বিনোদন ডেস্ক
মারা গেছেন অস্কার বিজয়ী অভিনয়শিল্পী ও যুক্তরাজ্যের সাবেক রাজনীতিক গ্লেনডা জ্যাকসন। ষাট ও সত্তরের দশকে দুবার অস্কার বিজয়ী এই অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর মৃত্যুসংবাদ যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে নিশ্চিত করেছেন গ্লেনডা জ্যাকসনের এজেন্ট লিওনেল লারনার।
গতকাল বৃহস্পতিবার গ্লেনডা জ্যাকসনের এজেন্ট লিওনেল লারনার সিএনএনকে বলেন, ‘আজ সকালে অস্কার বিজয়ী অভিনেত্রী ও রাজনীতিক গ্লেনডা জ্যাকসন ৮৭ বছর বয়সে লন্ডনে নিজের বাসায় মারা গেছেন। তিনি কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন এবং শান্তিপূর্ণভাবে তাঁর মৃত্যু হয়েছে। এ সময় পরিবারের সদস্যরা তাঁর পাশে ছিলেন।’
১৯৩৬ সালে ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ব্রিকেনহেডে জন্মগ্রহণ করেন গ্লেনডা। কিশোর বয়সেই একটি অপেশাদার নাট্যদলে নাম লেখান। এরপর তিনি লন্ডনের রয়্যাল অ্যাকাডেমি অব ড্রাম্যাটিক আর্টে পড়ার জন্য বৃত্তি অর্জন করেন। সেখান থেকে পাস করে তিনি লন্ডনের ওয়েস্ট এন্ডে অভিনয়জীবন শুরু করেন এবং ১৯৬৫ সালে ‘মারাট/শেইড’ নাটকের মধ্য দিয়ে নিউইয়র্কের ব্রডওয়েতে পা রাখেন।
এরপর রুপালি পর্দায় দেখা মেলে গ্লেনডার অভিনয় প্রতিভার। ১৯৬৯ সালে ‘উইমেন ইন লাভ’ সিনেমায় অলিভার রিডের বিপরীতে তাঁর চরিত্রের জন্য সেরা অভিনেত্রীর অস্কার জেতেন তিনি। দ্বিতীয় অস্কার জয় করেন ১৯৭৩ সালের রোমান্টিক কমেডি ‘আ টাচ অব ক্লাস’ সিনেমা দিয়ে।
এর আগেই অবশ্য রানি প্রথম এলিজাবেথের চরিত্র চিত্রণের জন্য খ্যাতি মেলে গ্লেনডার। বিবিসির আত্মজৈবনিক চলচ্চিত্র ‘এলিজাবেথ আর’ এবং ঐতিহাসিক পটভূমিতে নির্মিত ‘মেরি, কুইন অব স্কটস’ সিনেমায় ব্রিটিশ রানির চরিত্রকে বাস্তব করে তোলেন এই অভিনেত্রী।
২০১৮ সালে ব্রডওয়ের নাটক ‘থ্রি টল উইমেনে’র জন্য টনি অ্যাওয়ার্ডও জিতেছেন তিনি।
রাজনীতিক হিসেবেও সফল ছিলেন গ্লেনডা জ্যাকসন। ১৯৯২ সালে রাজনীতিতে যোগ দেওয়ার পর লেবার পার্টির এমপি নির্বাচিত হন তিনি। তখন তাঁর দল পার্লামেন্টে বিরোধী দলে ছিল। তাঁর দীর্ঘ ২৩ বছরের এমপি জীবনে টনি ব্লেয়ারের নেতৃত্বে যুক্তরাজ্যে সরকারও গঠন করে লেবাররা। ১৯৯৭ সাল থেকে গ্লেনডা পরের দুই বছরের জন্য কনিষ্ঠ পরিবহনমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ২০০০ সালে লন্ডনের মেয়র নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু জিততে পারেননি।
মারা গেছেন অস্কার বিজয়ী অভিনয়শিল্পী ও যুক্তরাজ্যের সাবেক রাজনীতিক গ্লেনডা জ্যাকসন। ষাট ও সত্তরের দশকে দুবার অস্কার বিজয়ী এই অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর মৃত্যুসংবাদ যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে নিশ্চিত করেছেন গ্লেনডা জ্যাকসনের এজেন্ট লিওনেল লারনার।
গতকাল বৃহস্পতিবার গ্লেনডা জ্যাকসনের এজেন্ট লিওনেল লারনার সিএনএনকে বলেন, ‘আজ সকালে অস্কার বিজয়ী অভিনেত্রী ও রাজনীতিক গ্লেনডা জ্যাকসন ৮৭ বছর বয়সে লন্ডনে নিজের বাসায় মারা গেছেন। তিনি কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন এবং শান্তিপূর্ণভাবে তাঁর মৃত্যু হয়েছে। এ সময় পরিবারের সদস্যরা তাঁর পাশে ছিলেন।’
১৯৩৬ সালে ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ব্রিকেনহেডে জন্মগ্রহণ করেন গ্লেনডা। কিশোর বয়সেই একটি অপেশাদার নাট্যদলে নাম লেখান। এরপর তিনি লন্ডনের রয়্যাল অ্যাকাডেমি অব ড্রাম্যাটিক আর্টে পড়ার জন্য বৃত্তি অর্জন করেন। সেখান থেকে পাস করে তিনি লন্ডনের ওয়েস্ট এন্ডে অভিনয়জীবন শুরু করেন এবং ১৯৬৫ সালে ‘মারাট/শেইড’ নাটকের মধ্য দিয়ে নিউইয়র্কের ব্রডওয়েতে পা রাখেন।
এরপর রুপালি পর্দায় দেখা মেলে গ্লেনডার অভিনয় প্রতিভার। ১৯৬৯ সালে ‘উইমেন ইন লাভ’ সিনেমায় অলিভার রিডের বিপরীতে তাঁর চরিত্রের জন্য সেরা অভিনেত্রীর অস্কার জেতেন তিনি। দ্বিতীয় অস্কার জয় করেন ১৯৭৩ সালের রোমান্টিক কমেডি ‘আ টাচ অব ক্লাস’ সিনেমা দিয়ে।
এর আগেই অবশ্য রানি প্রথম এলিজাবেথের চরিত্র চিত্রণের জন্য খ্যাতি মেলে গ্লেনডার। বিবিসির আত্মজৈবনিক চলচ্চিত্র ‘এলিজাবেথ আর’ এবং ঐতিহাসিক পটভূমিতে নির্মিত ‘মেরি, কুইন অব স্কটস’ সিনেমায় ব্রিটিশ রানির চরিত্রকে বাস্তব করে তোলেন এই অভিনেত্রী।
২০১৮ সালে ব্রডওয়ের নাটক ‘থ্রি টল উইমেনে’র জন্য টনি অ্যাওয়ার্ডও জিতেছেন তিনি।
রাজনীতিক হিসেবেও সফল ছিলেন গ্লেনডা জ্যাকসন। ১৯৯২ সালে রাজনীতিতে যোগ দেওয়ার পর লেবার পার্টির এমপি নির্বাচিত হন তিনি। তখন তাঁর দল পার্লামেন্টে বিরোধী দলে ছিল। তাঁর দীর্ঘ ২৩ বছরের এমপি জীবনে টনি ব্লেয়ারের নেতৃত্বে যুক্তরাজ্যে সরকারও গঠন করে লেবাররা। ১৯৯৭ সাল থেকে গ্লেনডা পরের দুই বছরের জন্য কনিষ্ঠ পরিবহনমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ২০০০ সালে লন্ডনের মেয়র নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু জিততে পারেননি।
ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ বাবা সিদ্দিকি নিহতের পর থেকে আবারও প্রাণ নাশের হুমকিতে বলিউড ভাইজান সালমান খান। বাড়িয়ে দেওয়া হয়েছে তাঁর নিরাপত্তা। কৃষ্ণসার হরিণ হত্যা অভিযোগে বিষ্ণোই গ্যাংয়ের এমন হুমকিতে সালমান। যেতে হয়েছিল হাজতেও। এরই মধ্যে বিগ বসের এক অংশগ্রহণকারীকে শিক্ষা দিতে থানায় আটকের...
১ ঘণ্টা আগেঢাকাই সিনেমায় দুই যুগের ক্যারিয়ার শাকিব খানের। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ক্রিকেটের সঙ্গে। শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান দল কিনেছে বিপিএলে। দলের নাম ঢাকা ক্যাপিটালস। শাকিবের ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ খেলবেন দেশের শোবিজ তারকারা। এমনটাই জানালেন শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান...
৪ ঘণ্টা আগে‘মুভিং বাংলাদেশ’ নামের সিনেমার জন্য বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ফান্ডিং পেয়েছেন নুহাশ হুমায়ূন। সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছিল সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়। সম্প্রতি জানা গেছে, সিনেমাটির সঙ্গে আর যুক্ত থাকছে না সরকার। বাতিল করা হয়েছে মুভিং বাংলাদেশ সিনেমার জন্য ৫০ লাখ...
৪ ঘণ্টা আগেশাকিব খানকে কেন্দ্র করে তাঁর দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্বটা নতুন কিছু নয়। সুযোগ পেলেই তাঁরা পরস্পরের প্রতি খড়্গহস্ত হন। এবার টয়লেড ডে-র শুভেচ্ছা জানানোর নাম করে বুবলীকে খোঁচা দিলেন অপু।
১৫ ঘণ্টা আগে