া যায়। যদি কোনো তারকার স্টার ভ্যালু আর পুরো প্রজেক্টের ভ্যালু ব্যবসায় লাভ দেয়, তাহলে তারকাদের পারিশ্রমিক বৃদ্ধির মানে থাকে। কিন্তু সেটা যদি না হয়, তাহলে তো নিজের অংশ থেকে লভ্যাংশ কমাতে হবে। এভাবেই সুস্থ আলোচনা চলতে পারে।’
উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় আছে কার্তিক আরিয়ানের ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমাটি। কবীর খান পরিচালিত এই স্পোর্টস ড্রামায় উঠে আসবে প্যারা অলিম্পিকের গোল্ড মেডেল প্রাপ্ত মুরলিকান্ত পেটকরের কথা। ১৪ জুন মুক্তি পাবে সিনেমাটি।
করোনা মহামারির পর থেকে বলিউডে চলছে ব্যবসায় খরা। গত বছর বেশ কিছু সিনেমা বক্স অফিসে বাজিমাত করলেও চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যবসা কমেছে ৭০০ কোটি রুপির বেশি। তারকাদের পারিশ্রমিক কমানোর পরামর্শ দিচ্ছেন বাণিজ্য বিশ্লেষকেরা। তারকাদের ক্রমবর্ধমান পারিশ্রমিক ও সিনেমা নির্মাণের মূল্যবৃদ্ধি নিয়ে চিন্তিত অভিনেতা কার্তিক আরিয়ান ও নির্মাতা কবীর খান। সম্প্রতি মুক্তি প্রতীক্ষিত সিনেমার প্রচারে এসে এ বিষয়ে কথা বলেছেন তাঁরা।
মুক্তির অপেক্ষায় কবীর খান পরিচালিত ও কার্তিক অভিনীত সিনেমা ‘চান্দু চ্যাম্পিয়ন’। সিনেমাটির প্রচারে সম্প্রতি বলিউডের বক্স অফিস খরা ও সিনেমার বাজেট নিয়ে কথা বলেছেন কবীর ও কার্তিক।
কবীর খান বলেন, ‘মহামারির পরে দর্শকের সিনেমা দেখার অভ্যাস বদলে গেছে। হলে গিয়ে সিনেমা দেখা কমেছে, আবার ওটিটি কনটেন্ট দেখার বহর বেড়েছে। ফলে সেই মতো চিন্তাভাবনা করতে হবে নির্মাতাদের।’
তবে সিনেমার ব্যবসা অনুযায়ী পারিশ্রমিক ঠিক করা উচিত বলে মনে করেন কার্তিক। অভিনেতার কথায়, ‘সিনেমা মুক্তির পরে তার স্বত্ব বিক্রি শুরু হয়। তা থেকে একটা পরিমাণ টাকা পাওয়া যায়। যদি কোনো তারকার স্টার ভ্যালু আর পুরো প্রজেক্টের ভ্যালু ব্যবসায় লাভ দেয়, তাহলে তারকাদের পারিশ্রমিক বৃদ্ধির মানে থাকে। কিন্তু সেটা যদি না হয়, তাহলে তো নিজের অংশ থেকে লভ্যাংশ কমাতে হবে। এভাবেই সুস্থ আলোচনা চলতে পারে।’
উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় আছে কার্তিক আরিয়ানের ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমাটি। কবীর খান পরিচালিত এই স্পোর্টস ড্রামায় উঠে আসবে প্যারা অলিম্পিকের গোল্ড মেডেল প্রাপ্ত মুরলিকান্ত পেটকরের কথা। ১৪ জুন মুক্তি পাবে সিনেমাটি।
আমেরিকার বিখ্যাত টিভি সিরিজ ‘বেওয়াচ’ এর অভিনেত্রী পামেলা বাক মারা গেছেন। ৬২ বছর বয়সী এই অভিনেত্রীকে তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে মৃত উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে-নিজের মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেছেন। পামেলা বাক হলিউড অভিনেতা ডেভিড হাসেলহফের স্ত্রী...
৭ ঘণ্টা আগেপ্রতিবছর সিনেমা নির্মাণের জন্য অনুদান দেওয়া হলেও নির্দিষ্ট সময়ে শেষ হয় না বেশির ভাগ সিনেমার কাজ। নির্মাতারা অভিযোগ করেন, সিনেমা নির্মাণের জন্য যে সময় বেঁধে দেয় সরকার, তা যথেষ্ট নয়। সে কারণে সময়মতো সিনেমা মুক্তি দিতে পারেন না তাঁরা। এত দিনে নির্মাতাদের সেই সমস্যার একটা সমাধান হলো। এখন থেকে...
১৪ ঘণ্টা আগে‘বিলডাকিনি’ ও ‘চক্কর ৩০২’ সিনেমার কাজ মোশাররফ করিম শেষ করেছেন অনেক দিন হলো। সরকারি অনুদানে নির্মিত দুটি সিনেমাই মুক্তির জন্য ছাড়পত্র নেওয়া আছে। তবু ঝুলে ছিল সিনেমা দুটির ভাগ্য। কয়েকবার বিলডাকিনির মুক্তির কথা শোনা গেলেও চুপ ছিলেন চক্করের নির্মাতা। অবশেষে আলোর মুখ দেখছে সিনেমা দুটি। আসছে রোজার ঈদে...
১৫ ঘণ্টা আগেমারাঠি, হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম—সব ইন্ডাস্ট্রিতে অভিনয় দিয়ে পরিচিতি পেয়েছেন রাধিকা আপ্তে। অভিনয় করেছেন বাংলা সিনেমাতেও। ইংরেজি ভাষার কনটেন্টেও কাজ করেছেন তিনি। এবার রাধিকা আপ্তের ক্যারিয়ার বইছে ভিন্ন স্রোতে। অভিনেত্রী পরিচয় ছাপিয়ে প্রথমবারের মতো বসতে চলেছেন পরিচালকের চেয়ারে।
১৫ ঘণ্টা আগে