বিনোদন প্রতিবেদক
ঢাকা: বছর পাঁচেক আগে মাহিয়া মাহি ঘোষণা দিয়েছিলেন, ‘স্করপিওন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান খুলবেন। ওই সময় ‘নিয়তি’ সিনেমাটি প্রযোজনা করার কথা ছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত মাহিরই ওই সিনেমায় অভিনয় করা হয়নি। ফলে প্রযোজনার পরিকল্পনা থমকে গিয়েছিল সেখানেই।
এতদিন পর এসে অনেকটা নীরবে নিজের প্রযোজনায় একটি ওয়েব কনটেন্ট বানিয়ে ফেললেন মাহি। নাম ‘এইডা কপাল’। ত্রিশ মিনিট দৈর্ঘ্যের কনটেন্টটি নির্মাণ করেছেন রায়হান রাফি। বৃহস্পতিবার সন্ধ্যায় এর টিজার প্রকাশ হয়েছেন অনলাইনে। গতবছর হয়েছে শুটিং।
মাহিয়া মাহি বলছেন, ‘এক রাতের গল্প এটি। এক রাতেই শুট হয়েছে। একটা বেপরোয়া মেয়ে ও তার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে এই কনটেন্টটি।’
হঠাৎ প্রযোজনা করা প্রসঙ্গে মাহি বলেন, ‘আমি যে প্রযোজনা করেছি এটা বলতে আমার লজ্জা লাগে। তাছাড়া আমার কোনো প্রযোজনা প্রতিষ্ঠান নেই। তারপরও প্রযোজনা করেছি। হঠাৎ করে মনে হলো প্রযোজনা করব, করে ফেললাম।’
এর শুটিংয়ের কিছু স্মৃতি শেয়ার করে মাহি বলেন, ‘যখন সিদ্ধান্ত নিলাম যে আমরা শুটে যাব, তখন থেকে টানা বৃষ্টি। কাজ আর হচ্ছে না। কিন্তু কয়েকদিন পর যখন আমি শুটিং শুরু করলাম, তখন ঠিকই বৃষ্টি থেমে গেল। বিষয়টা এখনও মনে আছে।’
কনটেন্টটি কোথায় মুক্তি পাবে জানতে চাইলে বলেন, ‘এটি ঈদ উপলক্ষ্যে আমাদের উপহার। আমরা একটা বছর এটা আটকে রেখেছিলাম। এটা দর্শকরা ইউটিউবেই দেখতে পাবেন। কোনো অ্যাপে এটি যাচ্ছে না।’
দেখুন মাহি প্রযোজিত ‘এইডা কপাল’ এর টিজার:
ঢাকা: বছর পাঁচেক আগে মাহিয়া মাহি ঘোষণা দিয়েছিলেন, ‘স্করপিওন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান খুলবেন। ওই সময় ‘নিয়তি’ সিনেমাটি প্রযোজনা করার কথা ছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত মাহিরই ওই সিনেমায় অভিনয় করা হয়নি। ফলে প্রযোজনার পরিকল্পনা থমকে গিয়েছিল সেখানেই।
এতদিন পর এসে অনেকটা নীরবে নিজের প্রযোজনায় একটি ওয়েব কনটেন্ট বানিয়ে ফেললেন মাহি। নাম ‘এইডা কপাল’। ত্রিশ মিনিট দৈর্ঘ্যের কনটেন্টটি নির্মাণ করেছেন রায়হান রাফি। বৃহস্পতিবার সন্ধ্যায় এর টিজার প্রকাশ হয়েছেন অনলাইনে। গতবছর হয়েছে শুটিং।
মাহিয়া মাহি বলছেন, ‘এক রাতের গল্প এটি। এক রাতেই শুট হয়েছে। একটা বেপরোয়া মেয়ে ও তার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে এই কনটেন্টটি।’
হঠাৎ প্রযোজনা করা প্রসঙ্গে মাহি বলেন, ‘আমি যে প্রযোজনা করেছি এটা বলতে আমার লজ্জা লাগে। তাছাড়া আমার কোনো প্রযোজনা প্রতিষ্ঠান নেই। তারপরও প্রযোজনা করেছি। হঠাৎ করে মনে হলো প্রযোজনা করব, করে ফেললাম।’
এর শুটিংয়ের কিছু স্মৃতি শেয়ার করে মাহি বলেন, ‘যখন সিদ্ধান্ত নিলাম যে আমরা শুটে যাব, তখন থেকে টানা বৃষ্টি। কাজ আর হচ্ছে না। কিন্তু কয়েকদিন পর যখন আমি শুটিং শুরু করলাম, তখন ঠিকই বৃষ্টি থেমে গেল। বিষয়টা এখনও মনে আছে।’
কনটেন্টটি কোথায় মুক্তি পাবে জানতে চাইলে বলেন, ‘এটি ঈদ উপলক্ষ্যে আমাদের উপহার। আমরা একটা বছর এটা আটকে রেখেছিলাম। এটা দর্শকরা ইউটিউবেই দেখতে পাবেন। কোনো অ্যাপে এটি যাচ্ছে না।’
দেখুন মাহি প্রযোজিত ‘এইডা কপাল’ এর টিজার:
বাংলা পপগানের পথিকৃৎ আজম খান। বাংলাদেশের পপসংগীতের ‘গুরু’ বলা হয় তাঁকে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মৃত্যুর ১৩ বছর পর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আজম খান। এমন খবরে খুশি তাঁর পরিবারের সদস্যরা। তবে বেঁচে থাকতে এই সম্মান পেলে পরিবারের আনন্দটা দ্বিগুণ হতো বলে জানান আজম খানের মেয়
২ ঘণ্টা আগেশিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। ১৭ বছর ধরে প্রতি ঈদে এই সিরিজ নিয়ে তৈরি হয় ধারাবাহিক নাটক। এবার রোজার ঈদ উপলক্ষেও নির্মিত হয়েছে ছোটকাকু। তবে এবারের আয়োজনটা আরও বড়। নির্মাতারা এর নাম দিয়েছেন ‘ছোটকাকু চ্যাপ্টার টু’। ওয়েব ফিল্ম আকারে নির্মাণ হলেও প্রচার হতে পারে সিরিজ আকারেও।
২ ঘণ্টা আগেবলিউডের বহুল প্রতীক্ষিত সিকুয়েল সিনেমাগুলোর অন্যতম ‘ডন থ্রি’। অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের পর এবার ডন চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। গত বছরের শুরুতে জানা গিয়েছিল, সিনেমায় রণবীরের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আদভানি। এক বছর পর শোনা যাচ্ছে, ডন থ্রি করবেন না কিয়ারা। ইতিমধ্যে এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন
২ ঘণ্টা আগেআজ মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে কুকিং রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী সিজন ৮’। অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। সারা দেশ থেকে রান্নার প্রতিভা খুঁজে আনতে অষ্টমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে স্কয়ার গ্রুপের মসলার ব্র্যান্ড ‘রাঁধুনী’।
২ ঘণ্টা আগে