সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

বিনোদন ডেস্ক
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৯: ৪১
Thumbnail image
সাইফ আলী খান। ছবি: সংগৃহীত

গত বুধবার রাতে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর তাঁর নিজ বাসভবনে হামলার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হামলাকারীকে খুঁজে বের করতে ২৫টি টিম গঠন করা হয়েছে। তবে ঘটনাটি ঘিরে বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে, যা পুলিশ এবং সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে।

হামলার পর পুলিশ প্রথমে ওয়ারিশ আলী নামের একজন কাঠমিস্ত্রিকে আটক করে। ওয়ারিশের স্ত্রী জানিয়েছেন, সাইফের ম্যানেজার তাঁকে বৃহস্পতিবার কাজে ডেকে পাঠিয়েছিলেন। কাজ শেষে তিনি ফিরে আসেন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর, তাঁর বিরুদ্ধে হামলার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় পুলিশ তাঁকে ছেড়ে দেয়।

পুলিশ জানিয়েছে, সাইফ ও কারিনার যে অ্যাপার্টমেন্টে (সদগুরু শরণ) তাঁরা থাকেন, সেটির ৯ থেকে ১২ তলা তাঁদের। কিন্তু পুরো তলাগুলিতে কোনো আলাদা সার্ভেল্যান্স ক্যামেরা নেই। এই নিরাপত্তা ঘাটতি তদন্তকারীদের অবাক করেছে।

হামলার সময় সাইফের গলায়, পেটে, হাতে এবং পিঠে ছুরিকাঘাত করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, মেরুদণ্ড থেকে মাত্র ২ মিলিমিটার দূরে ছুরির অংশ গেঁথে ছিল। সাইফের ছোট ছেলে জেহের আয়া লিমা জানিয়েছেন, আহত অবস্থাতেও সাইফ আক্রমণকারীকে তাঁদের ছেলের ঘরে আটকে রাখেন। তবে সেই লোক কীভাবে পালাতে পারল, তা নিয়ে উঠছে প্রশ্ন।

লিফট ব্যবহার হয়নি কেন – হামলাকারী কেন লিফট ব্যবহার না করে অন্য উপায়ে প্রবেশ করল? ধরা পড়ার ভয়ে কি এমনটি করা হয়েছিল?

রেকি করা হয়েছিল কি – হামলাকারী কি আগে থেকে জায়গাটি রেকি করে গিয়েছিল?

সাইফকে পেছন থেকে আঘাত – আক্রমণকারী কীভাবে সাইফের পেছনে যাওয়ার সুযোগ পেল?

আক্রমণকারী পালাল কীভাবে – তৈমুরের ঘরে আক্রমণকারীকে ৩০ মিনিট আটকে রাখার পরও সে কীভাবে পালাল?

অটোচালককে জিজ্ঞাসাবাদ হয়নি কেন – যে অটোচালক সাইফকে হাসপাতালে নিয়ে যান, তাঁকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি কেন?

শুক্রবার রাতে কারিনা কাপুর খানের জবানবন্দি রেকর্ড করেছে পুলিশ। কারিনা বলেছেন, ‘আমাদের ছোট ছেলে জেহকে বাঁচাতে গিয়ে সাইফের সঙ্গে হামলাকারীর হাতাহাতি হয়। আমরা কোনোভাবে প্রাণ বাঁচিয়ে উপরে উঠে যাই।’ তবে সাইফের জবানবন্দি নেওয়া হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

সাইফ আলী খান। ছবি: সংগৃহীত
সাইফ আলী খান। ছবি: সংগৃহীত

আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে কিছু অস্বাভাবিক বিষয় উঠে এসেছে, যার উত্তর এখনো অজানা। পুলিশ আপাতত আক্রমণকারীর সম্ভাব্য পরিচয় ও মোটিভ জানার চেষ্টা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত