সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) ক্ষোভ উগরে দিলেন বিগ বি অমিতাভ বচ্চন। এ নিয়ে নানা জল্পনা দানা বেঁধেছে অভিনেতার ভক্ত–অনুরাগীদের মধ্যে। হঠাৎ কেন ক্ষেপলেন তিনি!
গতকাল সোমবার এই প্রবীণ এই অভিনেতা এক্স হ্যান্ডলে রাগের ইমোজি দিয়ে লিখেছেন, ‘চুপ’! বিগ বির এই পোস্ট দেখে নেটিজেনদের কৌতূহল বেড়ে যায়। কেউ ভাবছেন, কেন এমন পোস্ট? অনেকেই অনুমান করছেন, সম্ভবত ছেলে অভিষেক ও পুত্রবধূ ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে চলা গুঞ্জনের প্রতি প্রতিক্রিয়া।
অন্যদিকে কিছু নেটিজেন মজার ছলে মন্তব্য করেছেন, হয়তো বিগ বি তাঁর স্ত্রী জয়া বচ্চনকে মিডিয়ার সামনে ‘চুপ’ থাকতে বলছেন। কারণ বিভিন্ন অনুষ্ঠানে জয়া বচ্চন প্রায়ই মিডিয়ার প্রতি কড়া মনোভাব দেখান। তাই বিগ বি হয়তো জয়া বচ্চনকে মিডিয়ার সামনে শান্ত থাকার ইঙ্গিত দিয়েছেন!
অভিষেক–ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে গুঞ্জন চর্চার কেন্দ্রবিন্দুতে। এর মধ্যে খবর রটে, অভিষেকের সঙ্গে অভিনেত্রী নিমরাত কৌরের ঘনিষ্ঠতার কথা। ‘দসবি’ সিনেমার শুটিংয়ের সময় তাঁদের সম্পর্ক নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
বিগ বির এই ‘চুপ’ পোস্ট কি তবে এই সমস্ত গুঞ্জনের প্রতিক্রিয়া? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? এখন দেখার অপেক্ষা, অমিতাভ বচ্চন এ নিয়ে আর কী বলেন।
অবশ্য ছেলে ছেলের বউকে নিয়ে গুঞ্জন নিয়ে এর আগেও প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিগ বি। এক ব্লগে লিখেছিলেন, ‘গুজব শুধু গুজবই, যা যাচাই করা হয় না। আমি আমার পরিবার নিয়ে খুব একটা কথা বলি না। কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত ক্ষেত্র ও এর গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব একান্ত আমারই। তবে এটুকুই বলতে চাই, তথ্যপ্রমাণ ছাড়া এভাবে কিছু গুজব ছড়িয়ে দেওয়া উচিত নয়। কথা না শুনেই, যাচাই না করেই যা ইচ্ছে তাই লিখে দেওয়া হচ্ছে।’
কিছুদিন আগে দুবাইয়ে গ্লোবাল উইমেনস ফোরামে অংশ নেন ঐশ্বরিয়া। ওই ইভেন্টের বেশ কয়েকটি ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই ইভেন্টে সাবেক এই বিশ্ব সুন্দরীর নামের শেষে বচ্চন উপাধি বাদ দেওয়া হয়।
অভিষেক–ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে বিগত কিছুদিন ধরে বলিউডে চলছে নানা গুঞ্জন। সম্প্রতি খবর ছড়িয়েছিল, ১৬ নভেম্বর মেয়ে আরাধ্য বচ্চনের জন্মদিনে উপস্থিত ছিলেন না অভিষেক। কিন্তু সেই জল্পনা ভেঙে দিয়ে সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, মেয়ের জন্মদিনে উপস্থিত ছিলেন অভিষেক।
এই ভিডিও প্রকাশের পর থেকে নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠছে, তাহলে কি অভিষেক–ঐশ্বর্যর বিচ্ছেদের খবর ভুয়া?
প্রসঙ্গত, গত বছর থেকেই অভিষেক–ঐশ্বরিয়ার সম্পর্ক ভাঙার খবর সংবাদমাধ্যমে শিরোনামে আসছে। তখন গুঞ্জন উঠেছিল ঐশ্বরিয়া বচ্চন পরিবার ছেড়ে আলাদা থাকতে শুরু করেছেন। তবে এই ভিডিও নতুন করে সেই গুজবকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। অভিষেক–ঐশ্বরিয়া এখনও এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।
বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চনকে সম্প্রতি ব্লকবাস্টার সিনেমা ‘কলকি ২৮৯৮ এডি’–তে দেখা গেছে।
আরও পড়ুন:
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) ক্ষোভ উগরে দিলেন বিগ বি অমিতাভ বচ্চন। এ নিয়ে নানা জল্পনা দানা বেঁধেছে অভিনেতার ভক্ত–অনুরাগীদের মধ্যে। হঠাৎ কেন ক্ষেপলেন তিনি!
গতকাল সোমবার এই প্রবীণ এই অভিনেতা এক্স হ্যান্ডলে রাগের ইমোজি দিয়ে লিখেছেন, ‘চুপ’! বিগ বির এই পোস্ট দেখে নেটিজেনদের কৌতূহল বেড়ে যায়। কেউ ভাবছেন, কেন এমন পোস্ট? অনেকেই অনুমান করছেন, সম্ভবত ছেলে অভিষেক ও পুত্রবধূ ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে চলা গুঞ্জনের প্রতি প্রতিক্রিয়া।
অন্যদিকে কিছু নেটিজেন মজার ছলে মন্তব্য করেছেন, হয়তো বিগ বি তাঁর স্ত্রী জয়া বচ্চনকে মিডিয়ার সামনে ‘চুপ’ থাকতে বলছেন। কারণ বিভিন্ন অনুষ্ঠানে জয়া বচ্চন প্রায়ই মিডিয়ার প্রতি কড়া মনোভাব দেখান। তাই বিগ বি হয়তো জয়া বচ্চনকে মিডিয়ার সামনে শান্ত থাকার ইঙ্গিত দিয়েছেন!
অভিষেক–ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে গুঞ্জন চর্চার কেন্দ্রবিন্দুতে। এর মধ্যে খবর রটে, অভিষেকের সঙ্গে অভিনেত্রী নিমরাত কৌরের ঘনিষ্ঠতার কথা। ‘দসবি’ সিনেমার শুটিংয়ের সময় তাঁদের সম্পর্ক নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
বিগ বির এই ‘চুপ’ পোস্ট কি তবে এই সমস্ত গুঞ্জনের প্রতিক্রিয়া? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? এখন দেখার অপেক্ষা, অমিতাভ বচ্চন এ নিয়ে আর কী বলেন।
অবশ্য ছেলে ছেলের বউকে নিয়ে গুঞ্জন নিয়ে এর আগেও প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিগ বি। এক ব্লগে লিখেছিলেন, ‘গুজব শুধু গুজবই, যা যাচাই করা হয় না। আমি আমার পরিবার নিয়ে খুব একটা কথা বলি না। কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত ক্ষেত্র ও এর গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব একান্ত আমারই। তবে এটুকুই বলতে চাই, তথ্যপ্রমাণ ছাড়া এভাবে কিছু গুজব ছড়িয়ে দেওয়া উচিত নয়। কথা না শুনেই, যাচাই না করেই যা ইচ্ছে তাই লিখে দেওয়া হচ্ছে।’
কিছুদিন আগে দুবাইয়ে গ্লোবাল উইমেনস ফোরামে অংশ নেন ঐশ্বরিয়া। ওই ইভেন্টের বেশ কয়েকটি ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই ইভেন্টে সাবেক এই বিশ্ব সুন্দরীর নামের শেষে বচ্চন উপাধি বাদ দেওয়া হয়।
অভিষেক–ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে বিগত কিছুদিন ধরে বলিউডে চলছে নানা গুঞ্জন। সম্প্রতি খবর ছড়িয়েছিল, ১৬ নভেম্বর মেয়ে আরাধ্য বচ্চনের জন্মদিনে উপস্থিত ছিলেন না অভিষেক। কিন্তু সেই জল্পনা ভেঙে দিয়ে সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, মেয়ের জন্মদিনে উপস্থিত ছিলেন অভিষেক।
এই ভিডিও প্রকাশের পর থেকে নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠছে, তাহলে কি অভিষেক–ঐশ্বর্যর বিচ্ছেদের খবর ভুয়া?
প্রসঙ্গত, গত বছর থেকেই অভিষেক–ঐশ্বরিয়ার সম্পর্ক ভাঙার খবর সংবাদমাধ্যমে শিরোনামে আসছে। তখন গুঞ্জন উঠেছিল ঐশ্বরিয়া বচ্চন পরিবার ছেড়ে আলাদা থাকতে শুরু করেছেন। তবে এই ভিডিও নতুন করে সেই গুজবকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। অভিষেক–ঐশ্বরিয়া এখনও এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।
বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চনকে সম্প্রতি ব্লকবাস্টার সিনেমা ‘কলকি ২৮৯৮ এডি’–তে দেখা গেছে।
আরও পড়ুন:
ভারতের সংগীতবিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের ১৫তম আসরে সেরা হলেন পশ্চিমবঙ্গের মানসী ঘোষ। এই প্রথম কোনো বাঙালির হাতে উঠল ইন্ডিয়ান আইডলের শিরোপা। বিজয়ী মানসী ট্রফির পাশাপাশি পেয়েছেন নগদ ২৫ লাখ রুপি এবং একটি ব্র্যান্ড নিউ গাড়ি।
২ ঘণ্টা আগেবিয়ের ধুম পড়েছে দেশের শোবিজ অঙ্গনে। গত শুক্রবার বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেতা শামীম হাসান সরকার। একই দিনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সংগীত পরিচালক আরাফাত মহসীন নিধি ও কনটেন্ট ক্রিয়েটর রাবা খান।
৩ ঘণ্টা আগেফিলিস্তিনে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নির্বিচারে হামলা চালানো হচ্ছে দেশটির অবরুদ্ধ গাজা শহরে। লাশের সারি, আহতদের চিৎকারে ভারী আকাশ-বাতাস। গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্বমানবতা। দেশের শোবিজ তারকারাও প্রার্থনা করছেন ফিলিস্তিনিদের জন্য।
৮ ঘণ্টা আগেগল্প চুরির অভিযোগ উঠেছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ সিনেমার বিরুদ্ধে। আরবি ভাষায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘বোরকা সিটি’র গল্প, একাধিক দৃশ্য ও চরিত্রের সঙ্গে লাপাতা লেডিসের মিল পাওয়া গেছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বানিয়েছিলেন ফরাসি পরিচালক ফ্যাব্রিস ব্র্যাক। তিনি জানিয়েছেন, দুটি সিনেমা
২০ ঘণ্টা আগে