বিনোদন ডেস্ক, ঢাকা
আলোচিত ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলফ তাঁর চলচ্চিত্রে বরাবরই তুলে ধরেছেন ইরানের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি। এ কারণে একাধিকবার কারাবরণ করতে হয়েছে তাঁকে। ২০১৭ সালে তাঁর পাসপোর্ট বাতিল করে সরকার। গত বছর কান চলচ্চিত্র উৎসবের বিচারক নির্বাচিত হওয়ার পরও ইরান সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তিনি অংশ নিতে পারেননি।
এবারের ৭৭তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে রাসুলফের নতুন সিনেমা ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে পাম দরের জন্য লড়বে সিনেমাটি। এই সিনেমায় ইরানের বিচারব্যবস্থার চিত্র তুলে ধরেছেন রাসুলফ। তাই ইরান সরকার কান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে সিনেমাটি সরিয়ে নেওয়ার জন্য প্রবল চাপ সৃষ্টি করে। কিন্তু ও পথে হাঁটেননি রাসুলফ। আর তাই তাঁকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সেই সঙ্গে চাবুক মারা, জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।
সাজা ঘোষণার পর আত্মগোপনে চলে যান রাসুলফ। একপর্যায়ে ইরান থেকে পালিয়ে ইউরোপে আশ্রয় নেন তিনি। ১৩ মে ইরান থেকে পালানোর কথা ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে নিশ্চিত করেন রাসুলফ। দ্য গার্ডিয়ানের কাছে তিনি হেঁটে একটি ‘ক্লান্তিকর এবং অত্যন্ত বিপজ্জনক’ যাত্রার কথা তুলে ধরেন।
নিজের সিনেমার প্রিমিয়ারে অংশ নেওয়ার জন্য ২৩ মে কানে পৌঁছেছেন নির্মাতা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাসুলফ এখন কানে আছেন। চলচ্চিত্র উৎসবের আয়োজকদের তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না যে আমি এখানে দাঁড়িয়ে আছি।’
কান চলচ্চিত্র উৎসবে রাসুলফকে স্বাগত জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ। উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমক্স এএফপিকে বলেন, ‘একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে এখানে তাঁকে (রাসুলফ) স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। উৎসবপ্রিয় এবং স্বাধীনতা প্রেমী ইরানিদের জন্য আমাদের আনন্দ হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘বিশ্বের সব শিল্পীর প্রতি কান চলচ্চিত্র উৎসবের সমর্থন পুনঃ নিশ্চিত করতে চাই, শিল্পের প্রকাশে যাঁরা সহিংসতা ও প্রতিশোধপরায়ণতার শিকার হচ্ছেন, আমরা তাঁদের পাশে আছি।’
মোহাম্মদ রাসুলফ সম্প্রতি এএফপিকে জানিয়েছেন, ইরানের চলচ্চিত্র নির্মাতাদের ‘নিরাপত্তা ও মঙ্গল’ নিয়ে সব সময় ভয়ে থাকেন তিনি। এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্ব চলচ্চিত্রের সবাইকে এই (ইরানি) নির্মাতাদের প্রতি জোরাল সমর্থন দিতে হবে।
মোহাম্মদ রাসুলফ ২০২০ সালে ‘দ্য ইজ নো ইভিল’ সিনেমার জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবের শীর্ষ পুরস্কার গোল্ডেন বিয়ার জেতেন এবং ২০১৭ সালে ‘আ ম্যান অব ইন্টেগ্রিটি’ সিনেমার জন্য কানের আঁ সার্তে রিগা বিভাগে পুরস্কার জেতেন।
আলোচিত ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলফ তাঁর চলচ্চিত্রে বরাবরই তুলে ধরেছেন ইরানের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি। এ কারণে একাধিকবার কারাবরণ করতে হয়েছে তাঁকে। ২০১৭ সালে তাঁর পাসপোর্ট বাতিল করে সরকার। গত বছর কান চলচ্চিত্র উৎসবের বিচারক নির্বাচিত হওয়ার পরও ইরান সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তিনি অংশ নিতে পারেননি।
এবারের ৭৭তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে রাসুলফের নতুন সিনেমা ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে পাম দরের জন্য লড়বে সিনেমাটি। এই সিনেমায় ইরানের বিচারব্যবস্থার চিত্র তুলে ধরেছেন রাসুলফ। তাই ইরান সরকার কান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে সিনেমাটি সরিয়ে নেওয়ার জন্য প্রবল চাপ সৃষ্টি করে। কিন্তু ও পথে হাঁটেননি রাসুলফ। আর তাই তাঁকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সেই সঙ্গে চাবুক মারা, জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।
সাজা ঘোষণার পর আত্মগোপনে চলে যান রাসুলফ। একপর্যায়ে ইরান থেকে পালিয়ে ইউরোপে আশ্রয় নেন তিনি। ১৩ মে ইরান থেকে পালানোর কথা ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে নিশ্চিত করেন রাসুলফ। দ্য গার্ডিয়ানের কাছে তিনি হেঁটে একটি ‘ক্লান্তিকর এবং অত্যন্ত বিপজ্জনক’ যাত্রার কথা তুলে ধরেন।
নিজের সিনেমার প্রিমিয়ারে অংশ নেওয়ার জন্য ২৩ মে কানে পৌঁছেছেন নির্মাতা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাসুলফ এখন কানে আছেন। চলচ্চিত্র উৎসবের আয়োজকদের তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না যে আমি এখানে দাঁড়িয়ে আছি।’
কান চলচ্চিত্র উৎসবে রাসুলফকে স্বাগত জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ। উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমক্স এএফপিকে বলেন, ‘একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে এখানে তাঁকে (রাসুলফ) স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। উৎসবপ্রিয় এবং স্বাধীনতা প্রেমী ইরানিদের জন্য আমাদের আনন্দ হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘বিশ্বের সব শিল্পীর প্রতি কান চলচ্চিত্র উৎসবের সমর্থন পুনঃ নিশ্চিত করতে চাই, শিল্পের প্রকাশে যাঁরা সহিংসতা ও প্রতিশোধপরায়ণতার শিকার হচ্ছেন, আমরা তাঁদের পাশে আছি।’
মোহাম্মদ রাসুলফ সম্প্রতি এএফপিকে জানিয়েছেন, ইরানের চলচ্চিত্র নির্মাতাদের ‘নিরাপত্তা ও মঙ্গল’ নিয়ে সব সময় ভয়ে থাকেন তিনি। এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্ব চলচ্চিত্রের সবাইকে এই (ইরানি) নির্মাতাদের প্রতি জোরাল সমর্থন দিতে হবে।
মোহাম্মদ রাসুলফ ২০২০ সালে ‘দ্য ইজ নো ইভিল’ সিনেমার জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবের শীর্ষ পুরস্কার গোল্ডেন বিয়ার জেতেন এবং ২০১৭ সালে ‘আ ম্যান অব ইন্টেগ্রিটি’ সিনেমার জন্য কানের আঁ সার্তে রিগা বিভাগে পুরস্কার জেতেন।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৩ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৪ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৭ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৯ ঘণ্টা আগে