Ajker Patrika

ঘুরে দাঁড়াচ্ছে সালমানের ছবি

বিনোদন ডেস্ক
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ২০: ০৮
ঘুরে দাঁড়াচ্ছে সালমানের ছবি

চলচ্চিত্র সমালোচক থেকে দর্শক, সবার মন জয় করে নিয়েছে সালমান খান আর আয়ুষ শর্মার নতুন ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। আর দুই দিনেই প্রায় ১০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে ছবিটি। তাই বলা যায়, করোনার পর আরও একবার লাভের মুখ দেখতে যাচ্ছেন হলমালিকরা।

শুক্রবার মুক্তির দিন থেকে শনিবার ছুটির দিন সামান্য বেশি দর্শক সমাগম হয়েছিল হলে। মনে করা হচ্ছে, আজ রোববার এই ব্যবসার পরিমাণ আরও বাড়বে। মুক্তির দিনে ৪.২৫-৪.৫ কোটির ব্যবসা করে সালমান-আয়ুষের ছবি। আর শনিবার তা বেড়ে দাঁড়ায় ৫.২৫ কোটি থেকে ৫.৫ কোটি রুপি। অর্থাৎ দুই দিন মিলে প্রায় ১০ কোটি আয় করেছে। মনে করা হচ্ছে, রোববার ৬ কোটি রুপির কাছাকাছি আয় হবে ‘অন্তিম’র।

‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবির দৃশ্যবক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ‘শুক্রবারের চেয়ে শনিবার ব্যবসার পরিমাণ সামান্য বেড়েছে। তা থেকে বোঝা যায়, শুধু স্টার ভ্যালু নয়, গল্পের জন্যও দর্শক হলে আসছেন সিনেমা দেখতে। আর রোববারও যদি ছবি একইরকম ব্যবসা করতে পারে তাহলে দাঁড়িয়ে যাবে অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ।’

ভারতে সালমানের ভক্তরা উৎসবে মেতেছেন বড় পর্দায় এত দিন পর ভাইজানের ছবি পেয়ে। শনিবার এক সিনেমা হলে ছবি চলাকালীন পোড়ানো হয় বাজি। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সালমান। হাত জোড় করে সাবধান হতে বলেন নিজের ভক্ত ও হলমালিকদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ছোট্ট শিশুটির বড় বিপদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত