Ajker Patrika

মারা গেলেন বলিউড তারকাদের ভরসার আইনজীবী

বিনোদন ডেস্ক
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ০৯: ২৮
মারা গেলেন বলিউড তারকাদের ভরসার আইনজীবী

মারা গেছেন ভারতের প্রখ্যাত আইনজীবী শ্রীকান্ত শিভড়ে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী মহারাষ্ট্রের একটি বেসরকারি হাসপাতালে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন এই আইনজীবী। সেখানেই গত বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। শ্রীকান্ত শিভড়ে ক্যানসার আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন এই মারণ রোগের সঙ্গে লড়াই করেছেন।

কর্মজীবনে একাধিক হাই প্রোফাইল মামলায় লড়াইয়ের সুবাদে খবরের শিরোনামে এসেছিলেন মহারাষ্ট্রের এই আইনজীবী। সালমান খান, সাইফ আলি খান, শাইনি আহুজার মতো একাধিক বলিউড তারকা ছিলেন তাঁর মক্কেলের তালিকায়। সালমানের হিট অ্যান্ড রান কেসে আইনজীবী ছিলেন তিনি। উল্লেখ্য, ২০১৫ সালে সালমানকে বেকসুর খালাস করেছে বম্বে হাইকোর্ট। ধর্ষণে অভিযুক্ত বলিউড অভিনেতা শাইনি আহুজার হয়েও আদালতে মামলা লড়েছিলেন তিনি।

সালমান খানের সঙ্গে আইনজীবী শ্রীকান্ত শিভড়েতালিকার শেষ এখানেই নয়। ২জি স্পেক্ট্রাম কাণ্ডে দুই অভিযুক্তের হয়েও আদালতে মামলা লড়েছিলেন তিনি। বছর কয়েক আগে শিনা বরা হত্যাকাণ্ডে মিডিয়া ব্যাক্তিত্ব পিটার মুখোপাধ্যায়ের হয়ে আদালতে মামলা লড়েছিলেন শ্রীকান্ত শিভড়ে। গ্রেপ্তারের চার বছরেরও বেশি সময় পর গত ২০২০ সালে জামিন পেয়েছিলেন পিটার মুখোপাধ্যায়। শ্রীকান্ত শিভড়ের মক্কেলের তালিকায় ছিলেন নামি হীরে ব্যবসায়ী ভারত শাহও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত