Ajker Patrika

নতুনরূপে আসছেন দাবাং সালমান

বিনোদন ডেস্ক
আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৫: ৪৫
নতুনরূপে আসছেন দাবাং সালমান

আরবাজ খানের চ্যাট শো ‘পিঞ্চ’-এর পরবর্তী অতিথি ফারাহ খান। ইতিমধ্যেই শোয়ের এই পর্বের প্রমো প্রচার হচ্ছে। সেখানেই দেখা যাচ্ছে ফারাহ খান আরবাজকে জিজ্ঞেস করছেন ‘দাবাং ৩’ অনেকেরই পছন্দ হয়নি। হিট এই ফ্র্যাঞ্চাইজির কোনো ছবির এ অবস্থা মেনে নিতে পারেনি অনেকেই। ওই ছবির প্রযোজক হিসেবে কি ক্ষমা চাইবেন আরবাজ। ‘আমিও জানি এই ছবি দর্শকের অতটা ভালো লাগেনি। তবে তার জন্য ক্ষমা চাওয়ার কোনো ব্যাপার নেই!’ জবাব দেন আরবাজ।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে আরবাজ বলেন, ‘তাঁরাও জানেন ‘দাবাং ৩’ দর্শকদের পছন্দমতো তৈরি করতে ব্যর্থ হয়েছি। আমাদের নিজেদেরই মনে হয়েছিল ছবিটি অতটা ভালো লাগবে না দর্শকদের। আসলে যাঁরা সিনেমা নির্মাণ করেন তাঁরা জানেন যে, অনেক সময়ই পূর্বপ্রস্তুতি থাকার পরেও আউটপুট ভালো হয় না। আমরা সেভাবেই এই প্রজেক্টে ব্যর্থ হয়েছি। তা ছাড়া ছবি মুক্তির সময় স্বাভাবিক পরিবেশও ছিল না; যা বক্স অফিসে প্রভাব ফেলে।’

সালমান খানতিনি আরও বলেন, ‘বেশ কিছু মানুষের ভালো লাগেনি এই ছবি। এমনটা যে হবে তা তো জানা কথাই। প্রতিবারই সালমানের ছবি ঘিরে এই ব্যাপার থাকে। তবে দাবাং ৩ -এ যা ভুল করেছি, দাবাং ৪-এ তা শুধরে নেব!’

‘দাবাং’ সিরিজের প্রযোজকের বক্তব্য, ‘দাবাং ৩-এর ভুলগুলো ধরতে পেরেছি। বুঝতেও পেরেছি। মৃত না হলে যেমন পোস্টমর্টেম করা যায় না। কথাটা ছবির ক্ষেত্রেও প্রযোজ্য। একবার মুক্তি পাওয়ার পর সেই ছবির ঠিক ভুলগুলো কাটাছেঁড়া করা যায়। “দাবাং”-এর প্ল্যান চলছে। আরও চমক নিয়ে এই ছবি নির্মাণ করা হবে। অবশ্যই সব চমক সালমান খানকে ঘিরে থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত