বিনোদন প্রতিবেদক, ঢাকা
কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের একটি ভিডিও। সেখানে দেখা যায়, আতঙ্কিত মিম দ্রুত হেঁটে স্থান ত্যাগ করার চেষ্টা করছেন। সেই ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন, পারলার উদ্বোধন করতে গিয়ে উগ্রবাদীদের রোষানলে পড়েছেন মিম। তবে তিনি জানিয়েছেন, এমন কোনো ঘটনা তাঁর সঙ্গে ঘটেনি।
সংবাদমাধ্যমকে মিম বলেন, ‘দুই মাস আগে একটি জুয়েলারির শোরুম উদ্বোধন করতে গিয়ে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলাম, সেই ভিডিও এটি। সে অনুষ্ঠানে যাওয়ার পর হঠাৎ করেই বিকট এক শব্দ হয়, সঙ্গে ধোঁয়া। তখন মনে করেছিলাম, আগুন ধরে গেছে।
মূলত একটি ক্যামেরা কোনো কারণে বিস্ফোরিত হওয়ায় এমনটা ঘটেছিল এবং অনেকের মতো আমিও আগুন লেগেছে ভেবে ভয় পেয়ে গিয়েছিলাম। তবে আমার কোনো ক্ষতি হয়নি।’
পুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি। ফেসবুকে ভিডিও দিয়ে টাকা আয় করার জন্য একশ্রেণির মানুষ ইচ্ছা করে এমন মিথ্যা ছড়াচ্ছে।’
এর আগে চলতি মাসের শুরুতে একটি শোরুম উদ্বোধন করতে চট্টগ্রাম গিয়েও অনুষ্ঠানে অংশ নিতে পারেননি ছোট পর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ‘ব্যবসায়ী-তৌহিদি জনতা’র ব্যানারে একদল মানুষ বিক্ষোভ করলে শোরুম উদ্বোধন না করেই ফিরে আসেন মেহজাবীন। এরপর মেহজাবীনের মাথায় ব্যান্ডেজ ও মুখে আঘাতের একটি ছবি দিয়ে ফেসবুকে ছড়ানো হয় শোরুম উদ্বোধন করতে গিয়ে আহত হয়েছেন অভিনেত্রী।
ভাইরাল হওয়া ছবিটি ছিল একটি নাটকের শুটিংয়ের দৃশ্য। পরবর্তী সময়ে ফেসবুকে মেহজাবীন জানান, তিনি ঠিক আছেন, সুস্থ আছেন। সেই পোস্টে তিনি উল্লেখ করেন, নিরাপত্তা জটিলতার কারণে শোরুম উদ্বোধন না করে ঢাকায় ফিরে এসেছেন তিনি।
কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের একটি ভিডিও। সেখানে দেখা যায়, আতঙ্কিত মিম দ্রুত হেঁটে স্থান ত্যাগ করার চেষ্টা করছেন। সেই ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন, পারলার উদ্বোধন করতে গিয়ে উগ্রবাদীদের রোষানলে পড়েছেন মিম। তবে তিনি জানিয়েছেন, এমন কোনো ঘটনা তাঁর সঙ্গে ঘটেনি।
সংবাদমাধ্যমকে মিম বলেন, ‘দুই মাস আগে একটি জুয়েলারির শোরুম উদ্বোধন করতে গিয়ে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলাম, সেই ভিডিও এটি। সে অনুষ্ঠানে যাওয়ার পর হঠাৎ করেই বিকট এক শব্দ হয়, সঙ্গে ধোঁয়া। তখন মনে করেছিলাম, আগুন ধরে গেছে।
মূলত একটি ক্যামেরা কোনো কারণে বিস্ফোরিত হওয়ায় এমনটা ঘটেছিল এবং অনেকের মতো আমিও আগুন লেগেছে ভেবে ভয় পেয়ে গিয়েছিলাম। তবে আমার কোনো ক্ষতি হয়নি।’
পুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি। ফেসবুকে ভিডিও দিয়ে টাকা আয় করার জন্য একশ্রেণির মানুষ ইচ্ছা করে এমন মিথ্যা ছড়াচ্ছে।’
এর আগে চলতি মাসের শুরুতে একটি শোরুম উদ্বোধন করতে চট্টগ্রাম গিয়েও অনুষ্ঠানে অংশ নিতে পারেননি ছোট পর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ‘ব্যবসায়ী-তৌহিদি জনতা’র ব্যানারে একদল মানুষ বিক্ষোভ করলে শোরুম উদ্বোধন না করেই ফিরে আসেন মেহজাবীন। এরপর মেহজাবীনের মাথায় ব্যান্ডেজ ও মুখে আঘাতের একটি ছবি দিয়ে ফেসবুকে ছড়ানো হয় শোরুম উদ্বোধন করতে গিয়ে আহত হয়েছেন অভিনেত্রী।
ভাইরাল হওয়া ছবিটি ছিল একটি নাটকের শুটিংয়ের দৃশ্য। পরবর্তী সময়ে ফেসবুকে মেহজাবীন জানান, তিনি ঠিক আছেন, সুস্থ আছেন। সেই পোস্টে তিনি উল্লেখ করেন, নিরাপত্তা জটিলতার কারণে শোরুম উদ্বোধন না করে ঢাকায় ফিরে এসেছেন তিনি।
এক যুগ আগে বর্ণমালা নামের ব্যান্ড গঠন করেছিলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। নিজের ব্যান্ড নিয়ে প্রথমবার সৌদি আরবে কনসার্ট করতে যাচ্ছেন তিনি। ২৩ নভেম্বর সৌদি আরবের রিয়াদ শহরের আল-সুওয়াইদি পার্কে গান শোনাবে বর্ণমালা।
৪ ঘণ্টা আগেহাসিব চৌধুরীর ‘ফ্ল্যাট ১৪৩’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘ফ্রেঞ্জি’। চার তরুণের বন্ধুত্ব, ভালোবাসা, আনন্দ ও বিষাদের গল্প নিয়ে এগিয়েছে গল্প। বানিয়েছেন জাহিদ প্রীতম। ২০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে সিরিজটি। বৃহস্পতিবার ট্রেলার প্রকাশ করে জানানো হয় সিরিজ মুক্তির তারিখ।
৪ ঘণ্টা আগেসিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
১৫ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
১৭ ঘণ্টা আগে