বিনোদন ডেস্ক
আমির খানের ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমার তালিকায় প্রথমদিকে রয়েছে ‘তারে জামিন পার’। সিনেমাটিতে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করে দর্শকমনে জায়গা করে নেন অভিনেতা দারশিল সাফারি। সেই ছোট্ট দারশিল এখন অনেকটাই বড় হয়ে গেছেন। সম্প্রতি আমিরকন্যা ইরার বিয়েতে আমন্ত্রিত ছিলেন দারশিল। আর সেখানেই প্রায় ১৫ বছর পর সিনেমাটিতে তার মায়ের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী টিসকা চোপড়ার সঙ্গে দেখা হয় তাঁর।
অনস্ক্রিন মা টিসকা চোপড়ার সঙ্গে এদিন সেলফিও তোলেন দারশিল। প্রায় ১৫ বছর পর এক ফ্রেমে মা-ছেলের জুটিকে দেখে নস্টালজিয়ায় ভেসেছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, শৈশব থেকেই নাচ শিখতেন দারশিল। একদিন তাঁদের নাচের ক্লাসে এসেছিলেন ‘তারে জামিন পার’ এর ক্রিয়েটিভ ডিরেক্টর অমল গুপ্তা। দারশিলকে দেখে অডিশনে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি।
শুটিং শুরুর আগেই আমির খানের সঙ্গে ভালো সখ্যতা গড়ে ওঠে দারশিলের। একসময় আমির খান জানতে পারেন সিনেমার জন্য দারশিলের স্কুলে যাওয়া অনিশ্চিত হয়ে যাবে। এক বছর সময় নষ্টও হতে পারে। আমির খান নিজেই সেই সময় স্কুল কর্তৃপক্ষকে নিশ্চিত করেছিলেন শিশুশিল্পীর পড়াশোনার কোনও সমস্যা হবে না। এরপর বাকিটা ইতিহাস। শুধু দারশিলের ক্যারিয়ার নয়, বলিউডের ইতিহাসের অন্যতম সেরা সিনেমার তালিকায় জায়গা নেই সিনেমাটি।
উল্লেখ্য, ২০০৭ সালের ‘তারে জামিন পার’ এর পর দারশিল অভিনয় করেন ২০১০ সালে ‘বাম বাম বোলে’-তে। ২০১১ সালে মুক্তি পায় তার অভিনীত ‘জখম’। তবে ডেবিউ সিনেমা ‘তারে জামিন পার’ বক্স অফিসে সুপার হিট হলেও আর কোনও হিট সিনেমা দিতে পারেননি তিনি।
আমির খানের ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমার তালিকায় প্রথমদিকে রয়েছে ‘তারে জামিন পার’। সিনেমাটিতে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করে দর্শকমনে জায়গা করে নেন অভিনেতা দারশিল সাফারি। সেই ছোট্ট দারশিল এখন অনেকটাই বড় হয়ে গেছেন। সম্প্রতি আমিরকন্যা ইরার বিয়েতে আমন্ত্রিত ছিলেন দারশিল। আর সেখানেই প্রায় ১৫ বছর পর সিনেমাটিতে তার মায়ের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী টিসকা চোপড়ার সঙ্গে দেখা হয় তাঁর।
অনস্ক্রিন মা টিসকা চোপড়ার সঙ্গে এদিন সেলফিও তোলেন দারশিল। প্রায় ১৫ বছর পর এক ফ্রেমে মা-ছেলের জুটিকে দেখে নস্টালজিয়ায় ভেসেছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, শৈশব থেকেই নাচ শিখতেন দারশিল। একদিন তাঁদের নাচের ক্লাসে এসেছিলেন ‘তারে জামিন পার’ এর ক্রিয়েটিভ ডিরেক্টর অমল গুপ্তা। দারশিলকে দেখে অডিশনে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি।
শুটিং শুরুর আগেই আমির খানের সঙ্গে ভালো সখ্যতা গড়ে ওঠে দারশিলের। একসময় আমির খান জানতে পারেন সিনেমার জন্য দারশিলের স্কুলে যাওয়া অনিশ্চিত হয়ে যাবে। এক বছর সময় নষ্টও হতে পারে। আমির খান নিজেই সেই সময় স্কুল কর্তৃপক্ষকে নিশ্চিত করেছিলেন শিশুশিল্পীর পড়াশোনার কোনও সমস্যা হবে না। এরপর বাকিটা ইতিহাস। শুধু দারশিলের ক্যারিয়ার নয়, বলিউডের ইতিহাসের অন্যতম সেরা সিনেমার তালিকায় জায়গা নেই সিনেমাটি।
উল্লেখ্য, ২০০৭ সালের ‘তারে জামিন পার’ এর পর দারশিল অভিনয় করেন ২০১০ সালে ‘বাম বাম বোলে’-তে। ২০১১ সালে মুক্তি পায় তার অভিনীত ‘জখম’। তবে ডেবিউ সিনেমা ‘তারে জামিন পার’ বক্স অফিসে সুপার হিট হলেও আর কোনও হিট সিনেমা দিতে পারেননি তিনি।
সৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ সিনেমায় কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। গত বছর পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে মুক্তির কথা ছিল সিনেমাটির। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। অবশেষে ঢাকা চলচ্চিত্র উৎসবে পদাতিক দেখার সুযোগ পেয়েছেন..
৩১ মিনিট আগেনাট্যসংগঠন বটতলা এবং যাত্রিকের যৌথ প্রযোজনা ‘মার্ক্স ইন সোহো’র দুই দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। হাওয়ার্ড জিন রচিত, জাভেদ হুসেন অনূদিত এবং নায়লা আজাদ নির্দেশিত এই নাটকের পরপর দুটি প্রদর্শনী মঞ্চস্থ হবে ২০ ও ২১ জানুয়ারি প্রতিদিন সন্ধ্যা
৩৯ মিনিট আগেঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হচ্ছে আজ। ১১ জানুয়ারি শুরু হয়েছিল সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই উৎসব। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন। এবার ঢাকা উৎসবে প্রদর্শিত হয়েছে ৭৫ দেশের ২২০টি সিনেমা।
৪৪ মিনিট আগেএখনো ঘটনার কোনো সুরাহা না হলেও সাইফের ওপর এ হামলা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তদন্তে নেমে পুলিশ সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে, ‘সদগুরু শরণ’ নামের যে অ্যাপার্টমেন্টে সাইফ-কারিনার বাস, সেখানকার ৯ থেকে ১২ তলা তাঁদের। কিন্তু সেখানে আলাদা কোনো সার্ভেল্যান্স ক্যামেরাই নেই।
১৪ ঘণ্টা আগে