Ajker Patrika

জায়েদ খানের মামলার হুমকি

বিনোদন প্রতিবেদক
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ২১: ০৫
জায়েদ খানের মামলার হুমকি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন জায়েদ খান। কিন্তু চেয়ারে বসা হলো না এই অভিনেতার। তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের আপিল বোর্ড। পদ হারিয়েছেন তিনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করা হয়েছে নিপুণকে।

আজ শনিবার সন্ধ্যায় গণমাধ্যমের কাছে বোর্ডের সিদ্ধান্তের কথা জানান আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

নির্বাচিত সভাপতির সঙ্গে জায়েদ খানতবে এ রায় মানছেন না জায়েদ খান। রায় ঘোষণার পর শিল্পী সমিতির দুবারের সাধারণ সম্পাদক গণমাধ্যমকে বলেন, ‘এটা (প্রার্থিতা বা‌তি‌লের ঘোষণা) আইন বহির্ভূত, পৃথিবীতে এটা নজিরবিহীন ঘটনা, ভো‌টের ফলাফল ঘোষণার পর মৃত আপিল বোর্ড রায় ঘোষণা করে। আমি আইনি নোটিশ দেওয়ার পরও তাঁরা এটি করেছেন। আমি তাঁদের বিরুদ্ধে মামলা করবো।’

ঘটনাটিকে ‘হাস্যকর’ অভিহিত করে জায়েদ খান বলেন, ‘তাঁরা ৩০ জানুয়ারি থেকেই ডিজলভ। কারণ, ওই দিন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে স্বাক্ষর দিয়ে তাঁরা তাঁদের কাজ শেষ করেছেন। সেই ঘটনার পাঁচ দিন পর কেন এই সিদ্ধান্ত? কোন ক্ষমতায় এটি হলো?’ তাঁর ভাষায়, ‘এখনই সব শেষ নয়।’

জানা গেছে, আগামীকাল রোববার বিকেলে এফডিসিতে শপথ নেবে শিল্পী সমিতির নতুন কমিটি।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত