বিনোদন প্রতিবেদক, ঢাকা
নতুন সিনেমা নিয়ে আসছেন নিরব হোসেন। থ্রিলার ঘরানায় ‘গোলাপ’ নামের সিনেমাটি বানাবেন সামসুল হুদা। সাধারণত বিকেল বা সন্ধ্যায় সিনেমার পোস্টার রিলিজ দেওয়া হয়। তবে গোলাপ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হলো গতকাল রোববার সকালে, সোশ্যাল মিডিয়ায়।
এ প্রসঙ্গে নিরব বলেন, ‘সবাই সন্ধ্যায় বা রাতে পোস্টার শেয়ার করে সিনেমার ঘোষণা দেয়। আমরা একটু ভিন্নভাবে চিন্তা করলাম। শুক্র ও শনিবার ছুটি কাটানোর পর রোববার থেকে আবার কাজ শুরু হয়। সিনেমা আমাদের পেশা। সেই জায়গা থেকে মনে হলো, সপ্তাহের শুরুটা হোক গোলাপ সিনেমার খবর দিয়ে।’
গোলাপ সিনেমার নামভূমিকায় অভিনয় করবেন নিরব। সিনেমার গল্প নিয়ে তিনি বলেন, ‘থ্রিলার গল্পে তৈরি হয়েছে গোলাপের চিত্রনাট্য। সঙ্গে অ্যাকশনও আছে। মূলত, এটি পলিটিক্যাল থ্রিলার। ছোট একটি শহরের রাজনৈতিক দৃশ্যপট। গল্পটি ভালো লাগবে সবার।’
এ সিনেমার মাধ্যমেই প্রায় বছরখানেক পর নতুন সিনেমার খবরে পাওয়া গেল নিরবের নাম। এই এক বছর তিনি ব্যস্ত ছিলেন বিভিন্ন বিজ্ঞাপন, অ্যাওয়ার্ড শো নিয়ে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের। অভিনেতা বলেন, ‘গত বছর প্রথম দিকে শুরু করেছিলাম “অপারেশন জ্যাকপট” সিনেমার শুটিং। বিভিন্ন লটে প্রায় দেড় মাস শুটিং করেছি। এ ছাড়া গত বছর প্রায় সাড়ে চার মাস দেশের বাইরে ছিলাম বিভিন্ন কাজে। আর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিনেমা ইন্ডাস্ট্রি অনেকটাই স্থবির হয়ে পড়েছিল। তাই নতুন সিনেমার ঘোষণা আসতে কিছুটা সময় লাগল।’
নিরব জানালেন, গোলাপ সিনেমার শুটিং শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে। গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। সিনেমাটি নির্মিত হচ্ছে গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে। চলতি বছরেই কোনো উৎসবে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এতে নিরবের বিপরীতে কাকে দেখা যাবে তা এখনই প্রকাশ করতে চাইছেন না নির্মাতা। তিনি জানিয়েছেন, শুটিং শুরুর আগেই প্রকাশ করা হবে নায়িকার নাম।
নতুন সিনেমা নিয়ে আসছেন নিরব হোসেন। থ্রিলার ঘরানায় ‘গোলাপ’ নামের সিনেমাটি বানাবেন সামসুল হুদা। সাধারণত বিকেল বা সন্ধ্যায় সিনেমার পোস্টার রিলিজ দেওয়া হয়। তবে গোলাপ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হলো গতকাল রোববার সকালে, সোশ্যাল মিডিয়ায়।
এ প্রসঙ্গে নিরব বলেন, ‘সবাই সন্ধ্যায় বা রাতে পোস্টার শেয়ার করে সিনেমার ঘোষণা দেয়। আমরা একটু ভিন্নভাবে চিন্তা করলাম। শুক্র ও শনিবার ছুটি কাটানোর পর রোববার থেকে আবার কাজ শুরু হয়। সিনেমা আমাদের পেশা। সেই জায়গা থেকে মনে হলো, সপ্তাহের শুরুটা হোক গোলাপ সিনেমার খবর দিয়ে।’
গোলাপ সিনেমার নামভূমিকায় অভিনয় করবেন নিরব। সিনেমার গল্প নিয়ে তিনি বলেন, ‘থ্রিলার গল্পে তৈরি হয়েছে গোলাপের চিত্রনাট্য। সঙ্গে অ্যাকশনও আছে। মূলত, এটি পলিটিক্যাল থ্রিলার। ছোট একটি শহরের রাজনৈতিক দৃশ্যপট। গল্পটি ভালো লাগবে সবার।’
এ সিনেমার মাধ্যমেই প্রায় বছরখানেক পর নতুন সিনেমার খবরে পাওয়া গেল নিরবের নাম। এই এক বছর তিনি ব্যস্ত ছিলেন বিভিন্ন বিজ্ঞাপন, অ্যাওয়ার্ড শো নিয়ে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের। অভিনেতা বলেন, ‘গত বছর প্রথম দিকে শুরু করেছিলাম “অপারেশন জ্যাকপট” সিনেমার শুটিং। বিভিন্ন লটে প্রায় দেড় মাস শুটিং করেছি। এ ছাড়া গত বছর প্রায় সাড়ে চার মাস দেশের বাইরে ছিলাম বিভিন্ন কাজে। আর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিনেমা ইন্ডাস্ট্রি অনেকটাই স্থবির হয়ে পড়েছিল। তাই নতুন সিনেমার ঘোষণা আসতে কিছুটা সময় লাগল।’
নিরব জানালেন, গোলাপ সিনেমার শুটিং শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে। গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। সিনেমাটি নির্মিত হচ্ছে গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে। চলতি বছরেই কোনো উৎসবে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এতে নিরবের বিপরীতে কাকে দেখা যাবে তা এখনই প্রকাশ করতে চাইছেন না নির্মাতা। তিনি জানিয়েছেন, শুটিং শুরুর আগেই প্রকাশ করা হবে নায়িকার নাম।
ফিলিস্তিনে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নির্বিচারে হামলা চালানো হচ্ছে দেশটির অবরুদ্ধ গাজা শহরে। লাশের সারি, আহতদের চিৎকারে ভারী আকাশ-বাতাস। গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্বমানবতা। দেশের শোবিজ তারকারাও প্রার্থনা করছেন ফিলিস্তিনিদের জন্য।
৪৩ মিনিট আগেগল্প চুরির অভিযোগ উঠেছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ সিনেমার বিরুদ্ধে। আরবি ভাষায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘বোরকা সিটি’র গল্প, একাধিক দৃশ্য ও চরিত্রের সঙ্গে লাপাতা লেডিসের মিল পাওয়া গেছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বানিয়েছিলেন ফরাসি পরিচালক ফ্যাব্রিস ব্র্যাক। তিনি জানিয়েছেন, দুটি সিনেমা
১৩ ঘণ্টা আগেশনিবার মধ্যরাতে ভারতীয় সিনেমাটোগ্রাফার শৈলেশ আওয়াস্থি দাবি করলেন ‘বরবাদ’ সিনেমার সিনেমাটোগ্রাফি তাঁর করা, অথচ ক্রেডিট লাইনে রয়েছে বাংলাদেশের রাজু রাজের নাম। এই ঘটনায় মেহেদী হাসান হৃদয়ের ফেসবুক পোস্টের কমেন্ট ঘরে নিজের রাগ উগরে দেন শৈলেশ। আজ দুপুরে শৈলেশ জানিয়েছেন, পরিচালকের সঙ্গে তাঁর সমঝোতা হয়েছে।
১৩ ঘণ্টা আগেভারতের অন্যতম পুরোনো টিভি সিরিয়াল ‘সিআইডি’। ১৯৯৮ সালে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে শুরু হয় এই ক্রাইম ফিকশনের প্রচার। এ সিরিয়ালের মূল চরিত্র এসিপি প্রদ্যুমান। শুরু থেকেই এ চরিত্রে অভিনয় করছেন শিবাজি সত্যম। তবে হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো তাঁকে। জানা গেছে, সিআইডির নতুন পর্বে মৃত্যু হবে এসিপি...
১৩ ঘণ্টা আগে