বিনোদন ডেস্ক
আরবাজ খানের চ্যাট শো ‘পিঞ্চ’-এর পরবর্তী অতিথি ফারাহ খান। ইতিমধ্যেই শোয়ের এই পর্বের প্রমো প্রচার হচ্ছে। সেখানেই দেখা যাচ্ছে ফারাহ খান আরবাজকে জিজ্ঞেস করছেন ‘দাবাং ৩’ অনেকেরই পছন্দ হয়নি। হিট এই ফ্র্যাঞ্চাইজির কোনো ছবির এ অবস্থা মেনে নিতে পারেনি অনেকেই। ওই ছবির প্রযোজক হিসেবে কি ক্ষমা চাইবেন আরবাজ। ‘আমিও জানি এই ছবি দর্শকের অতটা ভালো লাগেনি। তবে তার জন্য ক্ষমা চাওয়ার কোনো ব্যাপার নেই!’ জবাব দেন আরবাজ।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে আরবাজ বলেন, ‘তাঁরাও জানেন ‘দাবাং ৩’ দর্শকদের পছন্দমতো তৈরি করতে ব্যর্থ হয়েছি। আমাদের নিজেদেরই মনে হয়েছিল ছবিটি অতটা ভালো লাগবে না দর্শকদের। আসলে যাঁরা সিনেমা নির্মাণ করেন তাঁরা জানেন যে, অনেক সময়ই পূর্বপ্রস্তুতি থাকার পরেও আউটপুট ভালো হয় না। আমরা সেভাবেই এই প্রজেক্টে ব্যর্থ হয়েছি। তা ছাড়া ছবি মুক্তির সময় স্বাভাবিক পরিবেশও ছিল না; যা বক্স অফিসে প্রভাব ফেলে।’
তিনি আরও বলেন, ‘বেশ কিছু মানুষের ভালো লাগেনি এই ছবি। এমনটা যে হবে তা তো জানা কথাই। প্রতিবারই সালমানের ছবি ঘিরে এই ব্যাপার থাকে। তবে দাবাং ৩ -এ যা ভুল করেছি, দাবাং ৪-এ তা শুধরে নেব!’
‘দাবাং’ সিরিজের প্রযোজকের বক্তব্য, ‘দাবাং ৩-এর ভুলগুলো ধরতে পেরেছি। বুঝতেও পেরেছি। মৃত না হলে যেমন পোস্টমর্টেম করা যায় না। কথাটা ছবির ক্ষেত্রেও প্রযোজ্য। একবার মুক্তি পাওয়ার পর সেই ছবির ঠিক ভুলগুলো কাটাছেঁড়া করা যায়। “দাবাং”-এর প্ল্যান চলছে। আরও চমক নিয়ে এই ছবি নির্মাণ করা হবে। অবশ্যই সব চমক সালমান খানকে ঘিরে থাকবে।’
আরবাজ খানের চ্যাট শো ‘পিঞ্চ’-এর পরবর্তী অতিথি ফারাহ খান। ইতিমধ্যেই শোয়ের এই পর্বের প্রমো প্রচার হচ্ছে। সেখানেই দেখা যাচ্ছে ফারাহ খান আরবাজকে জিজ্ঞেস করছেন ‘দাবাং ৩’ অনেকেরই পছন্দ হয়নি। হিট এই ফ্র্যাঞ্চাইজির কোনো ছবির এ অবস্থা মেনে নিতে পারেনি অনেকেই। ওই ছবির প্রযোজক হিসেবে কি ক্ষমা চাইবেন আরবাজ। ‘আমিও জানি এই ছবি দর্শকের অতটা ভালো লাগেনি। তবে তার জন্য ক্ষমা চাওয়ার কোনো ব্যাপার নেই!’ জবাব দেন আরবাজ।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে আরবাজ বলেন, ‘তাঁরাও জানেন ‘দাবাং ৩’ দর্শকদের পছন্দমতো তৈরি করতে ব্যর্থ হয়েছি। আমাদের নিজেদেরই মনে হয়েছিল ছবিটি অতটা ভালো লাগবে না দর্শকদের। আসলে যাঁরা সিনেমা নির্মাণ করেন তাঁরা জানেন যে, অনেক সময়ই পূর্বপ্রস্তুতি থাকার পরেও আউটপুট ভালো হয় না। আমরা সেভাবেই এই প্রজেক্টে ব্যর্থ হয়েছি। তা ছাড়া ছবি মুক্তির সময় স্বাভাবিক পরিবেশও ছিল না; যা বক্স অফিসে প্রভাব ফেলে।’
তিনি আরও বলেন, ‘বেশ কিছু মানুষের ভালো লাগেনি এই ছবি। এমনটা যে হবে তা তো জানা কথাই। প্রতিবারই সালমানের ছবি ঘিরে এই ব্যাপার থাকে। তবে দাবাং ৩ -এ যা ভুল করেছি, দাবাং ৪-এ তা শুধরে নেব!’
‘দাবাং’ সিরিজের প্রযোজকের বক্তব্য, ‘দাবাং ৩-এর ভুলগুলো ধরতে পেরেছি। বুঝতেও পেরেছি। মৃত না হলে যেমন পোস্টমর্টেম করা যায় না। কথাটা ছবির ক্ষেত্রেও প্রযোজ্য। একবার মুক্তি পাওয়ার পর সেই ছবির ঠিক ভুলগুলো কাটাছেঁড়া করা যায়। “দাবাং”-এর প্ল্যান চলছে। আরও চমক নিয়ে এই ছবি নির্মাণ করা হবে। অবশ্যই সব চমক সালমান খানকে ঘিরে থাকবে।’
আমেরিকার বিখ্যাত টিভি সিরিজ ‘বেওয়াচ’ এর অভিনেত্রী পামেলা বাক মারা গেছেন। ৬২ বছর বয়সী এই অভিনেত্রীকে তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে মৃত উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে-নিজের মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেছেন। পামেলা বাক হলিউড অভিনেতা ডেভিড হাসেলহফের স্ত্রী...
১২ ঘণ্টা আগেপ্রতিবছর সিনেমা নির্মাণের জন্য অনুদান দেওয়া হলেও নির্দিষ্ট সময়ে শেষ হয় না বেশির ভাগ সিনেমার কাজ। নির্মাতারা অভিযোগ করেন, সিনেমা নির্মাণের জন্য যে সময় বেঁধে দেয় সরকার, তা যথেষ্ট নয়। সে কারণে সময়মতো সিনেমা মুক্তি দিতে পারেন না তাঁরা। এত দিনে নির্মাতাদের সেই সমস্যার একটা সমাধান হলো। এখন থেকে...
১৯ ঘণ্টা আগে‘বিলডাকিনি’ ও ‘চক্কর ৩০২’ সিনেমার কাজ মোশাররফ করিম শেষ করেছেন অনেক দিন হলো। সরকারি অনুদানে নির্মিত দুটি সিনেমাই মুক্তির জন্য ছাড়পত্র নেওয়া আছে। তবু ঝুলে ছিল সিনেমা দুটির ভাগ্য। কয়েকবার বিলডাকিনির মুক্তির কথা শোনা গেলেও চুপ ছিলেন চক্করের নির্মাতা। অবশেষে আলোর মুখ দেখছে সিনেমা দুটি। আসছে রোজার ঈদে...
২০ ঘণ্টা আগেমারাঠি, হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম—সব ইন্ডাস্ট্রিতে অভিনয় দিয়ে পরিচিতি পেয়েছেন রাধিকা আপ্তে। অভিনয় করেছেন বাংলা সিনেমাতেও। ইংরেজি ভাষার কনটেন্টেও কাজ করেছেন তিনি। এবার রাধিকা আপ্তের ক্যারিয়ার বইছে ভিন্ন স্রোতে। অভিনেত্রী পরিচয় ছাপিয়ে প্রথমবারের মতো বসতে চলেছেন পরিচালকের চেয়ারে।
২০ ঘণ্টা আগে