বিনোদন ডেস্ক
ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে গত মাসে ভারতীয় ধনকুব মুকেশ আম্বানি জাঁকজমকপূর্ণ ভাবে শুরু করেছেন ‘নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্রে’। যেখানে একই ছাদের নিচে হাজির হয়েছিল বলিউড–হলিউডের তারকারা। এবার আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিকানাধীন প্রতিষ্ঠান জিও স্টুডিওর ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমা এক ইভেন্টে ১০০টির বেশি কনটেন্টের নাম ঘোষণা করেছে। আগামী ১৮–২৪ মাসে পর্যায়ক্রমে সেগুলো মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মটিতে।
গত মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানায়, নেটফ্লিক্স ও আমাজন স্টুডিওকে টেক্কা দিতে হিন্দি, মারাঠি, বাংলা, গুজরাটি, দক্ষিণ এবং ভোজপুরি সহ একাধিক ভাষার এই চলচ্চিত্রগুলো মুক্তি দেওয়া হবে জিও সিনেমাতে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রির মিডিয়া কর্মকর্তা জ্যোতি দেশপান্ডে বলেন,‘আমাদের কনটেন্ট স্লটে ৭০টিরও বেশি সিনেমা রয়েছে এবং বাকিগুলো ডিজিটাল শো। এর প্রায় ৭০% সিনেমাই হিন্দিতে। এ ছাড়া মারাঠি এবং গুজরাটের মতো অন্যান্য ভাষার সিনেমাও থাকবে।’
জিও সিনেমার প্রকাশিত তালিকায় হিন্দি সিনেমার মধ্যে রয়েছে শাহরুখের ‘ডানকি’, বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া’ ও ‘স্ট্রি’-এর সিকুয়েলের মতো বহু প্রতীক্ষিত বেশ কিছু সিনেমা। এ ছাড়া আছে শহীদ কাপুরের ‘ব্লাডি ড্যাডি’, কার্তিকের ‘ভুল চুক মাফ’, শহীদ-কৃতির নাম নির্ধারণ না হওয়া সিনেমা, অমিতাভের ‘সিলেকশন এইটিফোর, আর মাধবনের ‘হিসাব বরাবর’, ভিকি-সারার ‘জারা হাটকে জারা বাঁচকে’, বিক্রান্ত-মৌনীর ‘ব্ল্যাক আউট’, বিজয় সেতুপতির ‘মুম্বাইকর’, পরেশ রাওয়ালের ‘দ্য স্টোরি টেলার’, প্রতীক-ইয়ামির ‘ধুম ধাম’ এবং তাপসী পান্নুর ‘এমপায়ার।’
ওয়েব সিরিজের মাঝে আছে প্রকাশ ঝা-এর ‘লাল বাতি (নানা পাটেকর ও সঞ্জয় কাপুর), ইউনিয়ন: দ্য মেকিং অব ইন্ডিয়া (কে কে মেনন, আশুতোষ রানা) ও ‘ইন্সপেক্টর অবিনাশ’ (রণদীপ হুদা ও উর্বশী)।
এছাড়া আছে আরও কয়েকটি ওটিটি শো। তার মধ্যে ‘দ্য ম্যাজিক অব শিরি’, ‘ডক্টরস’ ও ‘লিগ্যাল অ্যাফেয়ার’ অন্যতম।
ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে গত মাসে ভারতীয় ধনকুব মুকেশ আম্বানি জাঁকজমকপূর্ণ ভাবে শুরু করেছেন ‘নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্রে’। যেখানে একই ছাদের নিচে হাজির হয়েছিল বলিউড–হলিউডের তারকারা। এবার আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিকানাধীন প্রতিষ্ঠান জিও স্টুডিওর ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমা এক ইভেন্টে ১০০টির বেশি কনটেন্টের নাম ঘোষণা করেছে। আগামী ১৮–২৪ মাসে পর্যায়ক্রমে সেগুলো মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মটিতে।
গত মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানায়, নেটফ্লিক্স ও আমাজন স্টুডিওকে টেক্কা দিতে হিন্দি, মারাঠি, বাংলা, গুজরাটি, দক্ষিণ এবং ভোজপুরি সহ একাধিক ভাষার এই চলচ্চিত্রগুলো মুক্তি দেওয়া হবে জিও সিনেমাতে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রির মিডিয়া কর্মকর্তা জ্যোতি দেশপান্ডে বলেন,‘আমাদের কনটেন্ট স্লটে ৭০টিরও বেশি সিনেমা রয়েছে এবং বাকিগুলো ডিজিটাল শো। এর প্রায় ৭০% সিনেমাই হিন্দিতে। এ ছাড়া মারাঠি এবং গুজরাটের মতো অন্যান্য ভাষার সিনেমাও থাকবে।’
জিও সিনেমার প্রকাশিত তালিকায় হিন্দি সিনেমার মধ্যে রয়েছে শাহরুখের ‘ডানকি’, বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া’ ও ‘স্ট্রি’-এর সিকুয়েলের মতো বহু প্রতীক্ষিত বেশ কিছু সিনেমা। এ ছাড়া আছে শহীদ কাপুরের ‘ব্লাডি ড্যাডি’, কার্তিকের ‘ভুল চুক মাফ’, শহীদ-কৃতির নাম নির্ধারণ না হওয়া সিনেমা, অমিতাভের ‘সিলেকশন এইটিফোর, আর মাধবনের ‘হিসাব বরাবর’, ভিকি-সারার ‘জারা হাটকে জারা বাঁচকে’, বিক্রান্ত-মৌনীর ‘ব্ল্যাক আউট’, বিজয় সেতুপতির ‘মুম্বাইকর’, পরেশ রাওয়ালের ‘দ্য স্টোরি টেলার’, প্রতীক-ইয়ামির ‘ধুম ধাম’ এবং তাপসী পান্নুর ‘এমপায়ার।’
ওয়েব সিরিজের মাঝে আছে প্রকাশ ঝা-এর ‘লাল বাতি (নানা পাটেকর ও সঞ্জয় কাপুর), ইউনিয়ন: দ্য মেকিং অব ইন্ডিয়া (কে কে মেনন, আশুতোষ রানা) ও ‘ইন্সপেক্টর অবিনাশ’ (রণদীপ হুদা ও উর্বশী)।
এছাড়া আছে আরও কয়েকটি ওটিটি শো। তার মধ্যে ‘দ্য ম্যাজিক অব শিরি’, ‘ডক্টরস’ ও ‘লিগ্যাল অ্যাফেয়ার’ অন্যতম।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৪২ মিনিট আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
২ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৫ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৭ ঘণ্টা আগে