বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রথমবারের মতো সরকারি অনুদানের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। কথা চূড়ান্ত। প্রযোজক খোরশেদ আলম খসরু জানান, ‘অনেকেই মনে করেন, অনুদানের ছবি মানেই কম বাজেটের, টেলিভিশনে দেখানোই মূল উদ্দেশ্য। আমরা এমন ধারণার পরিবর্তন আনতে চাইছি। তাই ছবির নায়ক হিসেবে শাকিব খানকে নিয়েছি। বড় বাজেটের ছবি এটি।’
বাণিজ্যিক ছবির প্রযোজক হয়েও কেন সরকারি অনুদান নিতে হলো? কারণ জানিয়ে খসরু বলেন, ‘নিজের টাকা দিয়ে অনেক ছবি বানিয়েছি। বেশ কিছু ছবি ব্যবসায়িক সাফল্য পায়নি। তবু আমি ছবি বানাতে চাই, সরকারের কাছ থেকে যদি কিছু পাওয়া যায়, তাহলে নিজে কিছু লগ্নি করে একটি ভিন্ন ধরনের গল্প নিয়ে কাজ করতে চাই। সেই ভাবনা থেকেই অলিকের সঙ্গে গল্প শেয়ার করি এবং অনুদানের জন্য চিত্রনাট্য তৈরি করি।’
সেপ্টেম্বরে জামালপুরে ছবির শুটিং শুরু হবে। স্থান নির্বাচনের এখন জামালপুরে আছেন নির্মাতা। গল্পের নায়ক পেশাদার নৌকাবাইচ খেলোয়াড়। শাকিবসহ আরও ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
নির্মাতা এস এ হক অলিক বলেন, ‘খসরু ভাইয়ের দীর্ঘদিনের ইচ্ছে ছিল ভিন্ন রকমের একটি গল্প নিয়ে ছবি করার। এক আড্ডায় তিনি দুই লাইনের একটা গল্প বলেন। গল্পটা আমার মাথায় গেঁথে যায়। এরপর খসরু ভাইয়ের সঙ্গে গল্পটা নিয়ে আরও বিস্তারিত আলাপ করে ‘গলুই’ দাঁড় করাই।’
পরিচালক জানান, গলুই মানে নৌকার গলুই। নৌকার সঙ্গে জীবন, জীবনের সঙ্গে সম্পর্ক, পরিবার, রাষ্ট্র ও সমাজব্যবস্থা মিলিয়ে একটা জীবনধারা। এর মধ্যে প্রেম, টানাপোড়েন, বন্ধন–পুরো ছবিটার মধ্যে থাকবে। সে জন্যই ছবির নাম গলুই। কারণ নৌকার এক প্রান্তে থাকে মাঝির আসন, অন্য প্রান্তে নিশানা। নিশানা যদি ঠিক না থাকে, তাহলে নৌকা এদিক-সেদিক করবে। জীবনটাও তাই। স্বামী-স্ত্রীর সম্পর্কে একজন যদি একটু এদিক-সেদিক হয়, সংসারটা ঠিকঠাক চলে না।
শোনা যাচ্ছে, ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী। তবে প্রযোজক বা পরিচালক এখনই সব কলাকুশলী নিয়ে কথা বলতে নারাজ। পরিচালক অলিক জানান, সেপ্টেম্বরে জামালপুরে ছবির শুটিং শুরু হবে। স্থান নির্বাচনের জন্য এখন জামালপুরে আছেন নির্মাতা এস এ হক অলিক। ছবির গল্পের নায়ক পেশাদার নৌকাবাইচ খেলোয়াড়। শাকিবসহ আরও ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
ছবিতে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন আজিজুল হাকিম ও ফজলুর রহমান বাবু। গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ প্রমুখ।
প্রথমবারের মতো সরকারি অনুদানের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। কথা চূড়ান্ত। প্রযোজক খোরশেদ আলম খসরু জানান, ‘অনেকেই মনে করেন, অনুদানের ছবি মানেই কম বাজেটের, টেলিভিশনে দেখানোই মূল উদ্দেশ্য। আমরা এমন ধারণার পরিবর্তন আনতে চাইছি। তাই ছবির নায়ক হিসেবে শাকিব খানকে নিয়েছি। বড় বাজেটের ছবি এটি।’
বাণিজ্যিক ছবির প্রযোজক হয়েও কেন সরকারি অনুদান নিতে হলো? কারণ জানিয়ে খসরু বলেন, ‘নিজের টাকা দিয়ে অনেক ছবি বানিয়েছি। বেশ কিছু ছবি ব্যবসায়িক সাফল্য পায়নি। তবু আমি ছবি বানাতে চাই, সরকারের কাছ থেকে যদি কিছু পাওয়া যায়, তাহলে নিজে কিছু লগ্নি করে একটি ভিন্ন ধরনের গল্প নিয়ে কাজ করতে চাই। সেই ভাবনা থেকেই অলিকের সঙ্গে গল্প শেয়ার করি এবং অনুদানের জন্য চিত্রনাট্য তৈরি করি।’
সেপ্টেম্বরে জামালপুরে ছবির শুটিং শুরু হবে। স্থান নির্বাচনের এখন জামালপুরে আছেন নির্মাতা। গল্পের নায়ক পেশাদার নৌকাবাইচ খেলোয়াড়। শাকিবসহ আরও ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
নির্মাতা এস এ হক অলিক বলেন, ‘খসরু ভাইয়ের দীর্ঘদিনের ইচ্ছে ছিল ভিন্ন রকমের একটি গল্প নিয়ে ছবি করার। এক আড্ডায় তিনি দুই লাইনের একটা গল্প বলেন। গল্পটা আমার মাথায় গেঁথে যায়। এরপর খসরু ভাইয়ের সঙ্গে গল্পটা নিয়ে আরও বিস্তারিত আলাপ করে ‘গলুই’ দাঁড় করাই।’
পরিচালক জানান, গলুই মানে নৌকার গলুই। নৌকার সঙ্গে জীবন, জীবনের সঙ্গে সম্পর্ক, পরিবার, রাষ্ট্র ও সমাজব্যবস্থা মিলিয়ে একটা জীবনধারা। এর মধ্যে প্রেম, টানাপোড়েন, বন্ধন–পুরো ছবিটার মধ্যে থাকবে। সে জন্যই ছবির নাম গলুই। কারণ নৌকার এক প্রান্তে থাকে মাঝির আসন, অন্য প্রান্তে নিশানা। নিশানা যদি ঠিক না থাকে, তাহলে নৌকা এদিক-সেদিক করবে। জীবনটাও তাই। স্বামী-স্ত্রীর সম্পর্কে একজন যদি একটু এদিক-সেদিক হয়, সংসারটা ঠিকঠাক চলে না।
শোনা যাচ্ছে, ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী। তবে প্রযোজক বা পরিচালক এখনই সব কলাকুশলী নিয়ে কথা বলতে নারাজ। পরিচালক অলিক জানান, সেপ্টেম্বরে জামালপুরে ছবির শুটিং শুরু হবে। স্থান নির্বাচনের জন্য এখন জামালপুরে আছেন নির্মাতা এস এ হক অলিক। ছবির গল্পের নায়ক পেশাদার নৌকাবাইচ খেলোয়াড়। শাকিবসহ আরও ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
ছবিতে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন আজিজুল হাকিম ও ফজলুর রহমান বাবু। গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ প্রমুখ।
বাংলা পপগানের পথিকৃৎ আজম খান। বাংলাদেশের পপসংগীতের ‘গুরু’ বলা হয় তাঁকে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মৃত্যুর ১৩ বছর পর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আজম খান। এমন খবরে খুশি তাঁর পরিবারের সদস্যরা। তবে বেঁচে থাকতে এই সম্মান পেলে পরিবারের আনন্দটা দ্বিগুণ হতো বলে জানান আজম খানের মেয়
১ দিন আগেশিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। ১৭ বছর ধরে প্রতি ঈদে এই সিরিজ নিয়ে তৈরি হয় ধারাবাহিক নাটক। এবার রোজার ঈদ উপলক্ষেও নির্মিত হয়েছে ছোটকাকু। তবে এবারের আয়োজনটা আরও বড়। নির্মাতারা এর নাম দিয়েছেন ‘ছোটকাকু চ্যাপ্টার টু’। ওয়েব ফিল্ম আকারে নির্মিত হলেও প্রচারিত হতে পারে সিরিজ আকারে
১ দিন আগেবলিউডের বহুল প্রতীক্ষিত সিকুয়েল সিনেমাগুলোর অন্যতম ‘ডন থ্রি’। অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের পর এবার ডন চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। গত বছরের শুরুতে জানা গিয়েছিল, সিনেমায় রণবীরের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আদভানি। এক বছর পর শোনা যাচ্ছে, ডন থ্রি করবেন না কিয়ারা। ইতিমধ্যে এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন
১ দিন আগেআজ মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে কুকিং রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী সিজন ৮’। অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। সারা দেশ থেকে রান্নার প্রতিভা খুঁজে আনতে অষ্টমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে স্কয়ার গ্রুপের মসলার ব্র্যান্ড ‘রাঁধুনী’।
১ দিন আগে