বিনোদন প্রতিবেদক
ঢাকা: ঢাকার গুলশানের ‘মন্টানা লাউঞ্জ’ রেস্তোরাঁয় অভিযান চালিয়ে শিশা সেবনের সরঞ্জামসহ এগারো জনকে আটক করেছে পুলিশ। জানা যায়, রেস্তোঁরাটির অন্যতম মালিক অভিনেতা দম্পতি ওমর সানি ও আরিফা জামান মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীন।
গুলশান ১ ও ২ নম্বর সেকশনের মাঝামাঝি আরএম সেন্টার নামের ভবনে থাকা ওই রেস্তোরাঁয় মঙ্গলবার সন্ধ্যায় অভিযানে যায় পুলিশ। ওই রেস্তোরাঁ থেকে দুই প্যাকেট ও আরও কিছু খোলা সীসার উপকরণ পাওয়া গেছে। গুলশান থানার ওসি আবুল হাসান জানান, ‘যেহেতু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিশা নিষিদ্ধ, তাই প্রাথমিক যাচাইয়ের পর এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
এ বিষয়ে ওমর সানি বলেন,‘শিশা বার চালানো অবৈধ বলে তার জানা নেই। আর যাদের পুলিশ নিয়ে গেছে, তারা নেহায়েতই রেস্তোরাঁকর্মী। চাকরি করে খায়।’
তিনি আরো বলেন, ‘মনটানা লাউঞ্জ আমাদের। সাত থেকে আট মাস ধরে এটি চলছে। শিশার বিজনেস ইলিগ্যাল কোনো বিজনেস না। গুলশান-বনানীতে এটি ছাড়াও ৩০টির বেশি লাউঞ্জ রয়েছে।’
এই রেস্তোরাঁ আগে উত্তরায় ছিল জানিয়ে ওমর সানি বলেন, ‘উত্তরার লাউঞ্জটা তিন-চার বছর চালানোর পর কোভিডের কারণে লস দিয়ে চলে আসছি।’ তার দাবি, তার রেস্তোরাঁ মূলত খাবারের। ‘কিছু সময়’ শিশা ‘সার্ভ’ করা হয়।
‘পুরো বাংলাদেশে আজকের মধ্যেই যদি সব লাউঞ্জ ক্লোজ হয়ে থাকে, তাহলে রাষ্ট্রের প্রতি আমার কোনো অভিযোগ নেই। কিন্তু পার্টিকুলারলি আমাকে টার্গেট করে যদি করা হয়ে (অভিযান) থাকে, তাহলে রাষ্ট্রের কাছে বিচার চাইতেই হবে।’ বলেন তিনি।
ঢাকা: ঢাকার গুলশানের ‘মন্টানা লাউঞ্জ’ রেস্তোরাঁয় অভিযান চালিয়ে শিশা সেবনের সরঞ্জামসহ এগারো জনকে আটক করেছে পুলিশ। জানা যায়, রেস্তোঁরাটির অন্যতম মালিক অভিনেতা দম্পতি ওমর সানি ও আরিফা জামান মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীন।
গুলশান ১ ও ২ নম্বর সেকশনের মাঝামাঝি আরএম সেন্টার নামের ভবনে থাকা ওই রেস্তোরাঁয় মঙ্গলবার সন্ধ্যায় অভিযানে যায় পুলিশ। ওই রেস্তোরাঁ থেকে দুই প্যাকেট ও আরও কিছু খোলা সীসার উপকরণ পাওয়া গেছে। গুলশান থানার ওসি আবুল হাসান জানান, ‘যেহেতু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিশা নিষিদ্ধ, তাই প্রাথমিক যাচাইয়ের পর এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
এ বিষয়ে ওমর সানি বলেন,‘শিশা বার চালানো অবৈধ বলে তার জানা নেই। আর যাদের পুলিশ নিয়ে গেছে, তারা নেহায়েতই রেস্তোরাঁকর্মী। চাকরি করে খায়।’
তিনি আরো বলেন, ‘মনটানা লাউঞ্জ আমাদের। সাত থেকে আট মাস ধরে এটি চলছে। শিশার বিজনেস ইলিগ্যাল কোনো বিজনেস না। গুলশান-বনানীতে এটি ছাড়াও ৩০টির বেশি লাউঞ্জ রয়েছে।’
এই রেস্তোরাঁ আগে উত্তরায় ছিল জানিয়ে ওমর সানি বলেন, ‘উত্তরার লাউঞ্জটা তিন-চার বছর চালানোর পর কোভিডের কারণে লস দিয়ে চলে আসছি।’ তার দাবি, তার রেস্তোরাঁ মূলত খাবারের। ‘কিছু সময়’ শিশা ‘সার্ভ’ করা হয়।
‘পুরো বাংলাদেশে আজকের মধ্যেই যদি সব লাউঞ্জ ক্লোজ হয়ে থাকে, তাহলে রাষ্ট্রের প্রতি আমার কোনো অভিযোগ নেই। কিন্তু পার্টিকুলারলি আমাকে টার্গেট করে যদি করা হয়ে (অভিযান) থাকে, তাহলে রাষ্ট্রের কাছে বিচার চাইতেই হবে।’ বলেন তিনি।
আর কয়েকদিন পরেই বিয়ের এক বছর পূর্তি হবে পরম-পিয়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে দাম্পত্য জীবন নিয়ে কথা বলেছেন তাঁরা। আলাপ করেছেন প্রাক্তনদের নিয়েও।
৯ ঘণ্টা আগেমারা গেছেন চলচ্চিত্র চিত্রপরিচালক শাহ আলম মণ্ডল। আজ শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
১০ ঘণ্টা আগেবিকেলের মধ্যেই কনসার্টস্থলে জমায়েত হন লাখো মানুষ। ভিড় ঠেকাতে হিমশিম অবস্থা আয়োজকদের। অনুষ্ঠানের শেষদিকে নগর বাউলের পারফর্ম করার কথা থাকলেও, ভিড় সামাল দিতে নির্ধারিত সময়ের আগেই জেমসকে মঞ্চে আনা হয়।
১৪ ঘণ্টা আগেপ্রায় চার দশক পর আবারও মিঠুনের সঙ্গে দেখা যাবে বাংলাদেশের কোনো অভিনেত্রীকে। নির্মাতা মানস মুকুল পাল তাঁর পরবর্তী সিনেমায় মিঠুনের বিপরীতে আফসানা মিমির কথা ভাবছেন।
১৬ ঘণ্টা আগে