বিনোদন ডেস্ক
সালমান খানকে কখনোই তাঁর নীল স্টোনের ব্রেসলেট ছাড়া দেখা যায় না! সালমানের ফ্যাশন ট্রেন্ড হয়ে গিয়েছে এটি। যদিও অভিনেতার জন্য এটা খুব পয়া, তাই কখনও হাতছাড়া করেন না এটিকে। এক সাক্ষাৎকারে সালমান এক ভক্তের প্রশ্নের উত্তরে জানিয়েছেন ব্রেসলেটের গোপন রহস্য! সালমান বলেন,‘আমার বাবা এটা সবসময় পরেন। আর বড় হয়ে ওঠার সময় আমার ওটা বাবার হাতে দেখতে খুব ভালো লাগতো। ছোটরা যেমন বড়দের জিনিস নিয়ে খেলা করে আমিও করতাম ব্রেসলেট নিয়ে। তারপর যখন অভিনয়ে পা রাখি বাবা আমাকে ঠিক ওরকম একটা ব্রেসলেট উপহার হিসেবে দেয়। এটায় যে পাথর বসানো, ওটাকে বলে ফিরোজা।’
ব্রেসলেটে বসানো ফিরোজা পাথরটিকে ‘লিভিং স্টোন’ হিসেবে উল্লেখ করে সালমান জানান, ‘এটার সাথে যেটা হয় তা হল যখনই কোনও নেতিবাচক জিনিস আমার দিকে আসে তখন এটা সেটাকে সবার আগে নিয়ে নেয়। এর গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম দাগ আসে। তারপর গায়ে ফাটল ধরে। এটা আমার সাত নম্বর ব্রেসলেট।’
ডিসেম্বরে নিজের ৫৬তম জন্মদিন পালন করলেন সালমান খান পানভেলের ফার্ম হাউজে। আর জন্মদিনের ঠিক আগেই সাপের ছোবল খান অভিনেতা। যদিও সেই সাপটি বিষাক্ত ছিল না। সেরে উঠে জন্মদিনের রাতে মিডিয়াকে সালমান জানিয়েছিলেন, ‘আমাকে সাপে কামড়েছে শুনে বাবার প্রথম প্রশ্ন ছিল সাপ ঠিক আছে আর বেঁচে আছে তো। আর আমি বলেছিলাম যে সাপ আর টাইগার দুজনেই ভালো আছে। তিনি জানতে চেয়েছিলেন আমরা সাপটাকে কোনও আঘাত করিনি তো? আমি তখন জানিয়েছিলাম যে না ওটাকে যত্নের সাথে আমরা জঙ্গলে ছেড়ে এসেছি।’
সালমান খানকে কখনোই তাঁর নীল স্টোনের ব্রেসলেট ছাড়া দেখা যায় না! সালমানের ফ্যাশন ট্রেন্ড হয়ে গিয়েছে এটি। যদিও অভিনেতার জন্য এটা খুব পয়া, তাই কখনও হাতছাড়া করেন না এটিকে। এক সাক্ষাৎকারে সালমান এক ভক্তের প্রশ্নের উত্তরে জানিয়েছেন ব্রেসলেটের গোপন রহস্য! সালমান বলেন,‘আমার বাবা এটা সবসময় পরেন। আর বড় হয়ে ওঠার সময় আমার ওটা বাবার হাতে দেখতে খুব ভালো লাগতো। ছোটরা যেমন বড়দের জিনিস নিয়ে খেলা করে আমিও করতাম ব্রেসলেট নিয়ে। তারপর যখন অভিনয়ে পা রাখি বাবা আমাকে ঠিক ওরকম একটা ব্রেসলেট উপহার হিসেবে দেয়। এটায় যে পাথর বসানো, ওটাকে বলে ফিরোজা।’
ব্রেসলেটে বসানো ফিরোজা পাথরটিকে ‘লিভিং স্টোন’ হিসেবে উল্লেখ করে সালমান জানান, ‘এটার সাথে যেটা হয় তা হল যখনই কোনও নেতিবাচক জিনিস আমার দিকে আসে তখন এটা সেটাকে সবার আগে নিয়ে নেয়। এর গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম দাগ আসে। তারপর গায়ে ফাটল ধরে। এটা আমার সাত নম্বর ব্রেসলেট।’
ডিসেম্বরে নিজের ৫৬তম জন্মদিন পালন করলেন সালমান খান পানভেলের ফার্ম হাউজে। আর জন্মদিনের ঠিক আগেই সাপের ছোবল খান অভিনেতা। যদিও সেই সাপটি বিষাক্ত ছিল না। সেরে উঠে জন্মদিনের রাতে মিডিয়াকে সালমান জানিয়েছিলেন, ‘আমাকে সাপে কামড়েছে শুনে বাবার প্রথম প্রশ্ন ছিল সাপ ঠিক আছে আর বেঁচে আছে তো। আর আমি বলেছিলাম যে সাপ আর টাইগার দুজনেই ভালো আছে। তিনি জানতে চেয়েছিলেন আমরা সাপটাকে কোনও আঘাত করিনি তো? আমি তখন জানিয়েছিলাম যে না ওটাকে যত্নের সাথে আমরা জঙ্গলে ছেড়ে এসেছি।’
আমেরিকার বিখ্যাত টিভি সিরিজ ‘বেওয়াচ’ এর অভিনেত্রী পামেলা বাক মারা গেছেন। ৬২ বছর বয়সী এই অভিনেত্রীকে তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে মৃত উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে-নিজের মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেছেন। পামেলা বাক হলিউড অভিনেতা ডেভিড হাসেলহফের স্ত্রী...
৪ ঘণ্টা আগেপ্রতিবছর সিনেমা নির্মাণের জন্য অনুদান দেওয়া হলেও নির্দিষ্ট সময়ে শেষ হয় না বেশির ভাগ সিনেমার কাজ। নির্মাতারা অভিযোগ করেন, সিনেমা নির্মাণের জন্য যে সময় বেঁধে দেয় সরকার, তা যথেষ্ট নয়। সে কারণে সময়মতো সিনেমা মুক্তি দিতে পারেন না তাঁরা। এত দিনে নির্মাতাদের সেই সমস্যার একটা সমাধান হলো। এখন থেকে...
১১ ঘণ্টা আগে‘বিলডাকিনি’ ও ‘চক্কর ৩০২’ সিনেমার কাজ মোশাররফ করিম শেষ করেছেন অনেক দিন হলো। সরকারি অনুদানে নির্মিত দুটি সিনেমাই মুক্তির জন্য ছাড়পত্র নেওয়া আছে। তবু ঝুলে ছিল সিনেমা দুটির ভাগ্য। কয়েকবার বিলডাকিনির মুক্তির কথা শোনা গেলেও চুপ ছিলেন চক্করের নির্মাতা। অবশেষে আলোর মুখ দেখছে সিনেমা দুটি। আসছে রোজার ঈদে...
১১ ঘণ্টা আগেমারাঠি, হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম—সব ইন্ডাস্ট্রিতে অভিনয় দিয়ে পরিচিতি পেয়েছেন রাধিকা আপ্তে। অভিনয় করেছেন বাংলা সিনেমাতেও। ইংরেজি ভাষার কনটেন্টেও কাজ করেছেন তিনি। এবার রাধিকা আপ্তের ক্যারিয়ার বইছে ভিন্ন স্রোতে। অভিনেত্রী পরিচয় ছাপিয়ে প্রথমবারের মতো বসতে চলেছেন পরিচালকের চেয়ারে।
১১ ঘণ্টা আগে