বিদেশি নায়িকায় মজেছেন শাকিব খান। ১৫ নভেম্বর মুক্তি পাওয়া অনন্য মামুনের ‘দরদ’ সিনেমায় তাঁর নায়িকা বলিউডের সোনাল চৌহান। শুধু তাই নয়, নায়কের সবশেষ মুক্তি পাওয়া চার সিনেমাতেই দেখা গেছে দেশের বাইরের অভিনেত্রীদের। তাহলে কি বিদেশি নায়িকাতেই ভরসা পাচ্ছেন শাকিব?
সর্বশেষ ‘লিডার: আমিই বাংলাদেশ’-এ শাকিবের বিপরীতে ছিলেন শবনম বুবলী। দেশের নায়িকাদের সঙ্গে আবার কবে দেখা যাবে শাকিবকে? এমন প্রশ্ন অনেকেই করেন। এবার এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন শাকিব খান। দেশের নায়িকাদের শিডিউল পাচ্ছেন না বলেই তাঁর বিপরীতে দেখা যাচ্ছে না—এমনটাই মন্তব্য শাকিবের।
শুক্রবার সন্ধ্যায় রিমার্ক-হারল্যানের আয়োজনে প্রতিষ্ঠানটির অ্যাম্বাসেডরদের নিয়ে দরদ সিনেমা উপভোগ করেন শাকিব খান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পূজা চেরি, সেমন্তি সৌমি, প্রার্থনা ফারদিন দীঘি, অর্চিতা স্পর্শিয়া প্রমুখ।
সিনেমার প্রদর্শনী শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন শাকিব। সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি ব্যবসা নিয়েও সন্তষ্টির কথা জানিয়েছেন। এ সময় প্রশ্ন আসে, শাকিবের বিপরীতে কেন উপেক্ষিত দেশের নায়িকারা? এমন প্রশ্ন আসতে পারে, সেটা হয়তো আগেই বুঝেছিলেন নায়ক। তাই তো হকচকিয়ে না গিয়ে উল্টো বল ঠেলে দিলেন নায়িকাদের কোর্টে।
শাকিব বলেন, ‘দেশি নায়িকাদের সঙ্গে আমিই সুযোগ পাচ্ছি না। যখনই দেশের নায়িকাদের শিডিউলের কথা বলছি, সে সময় তারা কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। আমি বছরে দু-একটা সিনেমা করি। আমার কাজগুলোতে প্রচুর সময় লাগে। স্টার হিরোইন যাঁরা আছেন, তাঁরা তো বছরে অনেক সিনেমা করেন। অনেক ব্যস্ত থাকতে হয়। অনেক তারকার সঙ্গে কাজ করতে হয়।’
শাকিব আরও বলেন, ‘আমি উদগ্রীব হয়ে আছি দেশি নায়িকাদের সঙ্গে কাজ করতে। যত যাই হোক দেশের প্রতি, মানুষের প্রতি একটা আলাদা টান থাকে। যখন দেশি নায়িকাদের শিডিউল পাওয়া যাবে, তখন আবার তাদের সঙ্গে কাজ হবে। আশা করছি শিগগিরই তাদের শিডিউল পেয়ে যাব।’
শাকিব এখন ব্যস্ত মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমা নিয়ে। মুম্বাইয়ে প্রথম লটের শুটিং শেষ করে গত সপ্তাহে দেশে ফিরেছেন। এতে তাঁর নায়িকা টালিউডের ইধিকা পাল। এর আগে ‘প্রিয়তমা’য় দেখা গেছে এই জুটিকে।
বিদেশি নায়িকায় মজেছেন শাকিব খান। ১৫ নভেম্বর মুক্তি পাওয়া অনন্য মামুনের ‘দরদ’ সিনেমায় তাঁর নায়িকা বলিউডের সোনাল চৌহান। শুধু তাই নয়, নায়কের সবশেষ মুক্তি পাওয়া চার সিনেমাতেই দেখা গেছে দেশের বাইরের অভিনেত্রীদের। তাহলে কি বিদেশি নায়িকাতেই ভরসা পাচ্ছেন শাকিব?
সর্বশেষ ‘লিডার: আমিই বাংলাদেশ’-এ শাকিবের বিপরীতে ছিলেন শবনম বুবলী। দেশের নায়িকাদের সঙ্গে আবার কবে দেখা যাবে শাকিবকে? এমন প্রশ্ন অনেকেই করেন। এবার এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন শাকিব খান। দেশের নায়িকাদের শিডিউল পাচ্ছেন না বলেই তাঁর বিপরীতে দেখা যাচ্ছে না—এমনটাই মন্তব্য শাকিবের।
শুক্রবার সন্ধ্যায় রিমার্ক-হারল্যানের আয়োজনে প্রতিষ্ঠানটির অ্যাম্বাসেডরদের নিয়ে দরদ সিনেমা উপভোগ করেন শাকিব খান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পূজা চেরি, সেমন্তি সৌমি, প্রার্থনা ফারদিন দীঘি, অর্চিতা স্পর্শিয়া প্রমুখ।
সিনেমার প্রদর্শনী শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন শাকিব। সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি ব্যবসা নিয়েও সন্তষ্টির কথা জানিয়েছেন। এ সময় প্রশ্ন আসে, শাকিবের বিপরীতে কেন উপেক্ষিত দেশের নায়িকারা? এমন প্রশ্ন আসতে পারে, সেটা হয়তো আগেই বুঝেছিলেন নায়ক। তাই তো হকচকিয়ে না গিয়ে উল্টো বল ঠেলে দিলেন নায়িকাদের কোর্টে।
শাকিব বলেন, ‘দেশি নায়িকাদের সঙ্গে আমিই সুযোগ পাচ্ছি না। যখনই দেশের নায়িকাদের শিডিউলের কথা বলছি, সে সময় তারা কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। আমি বছরে দু-একটা সিনেমা করি। আমার কাজগুলোতে প্রচুর সময় লাগে। স্টার হিরোইন যাঁরা আছেন, তাঁরা তো বছরে অনেক সিনেমা করেন। অনেক ব্যস্ত থাকতে হয়। অনেক তারকার সঙ্গে কাজ করতে হয়।’
শাকিব আরও বলেন, ‘আমি উদগ্রীব হয়ে আছি দেশি নায়িকাদের সঙ্গে কাজ করতে। যত যাই হোক দেশের প্রতি, মানুষের প্রতি একটা আলাদা টান থাকে। যখন দেশি নায়িকাদের শিডিউল পাওয়া যাবে, তখন আবার তাদের সঙ্গে কাজ হবে। আশা করছি শিগগিরই তাদের শিডিউল পেয়ে যাব।’
শাকিব এখন ব্যস্ত মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমা নিয়ে। মুম্বাইয়ে প্রথম লটের শুটিং শেষ করে গত সপ্তাহে দেশে ফিরেছেন। এতে তাঁর নায়িকা টালিউডের ইধিকা পাল। এর আগে ‘প্রিয়তমা’য় দেখা গেছে এই জুটিকে।
ফিলিস্তিনে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নির্বিচারে হামলা চালানো হচ্ছে দেশটির অবরুদ্ধ গাজা শহরে। লাশের সারি, আহতদের চিৎকারে ভারী আকাশ-বাতাস। গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্বমানবতা। দেশের শোবিজ তারকারাও প্রার্থনা করছেন ফিলিস্তিনিদের জন্য।
৩ ঘণ্টা আগেগল্প চুরির অভিযোগ উঠেছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ সিনেমার বিরুদ্ধে। আরবি ভাষায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘বোরকা সিটি’র গল্প, একাধিক দৃশ্য ও চরিত্রের সঙ্গে লাপাতা লেডিসের মিল পাওয়া গেছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বানিয়েছিলেন ফরাসি পরিচালক ফ্যাব্রিস ব্র্যাক। তিনি জানিয়েছেন, দুটি সিনেমা
১৫ ঘণ্টা আগেশনিবার মধ্যরাতে ভারতীয় সিনেমাটোগ্রাফার শৈলেশ আওয়াস্থি দাবি করলেন ‘বরবাদ’ সিনেমার সিনেমাটোগ্রাফি তাঁর করা, অথচ ক্রেডিট লাইনে রয়েছে বাংলাদেশের রাজু রাজের নাম। এই ঘটনায় মেহেদী হাসান হৃদয়ের ফেসবুক পোস্টের কমেন্ট ঘরে নিজের রাগ উগরে দেন শৈলেশ। আজ দুপুরে শৈলেশ জানিয়েছেন, পরিচালকের সঙ্গে তাঁর সমঝোতা হয়েছে।
১৫ ঘণ্টা আগেভারতের অন্যতম পুরোনো টিভি সিরিয়াল ‘সিআইডি’। ১৯৯৮ সালে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে শুরু হয় এই ক্রাইম ফিকশনের প্রচার। এ সিরিয়ালের মূল চরিত্র এসিপি প্রদ্যুমান। শুরু থেকেই এ চরিত্রে অভিনয় করছেন শিবাজি সত্যম। তবে হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো তাঁকে। জানা গেছে, সিআইডির নতুন পর্বে মৃত্যু হবে এসিপি...
১৫ ঘণ্টা আগে