বিনোদন প্রতিবেদক, ঢাকা
সিলেট সীমান্তে একমাসেরও বেশি সময় ধরে ‘ওরা সাত জন’ নামে একটি ছবির শুটিং করে ঢাকায় ফিরেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। খিজির হায়াত খান পরিচালিত এ ছবিতে মম অভিনয় করেছেন একজন নারী মুক্তিযোদ্ধার চরিত্রে। এখনো তিনি ‘ওরা সাত জন’-এর গল্পের ঘোরেই আছেন। এরমধ্যে এল তাঁর নতুন ছবি মুক্তির খবর।
মম অভিনীত ‘আগামীকাল’ মুক্তি পাবে আগামী মাসেই। ২৪ ডিসেম্বর বড়পর্দায় দেখা যাবে মমকে। ভালোবাসা ও বিশ্বাসঘাতকতার গল্প নিয়ে তৈরি সাইকোলজিক্যাল থ্রিলার ‘আগামীকাল’ বানিয়েছেন অঞ্জন আইচ। দি অভি কথাচিত্রের পরিবেশনায় ছবিটি দেশব্যাপী প্রায় চল্লিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
ছবিতে মমর নায়িকা হিসেবে আছেন ইমন। আরও আছেন শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, টুটুল চৌধুরী প্রমুখ। ইতিমধ্যে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে ‘আগামীকাল’ ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে।
দেখুন ‘আগামীকাল’ ছবির ট্রেলার:
এই ছবির আবহসংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। চিত্রগ্রহণের দায়িত্ব পালন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক কমল চন্দ্র। ২ ঘন্টা ৮ মিনিটের এ ছবিতে একটি রবীন্দ্রসঙ্গীতসহ রয়েছে মোট চারটি গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কোনাল, সুজন আরিফ, ও অর্পণ কর্মকার।
দেশের প্রায় আটটি লোকেশনে ‘আগামীকাল’ ছবির শুটিং হয়েছে। ডাবিংয়ের কাজ হয়েছে রিপন নাথের সাউন্ড বক্স স্টুডিওতে।
এছাড়া ফলি সাউন্ড ও কালারসহ যাবতীয় পোস্ট প্রোডাকশনের কাজ সম্পন্ন হয়েছে কলকাতার টকিজ স্টুডিওতে।
সিলেট সীমান্তে একমাসেরও বেশি সময় ধরে ‘ওরা সাত জন’ নামে একটি ছবির শুটিং করে ঢাকায় ফিরেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। খিজির হায়াত খান পরিচালিত এ ছবিতে মম অভিনয় করেছেন একজন নারী মুক্তিযোদ্ধার চরিত্রে। এখনো তিনি ‘ওরা সাত জন’-এর গল্পের ঘোরেই আছেন। এরমধ্যে এল তাঁর নতুন ছবি মুক্তির খবর।
মম অভিনীত ‘আগামীকাল’ মুক্তি পাবে আগামী মাসেই। ২৪ ডিসেম্বর বড়পর্দায় দেখা যাবে মমকে। ভালোবাসা ও বিশ্বাসঘাতকতার গল্প নিয়ে তৈরি সাইকোলজিক্যাল থ্রিলার ‘আগামীকাল’ বানিয়েছেন অঞ্জন আইচ। দি অভি কথাচিত্রের পরিবেশনায় ছবিটি দেশব্যাপী প্রায় চল্লিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
ছবিতে মমর নায়িকা হিসেবে আছেন ইমন। আরও আছেন শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, টুটুল চৌধুরী প্রমুখ। ইতিমধ্যে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে ‘আগামীকাল’ ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে।
দেখুন ‘আগামীকাল’ ছবির ট্রেলার:
এই ছবির আবহসংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। চিত্রগ্রহণের দায়িত্ব পালন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক কমল চন্দ্র। ২ ঘন্টা ৮ মিনিটের এ ছবিতে একটি রবীন্দ্রসঙ্গীতসহ রয়েছে মোট চারটি গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কোনাল, সুজন আরিফ, ও অর্পণ কর্মকার।
দেশের প্রায় আটটি লোকেশনে ‘আগামীকাল’ ছবির শুটিং হয়েছে। ডাবিংয়ের কাজ হয়েছে রিপন নাথের সাউন্ড বক্স স্টুডিওতে।
এছাড়া ফলি সাউন্ড ও কালারসহ যাবতীয় পোস্ট প্রোডাকশনের কাজ সম্পন্ন হয়েছে কলকাতার টকিজ স্টুডিওতে।
২০১৮ সালের ১৮ অক্টোবর। সারা বিশ্বের অগণিত ভক্ত-শ্রোতাকে কাঁদিয়ে চলে গেলেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের এক অগ্রপথিক আইয়ুব বাচ্চু। থমকে গেল এলআরবি ব্যান্ডের পথচলা। সেই থেকে বাংলাদেশের ব্যান্ড সংগীতে কেটে গেল আইয়ুব বাচ্চুহীন ছয়টি বছর
৫ ঘণ্টা আগেভারতীয় গায়ক অরিজিৎ সিং তাঁর সরলতা এবং বিনয়ী আচরণের জন্য পরিচিত। অনেকেই বলে থাকেন, বিখ্যাত এই গায়ক বস্তুবাদী দুনিয়ার ধারণায় বিশ্বাস করেন না। তিনি মিডিয়ার উন্মাদনা থেকে দূরে থাকতে পছন্দ করেন এবং সাদামাটা জীবনযাপন করেন।
১৬ ঘণ্টা আগেএ বছর মুনীর চৌধুরী সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী শিমূল ইউসুফ। মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদকের জন্য মনোনীত হয়েছেন প্রাচ্যনাটের অভিনেতা জাহাঙ্গীর আলম।
১৮ ঘণ্টা আগেপুষ্পার প্রথম পর্বের চেয়ে দ্বিতীয় পর্বের বাজেট যেমন বেশি, তেমনি বেশি জোর দেওয়া হয়েছে প্রচারেও। কিসিকের মুক্তি ঘিরেও ছিল বড় ইভেন্ট। তবে তাতে লাভ তেমন হলো না। ভক্তদের মন জয় করতে পারল না কিসিক।
১৮ ঘণ্টা আগে