Ajker Patrika

গোপন ক্যামেরায় নারীদের ছবি তুলতেন সালমান!

বিনোদন ডেস্ক
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৯: ৩৩
গোপন ক্যামেরায় নারীদের ছবি তুলতেন সালমান!

বলিউড তারকা সালমান খান বরাবরই রসিক। সেটা তাঁর বিভিন্ন সাক্ষাৎকার দেখলেই টের পাওয়া যায়। এমনিতে খুব বেশি সাক্ষাৎকার দেন না তিনি। তবে যেখানে মুখ খোলেন, জমিয়ে দেন একেবারে।

১৯৯২ সালের একটি সাক্ষাৎকারে এমনই এক বোমা ফাটিয়েছিলেন সালমান। কানাডায় স্টেজ শো করতে গিয়েছিলেন। সেখানে এক টিভি চ্যানেলের শোয়ে কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাঁকে।

উপস্থাপিকা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, ‘এটা কি সত্যি যে আপনার কাছে সব সময় গোপন ক্যামেরা থাকে, যা দিয়ে আপনি দর্শকদের ছবি তোলেন?’

এমন প্রশ্নের মুখে পড়ে মোটেই অপ্রস্তুত হননি সালমান। খুব স্বাভাবিক ভঙ্গিতে টি-শার্টের ভেতর থেকে একটি লকেট ঝোলানো চেইন বের করে দেখিয়ে দেন, ‘হ্যাঁ, এই তো সেই ক্যামেরা, এর মধ্যেই আছে।’

সালমান খানউপস্থাপিকার পরের প্রশ্ন, ‘তাহলে তো শো চলাকালে মঞ্চের সামনে বসে থাকা সুন্দরী নারীদের ছবি আপনার কাছে থাকে’। এবার সালমান আরও অকপট, ‘হ্যাঁ, আমি তো ওই ছবিগুলো মুম্বাই নিয়ে যাই। তারপর অটোগ্রাফ দিয়ে সেগুলো ফেরত পাঠাই’।

কিন্তু পাঠানোর জন্য তো ঠিকানা দরকার পড়ে। ওই নারীদের ঠিকানা কোথায় পান সালমান? ওই সাক্ষাৎকারে এ প্রশ্নের উত্তর হাসিমুখে এড়িয়ে গিয়েছিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ইদানীং পুরোনো এই সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে।

দেখুন সালমান খানের সেই সাক্ষাৎকার:

সালমান খান সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত