Ajker Patrika

প্রযোজনায় নামলেন মাহি, চমকও দেখালেন

বিনোদন প্রতিবেদক
আপডেট : ০৭ মে ২০২১, ২১: ৩৮
প্রযোজনায় নামলেন মাহি, চমকও দেখালেন

ঢাকা: বছর পাঁচেক আগে মাহিয়া মাহি ঘোষণা দিয়েছিলেন, ‘স্করপিওন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান খুলবেন। ওই সময় ‘নিয়তি’ সিনেমাটি প্রযোজনা করার কথা ছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত মাহিরই ওই সিনেমায় অভিনয় করা হয়নি। ফলে প্রযোজনার পরিকল্পনা থমকে গিয়েছিল সেখানেই।

এতদিন পর এসে অনেকটা নীরবে নিজের প্রযোজনায় একটি ওয়েব কনটেন্ট বানিয়ে ফেললেন মাহি। নাম ‘এইডা কপাল’। ত্রিশ মিনিট দৈর্ঘ্যের কনটেন্টটি নির্মাণ করেছেন রায়হান রাফি। বৃহস্পতিবার সন্ধ্যায় এর টিজার প্রকাশ হয়েছেন অনলাইনে। গতবছর হয়েছে শুটিং।

মাহিয়া মাহি বলছেন, ‘এক রাতের গল্প এটি। এক রাতেই শুট হয়েছে। একটা বেপরোয়া মেয়ে ও তার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে এই কনটেন্টটি।’

মাহিয়া মাহি। ছবি: ইনস্টাগ্রামহঠাৎ প্রযোজনা করা প্রসঙ্গে মাহি বলেন, ‘আমি যে প্রযোজনা করেছি এটা বলতে আমার লজ্জা লাগে। তাছাড়া আমার কোনো প্রযোজনা প্রতিষ্ঠান নেই। তারপরও প্রযোজনা করেছি। হঠাৎ করে মনে হলো প্রযোজনা করব, করে ফেললাম।’

এর শুটিংয়ের কিছু স্মৃতি শেয়ার করে মাহি বলেন, ‘যখন সিদ্ধান্ত নিলাম যে আমরা শুটে যাব, তখন থেকে টানা বৃষ্টি। কাজ আর হচ্ছে না। কিন্তু কয়েকদিন পর যখন আমি শুটিং শুরু করলাম, তখন ঠিকই বৃষ্টি থেমে গেল। বিষয়টা এখনও মনে আছে।’

কনটেন্টটি কোথায় মুক্তি পাবে জানতে চাইলে বলেন, ‘এটি ঈদ উপলক্ষ্যে আমাদের উপহার। আমরা একটা বছর এটা আটকে রেখেছিলাম। এটা দর্শকরা ইউটিউবেই দেখতে পাবেন। কোনো অ্যাপে এটি যাচ্ছে না।’

দেখুন মাহি প্রযোজিত ‘এইডা কপাল’ এর টিজার:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত