সম্প্রতি মুক্তি পাওয়া ‘শয়তান’ সিনেমায় আর মাধবনের অভিনয় প্রশংসা কুড়াচ্ছে। সিনেমাটি ইতিমধ্যে শতকোটি রুপির বক্স অফিস ক্লাবে ঢুকেছে। সিনেমাটি নিয়ে কথা বলতে জনপ্রিয় পডকাস্ট বিয়ারবাইসেপস এর শোতে এসেছিলেন অভিনেতা। আর সেখানেই তাঁর অভিনীত বলিউড ইতিহাসের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ এর বিষয়ে একাধিক অজানা ও মজার তথ্য প্রকাশ্যে আনলেন তিনি।
‘থ্রি ইডিয়টস’ সিনেমার গল্প আবর্তিত হয়েছিল ইঞ্জিনিয়ারিং কলেজের তিন বন্ধুকে ঘিরে, যে চরিত্রে দেখা গিয়েছিল আমির খান, আর মাধবন এবং শারমন যোশীকে। সিনেমাটির গল্প থেকে অভিনয় সবটাই দর্শকদের মন জয় করেছিল। সিনেমার একটি দৃশ্যে দেখা গিয়েছিল মধ্যরাতে মদ্যপান করে তিন অভিনেতা তাঁদের কলেজের ডিনের বাড়ির দরজায় গিয়ে প্রস্রাব করছেন।
এবার আর মাধবন জানালেন, সেই দৃশ্যের শুটিংয়ের সময় তাঁরা তিনজন সত্যিই মদ্যপান করেছিলেন। এই বিষয়ে আর মাধবন বলেন, ‘আমিরের পরিকল্পনা ছিল, মদ্যপান করে মাতলামি করার দৃশ্যে অভিনয় করবে না। বরং সত্যি মদ্যপান করে স্বাভাবিক অভিনয় করবে।’ তখন আমিরের কথাতেই তাঁরা তিনজন মদ্যপান করে শুটিং করতে যান।
মাধবন আরও জানান, সে রাতে তাঁরা ৮টা থেকে মদ্যপান শুরু করেন। কারণ তাঁদের শুটিং শুরু হওয়ার কথা ছিল রাত ৯টা থেকে। কিন্তু বেঙ্গালুরুর ঠান্ডা আবহাওয়া আর মদের নেশা যে মাথায় চড়ে বসবে তাঁরা বুঝতে পারেননি! অভিনেতার কথায়, ‘আমরা একদম স্বাভাবিক ছিলাম। কিন্তু বুঝিনি যে সংলাপ বলতে আমরা ঘণ্টার পর ঘণ্টা সময় নিচ্ছি!’
এদিন আর মাধবন আরও জানান সিনেমাটিতে তাঁর করা ফারহান চরিত্রটি বাবার থেকে যেমন বকা খেত, অভিনেতা ব্যক্তিগত জীবনেও তাঁর বাবার থেকে এমন বকা খেয়েছেন।
উল্লেখ্য, থ্রি ইডিয়টস মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। এতে মুখ্য ভূমিকায় আমির খান, কারিনা কাপুর, বোমান ইরানি, আর মাধবন এবং শারমন যোশীকে দেখা গিয়েছিল।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘শয়তান’ সিনেমায় আর মাধবনের অভিনয় প্রশংসা কুড়াচ্ছে। সিনেমাটি ইতিমধ্যে শতকোটি রুপির বক্স অফিস ক্লাবে ঢুকেছে। সিনেমাটি নিয়ে কথা বলতে জনপ্রিয় পডকাস্ট বিয়ারবাইসেপস এর শোতে এসেছিলেন অভিনেতা। আর সেখানেই তাঁর অভিনীত বলিউড ইতিহাসের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ এর বিষয়ে একাধিক অজানা ও মজার তথ্য প্রকাশ্যে আনলেন তিনি।
‘থ্রি ইডিয়টস’ সিনেমার গল্প আবর্তিত হয়েছিল ইঞ্জিনিয়ারিং কলেজের তিন বন্ধুকে ঘিরে, যে চরিত্রে দেখা গিয়েছিল আমির খান, আর মাধবন এবং শারমন যোশীকে। সিনেমাটির গল্প থেকে অভিনয় সবটাই দর্শকদের মন জয় করেছিল। সিনেমার একটি দৃশ্যে দেখা গিয়েছিল মধ্যরাতে মদ্যপান করে তিন অভিনেতা তাঁদের কলেজের ডিনের বাড়ির দরজায় গিয়ে প্রস্রাব করছেন।
এবার আর মাধবন জানালেন, সেই দৃশ্যের শুটিংয়ের সময় তাঁরা তিনজন সত্যিই মদ্যপান করেছিলেন। এই বিষয়ে আর মাধবন বলেন, ‘আমিরের পরিকল্পনা ছিল, মদ্যপান করে মাতলামি করার দৃশ্যে অভিনয় করবে না। বরং সত্যি মদ্যপান করে স্বাভাবিক অভিনয় করবে।’ তখন আমিরের কথাতেই তাঁরা তিনজন মদ্যপান করে শুটিং করতে যান।
মাধবন আরও জানান, সে রাতে তাঁরা ৮টা থেকে মদ্যপান শুরু করেন। কারণ তাঁদের শুটিং শুরু হওয়ার কথা ছিল রাত ৯টা থেকে। কিন্তু বেঙ্গালুরুর ঠান্ডা আবহাওয়া আর মদের নেশা যে মাথায় চড়ে বসবে তাঁরা বুঝতে পারেননি! অভিনেতার কথায়, ‘আমরা একদম স্বাভাবিক ছিলাম। কিন্তু বুঝিনি যে সংলাপ বলতে আমরা ঘণ্টার পর ঘণ্টা সময় নিচ্ছি!’
এদিন আর মাধবন আরও জানান সিনেমাটিতে তাঁর করা ফারহান চরিত্রটি বাবার থেকে যেমন বকা খেত, অভিনেতা ব্যক্তিগত জীবনেও তাঁর বাবার থেকে এমন বকা খেয়েছেন।
উল্লেখ্য, থ্রি ইডিয়টস মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। এতে মুখ্য ভূমিকায় আমির খান, কারিনা কাপুর, বোমান ইরানি, আর মাধবন এবং শারমন যোশীকে দেখা গিয়েছিল।
বাংলাদেশে আসার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিজেই নিশ্চিত করেছেন পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর। গতকাল বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে বাংলাদেশে আসার খবর জানিয়ে তিনি লেখেন, ‘হাই বাংলাদেশ, শিগগিরই দেখা হবে।’
৮ ঘণ্টা আগেদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আনোয়ার সিরাজী পরিচালিত ‘অন্ধকারে আলো’। আসমান জমিন প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন মীর লিয়াকত আলী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাকিব শিকদার, মুসকান ইসলাম, তিথি চৌধুরী, রেবেকে রউফ, জ্যাকি আলমগীর প্রমুখ।
৮ ঘণ্টা আগে‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ সিরিজ দিয়ে প্রশংসিত হয়েছেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। এবার তিনি বানিয়েছেন ‘দেলুপি’ নামের পূর্ণদৈর্ঘ্য সিনেমা। প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন থেকে জানানো হয়েছে, শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
৯ ঘণ্টা আগে২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহির। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তাঁরা। এরপর জুটি হয়ে অভিনয় করেন ‘অন্যরকম ভালোবাসা’, ‘তবু ভালোবাসি’, ‘কি দারুণ দেখতে’, ‘অনেক সাধের ময়না’সহ বেশ কিছু সিনেমায়।
২১ ঘণ্টা আগে