বিনোদন প্রতিবেদক, ঢাকা
ছোট পর্দায় জনপ্রিয়তা পাওয়ার পর তাসনিয়া ফারিণের বড় পর্দায় অভিষেকের সম্ভাবনা জোরালো হচ্ছিল ক্রমেই। বছরখানেক আগে তিনি জানিয়েছিলেন, নিজেকে পুরোপুরি প্রস্তুত করে তারপর সিনেমায় অভিনয় করতে চান। এতদিনে নিজেকে প্রস্তুত করেছেন ফারিণ। নাম লিখিয়েছেন সিনেমায়। কলকাতার সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে তাঁর। আর এই সিনেমার শুটিংয়ের সুবাদে প্রথমবার লন্ডনে গেছেন ফারিণ। ‘আরও এক পৃথিবী’ নামের সিনেমাটি পরিচালনা করছেন কলকাতার অতনু ঘোষ, যিনি এর আগে জয়া আহসানকে নিয়ে ‘রবিবার’ ও ‘বিনিসুতোয়’ বানিয়েছেন। অতনুর সিনেমা দিয়ে ভারতে একাধিক পুরস্কারও জিতেছেন জয়া।
১৯ মে থেকে লন্ডনে শুরু হয়েছে ফারিণের ‘আরও এক পৃথিবী’ সিনেমার শুটিং। শুটিংয়ে অংশ নিতে ১৭ মে ঢাকা ছেড়েছেন তিনি। ফারিণ ছাড়া এ সিনেমায় আরও অভিনয় করছেন কৌশিক গাঙ্গুলি, অনিন্দিতা বসু, সাহেব ভট্টাচার্য প্রমুখ।
নতুন জায়গা, নতুন টিম এবং নিজের চরিত্র নিয়ে উচ্ছ্বসিত ফারিণ। জানালেন, কাজ করতে গিয়ে মনেই হচ্ছে না যে নতুন টিমের সঙ্গে কাজ করছেন। ফারিণ বলেন, ‘বেশ পেশাদারভাবে কাজটি হচ্ছে। খুব উপভোগ করছি।’
জানা গেছে, লন্ডন, পূর্ব লন্ডন, পশ্চিম লন্ডনের ইলিং, হিথরোসহ বিভিন্ন জায়গায় শুটিং হচ্ছে সিনেমাটির। টানা ১১ জুন পর্যন্ত শুটিং হয়ে সিনেমার কাজ শেষ হবে। ঠিকঠাকমতো শুটিং শেষ হলে আগামী ১২ বা ১৩ জুন দেশে ফেরার কথা আছে ফারিণের। কলকাতায়ও তিন দিন শুটিং হওয়ার কথা। তারপর এই সিনেমার ক্যামেরা ক্লোজ হবে।
টানা শুটিংয়ের মধ্যে ২৩ মে শুটিং বন্ধ ছিল। ওই দিন লন্ডন শহরে ঘুরতে বের হয়েছিলেন ফারিণ। ব্রিটিশ মিউজিয়াম, অক্সফোর্ডসহ লন্ডনের বিভিন্ন জায়গা ঘুরেছেন। থিয়েটার হলে গিয়ে অপেরা দেখেছেন। ফারিণ বলেন, ‘শুটিংয়ের চাপে বেড়ানোর সময় নাই। এক দিন ছুটি পেয়েছিলাম। পুরো দিন অনেক জায়গায় ঘুরেছি। মাজেস্টিজ থিয়েটার হলে প্যানথম অব দ্য অপেরা শো দেখতে গিয়েছিলাম। মনে হচ্ছিল লাইভ সিনেমা দেখছি। এত সুন্দর!’
‘আরও এক পৃথিবী’ সিনেমায় ফারিণ অভিনয় করছেন প্রতীক্ষা চরিত্রে। মাত্র ১১ বছর বয়স থেকে মেয়েটি আশ্রয়হীন। একটু আশ্রয়ের খোঁজে একটি সম্পর্কের সূত্র ধরে পৌঁছে যায় লন্ডনে। সেখানেও তাকে মুখোমুখি হতে হয় কঠিন পরিস্থিতির।
গত মাসে কলকাতা সফরে গিয়েছিলেন ফারিণ। তখনই সিনেমার বিষয়ে আলাপ চূড়ান্ত করেন তিনি। ফারিণ বলেন, ‘আমার “লেডিস অ্যান্ড জেন্টেলম্যান” সিরিজটা অতনুদা দেখেছিলেন। এই কাজটা দেখার পর উনি আমাকে নিয়ে কাজ করতে চাচ্ছিলেন। অতনুদার কাস্টিং ডিরেক্টর আমার সঙ্গে যোগাযোগ করেন।’
পরিচালক অতনু ঘোষ জানিয়েছেন, ট্যামসেন কোর্টনের লেখা ‘ফোর ফিট আন্ডার’ বইয়ে ৩০-৩৫ জন আশ্রয়হীন মানুষের গল্প আছে। ‘আরও এক পৃথিবী’ সিনেমার সূত্র সেই বই। এসকে মুভিজ প্রযোজিত সিনেমাটি এ বছরের শেষ দিকে মুক্তি পাবে।
তাসনিয়া ফারিণ সম্পর্কিত আরও পড়ুন:
ছোট পর্দায় জনপ্রিয়তা পাওয়ার পর তাসনিয়া ফারিণের বড় পর্দায় অভিষেকের সম্ভাবনা জোরালো হচ্ছিল ক্রমেই। বছরখানেক আগে তিনি জানিয়েছিলেন, নিজেকে পুরোপুরি প্রস্তুত করে তারপর সিনেমায় অভিনয় করতে চান। এতদিনে নিজেকে প্রস্তুত করেছেন ফারিণ। নাম লিখিয়েছেন সিনেমায়। কলকাতার সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে তাঁর। আর এই সিনেমার শুটিংয়ের সুবাদে প্রথমবার লন্ডনে গেছেন ফারিণ। ‘আরও এক পৃথিবী’ নামের সিনেমাটি পরিচালনা করছেন কলকাতার অতনু ঘোষ, যিনি এর আগে জয়া আহসানকে নিয়ে ‘রবিবার’ ও ‘বিনিসুতোয়’ বানিয়েছেন। অতনুর সিনেমা দিয়ে ভারতে একাধিক পুরস্কারও জিতেছেন জয়া।
১৯ মে থেকে লন্ডনে শুরু হয়েছে ফারিণের ‘আরও এক পৃথিবী’ সিনেমার শুটিং। শুটিংয়ে অংশ নিতে ১৭ মে ঢাকা ছেড়েছেন তিনি। ফারিণ ছাড়া এ সিনেমায় আরও অভিনয় করছেন কৌশিক গাঙ্গুলি, অনিন্দিতা বসু, সাহেব ভট্টাচার্য প্রমুখ।
নতুন জায়গা, নতুন টিম এবং নিজের চরিত্র নিয়ে উচ্ছ্বসিত ফারিণ। জানালেন, কাজ করতে গিয়ে মনেই হচ্ছে না যে নতুন টিমের সঙ্গে কাজ করছেন। ফারিণ বলেন, ‘বেশ পেশাদারভাবে কাজটি হচ্ছে। খুব উপভোগ করছি।’
জানা গেছে, লন্ডন, পূর্ব লন্ডন, পশ্চিম লন্ডনের ইলিং, হিথরোসহ বিভিন্ন জায়গায় শুটিং হচ্ছে সিনেমাটির। টানা ১১ জুন পর্যন্ত শুটিং হয়ে সিনেমার কাজ শেষ হবে। ঠিকঠাকমতো শুটিং শেষ হলে আগামী ১২ বা ১৩ জুন দেশে ফেরার কথা আছে ফারিণের। কলকাতায়ও তিন দিন শুটিং হওয়ার কথা। তারপর এই সিনেমার ক্যামেরা ক্লোজ হবে।
টানা শুটিংয়ের মধ্যে ২৩ মে শুটিং বন্ধ ছিল। ওই দিন লন্ডন শহরে ঘুরতে বের হয়েছিলেন ফারিণ। ব্রিটিশ মিউজিয়াম, অক্সফোর্ডসহ লন্ডনের বিভিন্ন জায়গা ঘুরেছেন। থিয়েটার হলে গিয়ে অপেরা দেখেছেন। ফারিণ বলেন, ‘শুটিংয়ের চাপে বেড়ানোর সময় নাই। এক দিন ছুটি পেয়েছিলাম। পুরো দিন অনেক জায়গায় ঘুরেছি। মাজেস্টিজ থিয়েটার হলে প্যানথম অব দ্য অপেরা শো দেখতে গিয়েছিলাম। মনে হচ্ছিল লাইভ সিনেমা দেখছি। এত সুন্দর!’
‘আরও এক পৃথিবী’ সিনেমায় ফারিণ অভিনয় করছেন প্রতীক্ষা চরিত্রে। মাত্র ১১ বছর বয়স থেকে মেয়েটি আশ্রয়হীন। একটু আশ্রয়ের খোঁজে একটি সম্পর্কের সূত্র ধরে পৌঁছে যায় লন্ডনে। সেখানেও তাকে মুখোমুখি হতে হয় কঠিন পরিস্থিতির।
গত মাসে কলকাতা সফরে গিয়েছিলেন ফারিণ। তখনই সিনেমার বিষয়ে আলাপ চূড়ান্ত করেন তিনি। ফারিণ বলেন, ‘আমার “লেডিস অ্যান্ড জেন্টেলম্যান” সিরিজটা অতনুদা দেখেছিলেন। এই কাজটা দেখার পর উনি আমাকে নিয়ে কাজ করতে চাচ্ছিলেন। অতনুদার কাস্টিং ডিরেক্টর আমার সঙ্গে যোগাযোগ করেন।’
পরিচালক অতনু ঘোষ জানিয়েছেন, ট্যামসেন কোর্টনের লেখা ‘ফোর ফিট আন্ডার’ বইয়ে ৩০-৩৫ জন আশ্রয়হীন মানুষের গল্প আছে। ‘আরও এক পৃথিবী’ সিনেমার সূত্র সেই বই। এসকে মুভিজ প্রযোজিত সিনেমাটি এ বছরের শেষ দিকে মুক্তি পাবে।
তাসনিয়া ফারিণ সম্পর্কিত আরও পড়ুন:
বাংলাদেশের প্রথম ম্রো ভাষায় নির্মিত সিনেমা ‘কিওরি পেক্রা উও’, ইংরেজিতে ‘ডিয়ার মাদার’। সিনেমাটি এবার পা রাখতে চলেছে বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ৫ মার্চ কেমব্রিজ স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ইনডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ কেমব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং...
১ ঘণ্টা আগেআসন্ন রোজার ঈদে এনটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘খুচরা পাপী’। জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ‘পাইরেসি’ নাটকের পর দীর্ঘ এক যুগ পরে জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় অভিনয় করলেন মোশাররফ। ‘প্রাইভেট জামাই’ নাটকের পর আলমের নির্দেশনায় তানিয়া অভিনয় করলেন তিন বছর পর
১ ঘণ্টা আগে‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’ স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদল উদ্যাপন করবে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে এক দিন আগে ৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দলটি আয়োজন করেছে সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনীর।
১ ঘণ্টা আগেএকজন মানুষের মৌলিক চাহিদা কী কী? ভারতীয় সিনেমা আমাদের শিখিয়েছে ‘রুটি, কাপড় আর ঘর’। তবে বিষয়টি যদি মিকা সিংয়ের বেলায় হয়, তাহলে হিন্দি সিনেমার সংলাপটি কিছুটা বদলে হবে ‘রুটি, কাপড় আর ৯৯টি বাড়ি’। শুনতে কিছুটা অবাক লাগলেও এটাই সত্য। ৯৯টি বিলাসবহুল বাড়ির মালিক মিকা সিং। পিঙ্কভিলার সঙ্গে সম্প্রতি...
২ ঘণ্টা আগে