বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রথমবারের মতো সরকারি অনুদানের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। কথা চূড়ান্ত। প্রযোজক খোরশেদ আলম খসরু জানান, ‘অনেকেই মনে করেন, অনুদানের ছবি মানেই কম বাজেটের, টেলিভিশনে দেখানোই মূল উদ্দেশ্য। আমরা এমন ধারণার পরিবর্তন আনতে চাইছি। তাই ছবির নায়ক হিসেবে শাকিব খানকে নিয়েছি। বড় বাজেটের ছবি এটি।’
বাণিজ্যিক ছবির প্রযোজক হয়েও কেন সরকারি অনুদান নিতে হলো? কারণ জানিয়ে খসরু বলেন, ‘নিজের টাকা দিয়ে অনেক ছবি বানিয়েছি। বেশ কিছু ছবি ব্যবসায়িক সাফল্য পায়নি। তবু আমি ছবি বানাতে চাই, সরকারের কাছ থেকে যদি কিছু পাওয়া যায়, তাহলে নিজে কিছু লগ্নি করে একটি ভিন্ন ধরনের গল্প নিয়ে কাজ করতে চাই। সেই ভাবনা থেকেই অলিকের সঙ্গে গল্প শেয়ার করি এবং অনুদানের জন্য চিত্রনাট্য তৈরি করি।’
সেপ্টেম্বরে জামালপুরে ছবির শুটিং শুরু হবে। স্থান নির্বাচনের এখন জামালপুরে আছেন নির্মাতা। গল্পের নায়ক পেশাদার নৌকাবাইচ খেলোয়াড়। শাকিবসহ আরও ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
নির্মাতা এস এ হক অলিক বলেন, ‘খসরু ভাইয়ের দীর্ঘদিনের ইচ্ছে ছিল ভিন্ন রকমের একটি গল্প নিয়ে ছবি করার। এক আড্ডায় তিনি দুই লাইনের একটা গল্প বলেন। গল্পটা আমার মাথায় গেঁথে যায়। এরপর খসরু ভাইয়ের সঙ্গে গল্পটা নিয়ে আরও বিস্তারিত আলাপ করে ‘গলুই’ দাঁড় করাই।’
পরিচালক জানান, গলুই মানে নৌকার গলুই। নৌকার সঙ্গে জীবন, জীবনের সঙ্গে সম্পর্ক, পরিবার, রাষ্ট্র ও সমাজব্যবস্থা মিলিয়ে একটা জীবনধারা। এর মধ্যে প্রেম, টানাপোড়েন, বন্ধন–পুরো ছবিটার মধ্যে থাকবে। সে জন্যই ছবির নাম গলুই। কারণ নৌকার এক প্রান্তে থাকে মাঝির আসন, অন্য প্রান্তে নিশানা। নিশানা যদি ঠিক না থাকে, তাহলে নৌকা এদিক-সেদিক করবে। জীবনটাও তাই। স্বামী-স্ত্রীর সম্পর্কে একজন যদি একটু এদিক-সেদিক হয়, সংসারটা ঠিকঠাক চলে না।
শোনা যাচ্ছে, ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী। তবে প্রযোজক বা পরিচালক এখনই সব কলাকুশলী নিয়ে কথা বলতে নারাজ। পরিচালক অলিক জানান, সেপ্টেম্বরে জামালপুরে ছবির শুটিং শুরু হবে। স্থান নির্বাচনের জন্য এখন জামালপুরে আছেন নির্মাতা এস এ হক অলিক। ছবির গল্পের নায়ক পেশাদার নৌকাবাইচ খেলোয়াড়। শাকিবসহ আরও ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
ছবিতে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন আজিজুল হাকিম ও ফজলুর রহমান বাবু। গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ প্রমুখ।
প্রথমবারের মতো সরকারি অনুদানের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। কথা চূড়ান্ত। প্রযোজক খোরশেদ আলম খসরু জানান, ‘অনেকেই মনে করেন, অনুদানের ছবি মানেই কম বাজেটের, টেলিভিশনে দেখানোই মূল উদ্দেশ্য। আমরা এমন ধারণার পরিবর্তন আনতে চাইছি। তাই ছবির নায়ক হিসেবে শাকিব খানকে নিয়েছি। বড় বাজেটের ছবি এটি।’
বাণিজ্যিক ছবির প্রযোজক হয়েও কেন সরকারি অনুদান নিতে হলো? কারণ জানিয়ে খসরু বলেন, ‘নিজের টাকা দিয়ে অনেক ছবি বানিয়েছি। বেশ কিছু ছবি ব্যবসায়িক সাফল্য পায়নি। তবু আমি ছবি বানাতে চাই, সরকারের কাছ থেকে যদি কিছু পাওয়া যায়, তাহলে নিজে কিছু লগ্নি করে একটি ভিন্ন ধরনের গল্প নিয়ে কাজ করতে চাই। সেই ভাবনা থেকেই অলিকের সঙ্গে গল্প শেয়ার করি এবং অনুদানের জন্য চিত্রনাট্য তৈরি করি।’
সেপ্টেম্বরে জামালপুরে ছবির শুটিং শুরু হবে। স্থান নির্বাচনের এখন জামালপুরে আছেন নির্মাতা। গল্পের নায়ক পেশাদার নৌকাবাইচ খেলোয়াড়। শাকিবসহ আরও ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
নির্মাতা এস এ হক অলিক বলেন, ‘খসরু ভাইয়ের দীর্ঘদিনের ইচ্ছে ছিল ভিন্ন রকমের একটি গল্প নিয়ে ছবি করার। এক আড্ডায় তিনি দুই লাইনের একটা গল্প বলেন। গল্পটা আমার মাথায় গেঁথে যায়। এরপর খসরু ভাইয়ের সঙ্গে গল্পটা নিয়ে আরও বিস্তারিত আলাপ করে ‘গলুই’ দাঁড় করাই।’
পরিচালক জানান, গলুই মানে নৌকার গলুই। নৌকার সঙ্গে জীবন, জীবনের সঙ্গে সম্পর্ক, পরিবার, রাষ্ট্র ও সমাজব্যবস্থা মিলিয়ে একটা জীবনধারা। এর মধ্যে প্রেম, টানাপোড়েন, বন্ধন–পুরো ছবিটার মধ্যে থাকবে। সে জন্যই ছবির নাম গলুই। কারণ নৌকার এক প্রান্তে থাকে মাঝির আসন, অন্য প্রান্তে নিশানা। নিশানা যদি ঠিক না থাকে, তাহলে নৌকা এদিক-সেদিক করবে। জীবনটাও তাই। স্বামী-স্ত্রীর সম্পর্কে একজন যদি একটু এদিক-সেদিক হয়, সংসারটা ঠিকঠাক চলে না।
শোনা যাচ্ছে, ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী। তবে প্রযোজক বা পরিচালক এখনই সব কলাকুশলী নিয়ে কথা বলতে নারাজ। পরিচালক অলিক জানান, সেপ্টেম্বরে জামালপুরে ছবির শুটিং শুরু হবে। স্থান নির্বাচনের জন্য এখন জামালপুরে আছেন নির্মাতা এস এ হক অলিক। ছবির গল্পের নায়ক পেশাদার নৌকাবাইচ খেলোয়াড়। শাকিবসহ আরও ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
ছবিতে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন আজিজুল হাকিম ও ফজলুর রহমান বাবু। গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ প্রমুখ।
ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় বর্মার প্রেমের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই ‘টক অব দ্য টাউন’। রেস্তোরাঁ থেকে সিনেমার পার্টি, সবখানেই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করছেন তামান্না-বিজয়। পাপারাজ্জিদের ক্যামেরার সামনেও কোনো রাখঢাক নেই তাদের! এবার প্রেম থেকে তা গড়াচ্ছে বিয়ের প্রণয়ে। এব
২০ মিনিট আগেভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ বাবা সিদ্দিকি নিহতের পর থেকে আবারও প্রাণ নাশের হুমকিতে বলিউড ভাইজান সালমান খান। বাড়িয়ে দেওয়া হয়েছে তাঁর নিরাপত্তা। কৃষ্ণসার হরিণ হত্যা অভিযোগে বিষ্ণোই গ্যাংয়ের এমন হুমকিতে সালমান। যেতে হয়েছিল হাজতেও। এরই মধ্যে বিগ বসের এক অংশগ্রহণকারীকে শিক্ষা দিতে থানায় আটকের...
২ ঘণ্টা আগেঢাকাই সিনেমায় দুই যুগের ক্যারিয়ার শাকিব খানের। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ক্রিকেটের সঙ্গে। শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান দল কিনেছে বিপিএলে। দলের নাম ঢাকা ক্যাপিটালস। শাকিবের ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ খেলবেন দেশের শোবিজ তারকারা। এমনটাই জানালেন শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান...
৫ ঘণ্টা আগে‘মুভিং বাংলাদেশ’ নামের সিনেমার জন্য বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ফান্ডিং পেয়েছেন নুহাশ হুমায়ূন। সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছিল সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়। সম্প্রতি জানা গেছে, সিনেমাটির সঙ্গে আর যুক্ত থাকছে না সরকার। বাতিল করা হয়েছে মুভিং বাংলাদেশ সিনেমার জন্য ৫০ লাখ...
৫ ঘণ্টা আগে