বিনোদন প্রতিবেদক, ঢাকা
সিনেমা মুক্তির পর হলে হলে ঘুরতে দেখা যায় নায়ক-নায়িকাদের। তবে এক্ষেত্রে ব্যতিক্রম শাকিব খান। তাঁর কোনো সিনেমা মুক্তির পর প্রচারের জন্য হল ভিজিট করেন না তিনি। গত শুক্রবার মুক্তি পাওয়া দরদ সিনেমার ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। সিনেমাটির অন্যান্য শিল্পীরা হলে হলে ঘুরলেও, ছিলেন না শাকিব। কেন তিনি যান না সিনেমা হলে, জানালেন সে কারণ।
হলে গেলে দর্শকেরা সিনেমা দেখা বাদ দিয়ে নাকি তাঁর দিকে তাকিয়ে থাকে! সিনেমা মুক্তির পর হলে না যাওয়ার কারণ হিসেবে এমনটাই জানালেন চিত্রনায়ক শাকিব। আজ ‘টাইলক্স হাইজেনিক আবাস’ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শাকিব খান বলেন, ‘আমি সাধারণত সিনেমা হলে যাই না। কারণ হলে গেলে দেখি, সামনে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার তখন মনে হয়, সিন তো মিস করে ফেলল। এই জায়গায় তো আমি ফাটিয়ে এক্সপ্রেশন দিয়েছি। তখন চিৎকার করতে বলতে মনে চায়, ‘‘আমার দিকে কি? সামনে দেখ’’। এমন অবস্থা দেখে আর হলে যাওয়া হয় না। তবে দরদ দেখতে যাব। সবসময় চেষ্টা করি সবার শেষে গিয়ে কোণায় গিয়ে দাঁড়িয়ে থাকার। আর মানুষের দিকে তাকিয়ে তাদের এক্সপ্রেশন দেখার।’
বিশ্ব টয়লেট দিবসের প্রতিপাদ্য ‘আ প্লেস ফর পিস’কে সামনে রেখে এই অনুষ্ঠান থেকে টাইলক্সের পক্ষ থেকে উদ্বোধন করা হয় টাইলক্স হাইজেনিক আবাস ক্যাম্পেইন। ‘দুস্থ মানুষের টয়লেট নির্মাণে পাশে থাকুন টাইলক্স কিনে’ স্লোগান নিয়ে, এই ক্যাম্পেইনটির মাধ্যমে পুরো নভেম্বর মাসজুড়ে প্রতিটি টাইলক্স টয়লেট ক্লিনার বিক্রির টাকা থেকে ১০ টাকা দেওয়া হবে সারাদেশে সুবিধাবঞ্চিত মানুষের জন্য হাইজেনিক টয়লেট নির্মাণের কাজে।
সিনেমা মুক্তির পর হলে হলে ঘুরতে দেখা যায় নায়ক-নায়িকাদের। তবে এক্ষেত্রে ব্যতিক্রম শাকিব খান। তাঁর কোনো সিনেমা মুক্তির পর প্রচারের জন্য হল ভিজিট করেন না তিনি। গত শুক্রবার মুক্তি পাওয়া দরদ সিনেমার ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। সিনেমাটির অন্যান্য শিল্পীরা হলে হলে ঘুরলেও, ছিলেন না শাকিব। কেন তিনি যান না সিনেমা হলে, জানালেন সে কারণ।
হলে গেলে দর্শকেরা সিনেমা দেখা বাদ দিয়ে নাকি তাঁর দিকে তাকিয়ে থাকে! সিনেমা মুক্তির পর হলে না যাওয়ার কারণ হিসেবে এমনটাই জানালেন চিত্রনায়ক শাকিব। আজ ‘টাইলক্স হাইজেনিক আবাস’ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শাকিব খান বলেন, ‘আমি সাধারণত সিনেমা হলে যাই না। কারণ হলে গেলে দেখি, সামনে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার তখন মনে হয়, সিন তো মিস করে ফেলল। এই জায়গায় তো আমি ফাটিয়ে এক্সপ্রেশন দিয়েছি। তখন চিৎকার করতে বলতে মনে চায়, ‘‘আমার দিকে কি? সামনে দেখ’’। এমন অবস্থা দেখে আর হলে যাওয়া হয় না। তবে দরদ দেখতে যাব। সবসময় চেষ্টা করি সবার শেষে গিয়ে কোণায় গিয়ে দাঁড়িয়ে থাকার। আর মানুষের দিকে তাকিয়ে তাদের এক্সপ্রেশন দেখার।’
বিশ্ব টয়লেট দিবসের প্রতিপাদ্য ‘আ প্লেস ফর পিস’কে সামনে রেখে এই অনুষ্ঠান থেকে টাইলক্সের পক্ষ থেকে উদ্বোধন করা হয় টাইলক্স হাইজেনিক আবাস ক্যাম্পেইন। ‘দুস্থ মানুষের টয়লেট নির্মাণে পাশে থাকুন টাইলক্স কিনে’ স্লোগান নিয়ে, এই ক্যাম্পেইনটির মাধ্যমে পুরো নভেম্বর মাসজুড়ে প্রতিটি টাইলক্স টয়লেট ক্লিনার বিক্রির টাকা থেকে ১০ টাকা দেওয়া হবে সারাদেশে সুবিধাবঞ্চিত মানুষের জন্য হাইজেনিক টয়লেট নির্মাণের কাজে।
ফিলিস্তিনে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নির্বিচারে হামলা চালানো হচ্ছে দেশটির অবরুদ্ধ গাজা শহরে। লাশের সারি, আহতদের চিৎকারে ভারী আকাশ-বাতাস। গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্বমানবতা। দেশের শোবিজ তারকারাও প্রার্থনা করছেন ফিলিস্তিনিদের জন্য।
৩ ঘণ্টা আগেগল্প চুরির অভিযোগ উঠেছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ সিনেমার বিরুদ্ধে। আরবি ভাষায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘বোরকা সিটি’র গল্প, একাধিক দৃশ্য ও চরিত্রের সঙ্গে লাপাতা লেডিসের মিল পাওয়া গেছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বানিয়েছিলেন ফরাসি পরিচালক ফ্যাব্রিস ব্র্যাক। তিনি জানিয়েছেন, দুটি সিনেমা
১৫ ঘণ্টা আগেশনিবার মধ্যরাতে ভারতীয় সিনেমাটোগ্রাফার শৈলেশ আওয়াস্থি দাবি করলেন ‘বরবাদ’ সিনেমার সিনেমাটোগ্রাফি তাঁর করা, অথচ ক্রেডিট লাইনে রয়েছে বাংলাদেশের রাজু রাজের নাম। এই ঘটনায় মেহেদী হাসান হৃদয়ের ফেসবুক পোস্টের কমেন্ট ঘরে নিজের রাগ উগরে দেন শৈলেশ। আজ দুপুরে শৈলেশ জানিয়েছেন, পরিচালকের সঙ্গে তাঁর সমঝোতা হয়েছে।
১৫ ঘণ্টা আগেভারতের অন্যতম পুরোনো টিভি সিরিয়াল ‘সিআইডি’। ১৯৯৮ সালে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে শুরু হয় এই ক্রাইম ফিকশনের প্রচার। এ সিরিয়ালের মূল চরিত্র এসিপি প্রদ্যুমান। শুরু থেকেই এ চরিত্রে অভিনয় করছেন শিবাজি সত্যম। তবে হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো তাঁকে। জানা গেছে, সিআইডির নতুন পর্বে মৃত্যু হবে এসিপি...
১৫ ঘণ্টা আগে