Ajker Patrika

আলোচনায় সালমান খানের ৩৪ লাখের ঘড়ি

বিনোদন ডেস্ক
সালমান খানের নতুন এই ঘড়ির দাম ৩৪ লাখ রুপি। ছবি: ইনস্টাগ্রাম
সালমান খানের নতুন এই ঘড়ির দাম ৩৪ লাখ রুপি। ছবি: ইনস্টাগ্রাম

রিস্টওয়াচ খুবই পছন্দ সালমান খানের। তাঁর সংগ্রহে আছে হরেক রকমের স্টাইলিশ ঘড়ি। দামের দিক দিয়েও যেগুলো তাক লাগিয়ে দেওয়ার মতো। এবার সালমান যে ঘড়িটি পরেছেন, তা খুবই বিশেষ। সম্প্রতি ‘সিকান্দার’ সিনেমার সংবাদ সম্মেলেন গেরুয়া রঙের রিস্টওয়াচ পরে এসেছিলেন বলিউড ভাইজান। সেই থেকে ঘড়িটি নিয়ে ব্যাপক চর্চা চলছে ভক্তদের মধ্যে।

অযোধ্যার রাম জন্মভূমি এডিশনের স্পেশাল লাক্সারি ওয়াচ এটি, যার পোশাকি নাম ‘এপিক এক্স রাম জন্মভূমি রোজ গোল্ড এডিশন’। গেরুয়া রঙের এই বিশেষ ঘড়িটিতে রাম ও হনুমানসহ রাম মন্দিরের বিশেষ প্রতীক আছে।

সালমান খানের নতুন এই ঘড়ির দাম ৩৪ লাখ রুপি। ছবি: ইনস্টাগ্রাম
সালমান খানের নতুন এই ঘড়ির দাম ৩৪ লাখ রুপি। ছবি: ইনস্টাগ্রাম

আকর্ষণীয় নকশা ও জটিল কারুকার্যের জন্য ঘড়িটি ফ্যাশনপ্রেমিদের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে রাম মন্দিরের ডিজাইনে তৈরি ঘড়ি পরায় অনেকে সালমানের সমালোচনাও করছেন।

জানা গেছে, সীমিত সংস্করণের এ ঘড়ির দাম প্রায় ৩৪ লাখ রুপি। সালমানের হাত ধরেই ঘড়িটি লঞ্চ করেছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কোং। বিলাসবহুল ঘড়ির জগতে এই ব্র্যান্ড খুবই পরিচিত নাম।

এই ব্র্যান্ড অনেক সময় সীমিত সংস্করণের ঘড়ি তৈরি করে, যার দাম কখনো কখনো কোটি টাকায় পৌঁছে যায়। হলিউড তারকা, বড় ব্যবসায়ী ও বিভিন্ন অঙ্গনের আন্তর্জাতিক সেলিব্রিটিরা তাদের ক্লায়েন্ট। এই ব্র্যান্ডের কিছু বিখ্যাত ঘড়ির মধ্যে রয়েছে এপিক এক্স, টুইন টার্বো ও অ্যাস্ট্রোনিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী কি সত্যি হলো, ২০২৫ সালে আরও কী হবে

ড. ইউনূসের সেভেন সিস্টার্স নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাই রিপ্রেজেন্টেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত