আট বছরের কারাদণ্ড মাথায় নিয়ে পালিয়ে কানে পৌঁছেছেন ইরানি নির্মাতা

বিনোদন ডেস্ক, ঢাকা
আপডেট : ২৪ মে ২০২৪, ১৮: ২০
Thumbnail image

আলোচিত ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলফ তাঁর চলচ্চিত্রে বরাবরই তুলে ধরেছেন ইরানের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি। এ কারণে একাধিকবার কারাবরণ করতে হয়েছে তাঁকে। ২০১৭ সালে তাঁর পাসপোর্ট বাতিল করে সরকার। গত বছর কান চলচ্চিত্র উৎসবের বিচারক নির্বাচিত হওয়ার পরও ইরান সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তিনি অংশ নিতে পারেননি।

এবারের ৭৭তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে রাসুলফের নতুন সিনেমা ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে পাম দরের জন্য লড়বে সিনেমাটি। এই সিনেমায় ইরানের বিচারব্যবস্থার চিত্র তুলে ধরেছেন রাসুলফ। তাই ইরান সরকার কান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে সিনেমাটি সরিয়ে নেওয়ার জন্য প্রবল চাপ সৃষ্টি করে। কিন্তু ও পথে হাঁটেননি রাসুলফ। আর তাই তাঁকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সেই সঙ্গে চাবুক মারা, জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।

সাজা ঘোষণার পর আত্মগোপনে চলে যান রাসুলফ। একপর্যায়ে ইরান থেকে পালিয়ে ইউরোপে আশ্রয় নেন তিনি। ১৩ মে ইরান থেকে পালানোর কথা ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে নিশ্চিত করেন রাসুলফ। দ্য গার্ডিয়ানের কাছে তিনি হেঁটে একটি ‘ক্লান্তিকর এবং অত্যন্ত বিপজ্জনক’ যাত্রার কথা তুলে ধরেন।
নিজের সিনেমার প্রিমিয়ারে অংশ নেওয়ার জন্য ২৩ মে কানে পৌঁছেছেন নির্মাতা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাসুলফ এখন কানে আছেন। চলচ্চিত্র উৎসবের আয়োজকদের তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না যে আমি এখানে দাঁড়িয়ে আছি।’

কান চলচ্চিত্র উৎসবে রাসুলফকে স্বাগত জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ। উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমক্স এএফপিকে বলেন, ‘একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে এখানে তাঁকে (রাসুলফ) স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। উৎসবপ্রিয় এবং স্বাধীনতা প্রেমী ইরানিদের জন্য আমাদের আনন্দ হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘বিশ্বের সব শিল্পীর প্রতি কান চলচ্চিত্র উৎসবের সমর্থন পুনঃ নিশ্চিত করতে চাই, শিল্পের প্রকাশে যাঁরা সহিংসতা ও প্রতিশোধপরায়ণতার শিকার হচ্ছেন, আমরা তাঁদের পাশে আছি।’

মোহাম্মদ রাসুলফ সম্প্রতি এএফপিকে জানিয়েছেন, ইরানের চলচ্চিত্র নির্মাতাদের ‘নিরাপত্তা ও মঙ্গল’ নিয়ে সব সময় ভয়ে থাকেন তিনি। এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্ব চলচ্চিত্রের সবাইকে এই (ইরানি) নির্মাতাদের প্রতি জোরাল সমর্থন দিতে হবে।

মোহাম্মদ রাসুলফ ২০২০ সালে ‘দ্য ইজ নো ইভিল’ সিনেমার জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবের শীর্ষ পুরস্কার গোল্ডেন বিয়ার জেতেন এবং ২০১৭ সালে ‘আ ম্যান অব ইন্টেগ্রিটি’ সিনেমার জন্য কানের আঁ সার্তে রিগা বিভাগে পুরস্কার জেতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত