বিনোদন প্রতিবেদক
ঢাকা: টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। নানি সুচিত্রা ও মা মুনুমনের খ্যাতির বাইরে গিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আপন আলোয়। বেশ কিছু ব্যতিক্রমী চরিত্রে তিনি মুগ্ধ করেছেন বাংলা সিনেমার দর্শক। গেল কয়েক বছর ধরেই তার প্রেম ও বিয়ে নিয়ে মুখরোচক নানা সংবাদ বেরিয়েছে গণমাধ্যমে। তবে এবার তিনি আলোচনায় খোলামেলা ছবি নিয়ে।
ক্যামেরা নিয়ে আলোচনায় কলকাতার ফটোগ্রাফার তথাগত ঘোষ। সুন্দরী নায়িকারা তাঁর ক্যামেরা সঙ্গিনী। কিছু দিন আগেই বিকিনি পোশাকে প্রিয়াংকা সরকার ধরা দিয়েছিলেন এই চিত্রগ্রাহকের ক্যামেরায়। প্রিয়াংকার সেসব ছবি মুহূর্তেই ভাইরাল। নির্বাচন শেষ হতেই সাংসদ নুসরাতকে সাহসী পোশাকে দেখা গিয়েছিল তাও এই তথাগতর ক্যামেরাতেই। গেল কয়েকদিন ধরে আলোচনা চলছে রাইমা সেনকে নিয়ে। এই ছবিও তুলেছেন তথাগত। প্রিয়াংকা-তথাগতর ‘বিশেষ রসায়ন’ অনেক দিন ধরেই আলোচনার বিষয়। তবে এই মুহূর্তে সকল আলোচনাকে ছাপিয়ে রাইমার মন্তব্য। একহাত নিয়েছেন সমালোচনাকারীদের। তথাগতর ক্যামেরায় রাইমার ২ ছবি তুমুল আলোড়ন তুলেছিল। একটিতে তিনি শুধুই সাদা টি-শার্ট পরা। আরেকটিতে সুচিত্রা সেনের নাতনি যেন ‘মৎস্য কন্যা’। ৪১ বছর বয়সে রাইমার এই সাহসী পোষাকে ফটোশ্যুট নিয়ে চলছে বিতর্ক। নোংরা অশ্লীল কটাক্ষেরও মুখে পড়েছেন রাইমা। তিনিও চুপ থাকার পাত্রী নন, টপলেস হতে তিনি যে একটুও লজ্জা পান না সেটা জানিয়ে দিয়েছেন।
রাইমা বললেন, ‘মানুষের শালীনতা বোধে আঘাত দেওয়া ছবি তুলতে আমার কোনও অসুবিধা নেই। কারণ আমি লজ্জা পাই না।’ তা ছাড়া তিনি মনে করেন, ছবিগুলি ততটাও ‘সাহসী’ নয়। জানালেন, এর থেকে অনেক বেশি খোলামেলা পোশাকে ছবি তুলেছেন তিনি। এটা তাঁর কাছে কিছুই নয়।
চল্লিশ পেরিয়ে আজও সিঙ্গেল তিনি। ব্যস্ত রয়েছেন কাজ নিয়ে। সম্প্রতি অ্যামাজন প্রাইমের ‘দ্য লাস্ট আওয়ার’ সিরিজে কাজ করেছেন, শীঘ্রই আনুশকা শর্মা প্রযোজিত ছবি ‘মাই’ -তেও অভিনয় করতে দেখা যাবে তাঁকে। কলকাতার ওটিটি প্ল্যাটফর্মে রাইমাকে শেষ দেখা গিয়েছে ‘হ্যালো ৩’ তে। চলতি বছরের শুরুতেই মুক্তি পেয়েছে হইচই-এর সিরিজ।
ঢাকা: টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। নানি সুচিত্রা ও মা মুনুমনের খ্যাতির বাইরে গিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আপন আলোয়। বেশ কিছু ব্যতিক্রমী চরিত্রে তিনি মুগ্ধ করেছেন বাংলা সিনেমার দর্শক। গেল কয়েক বছর ধরেই তার প্রেম ও বিয়ে নিয়ে মুখরোচক নানা সংবাদ বেরিয়েছে গণমাধ্যমে। তবে এবার তিনি আলোচনায় খোলামেলা ছবি নিয়ে।
ক্যামেরা নিয়ে আলোচনায় কলকাতার ফটোগ্রাফার তথাগত ঘোষ। সুন্দরী নায়িকারা তাঁর ক্যামেরা সঙ্গিনী। কিছু দিন আগেই বিকিনি পোশাকে প্রিয়াংকা সরকার ধরা দিয়েছিলেন এই চিত্রগ্রাহকের ক্যামেরায়। প্রিয়াংকার সেসব ছবি মুহূর্তেই ভাইরাল। নির্বাচন শেষ হতেই সাংসদ নুসরাতকে সাহসী পোশাকে দেখা গিয়েছিল তাও এই তথাগতর ক্যামেরাতেই। গেল কয়েকদিন ধরে আলোচনা চলছে রাইমা সেনকে নিয়ে। এই ছবিও তুলেছেন তথাগত। প্রিয়াংকা-তথাগতর ‘বিশেষ রসায়ন’ অনেক দিন ধরেই আলোচনার বিষয়। তবে এই মুহূর্তে সকল আলোচনাকে ছাপিয়ে রাইমার মন্তব্য। একহাত নিয়েছেন সমালোচনাকারীদের। তথাগতর ক্যামেরায় রাইমার ২ ছবি তুমুল আলোড়ন তুলেছিল। একটিতে তিনি শুধুই সাদা টি-শার্ট পরা। আরেকটিতে সুচিত্রা সেনের নাতনি যেন ‘মৎস্য কন্যা’। ৪১ বছর বয়সে রাইমার এই সাহসী পোষাকে ফটোশ্যুট নিয়ে চলছে বিতর্ক। নোংরা অশ্লীল কটাক্ষেরও মুখে পড়েছেন রাইমা। তিনিও চুপ থাকার পাত্রী নন, টপলেস হতে তিনি যে একটুও লজ্জা পান না সেটা জানিয়ে দিয়েছেন।
রাইমা বললেন, ‘মানুষের শালীনতা বোধে আঘাত দেওয়া ছবি তুলতে আমার কোনও অসুবিধা নেই। কারণ আমি লজ্জা পাই না।’ তা ছাড়া তিনি মনে করেন, ছবিগুলি ততটাও ‘সাহসী’ নয়। জানালেন, এর থেকে অনেক বেশি খোলামেলা পোশাকে ছবি তুলেছেন তিনি। এটা তাঁর কাছে কিছুই নয়।
চল্লিশ পেরিয়ে আজও সিঙ্গেল তিনি। ব্যস্ত রয়েছেন কাজ নিয়ে। সম্প্রতি অ্যামাজন প্রাইমের ‘দ্য লাস্ট আওয়ার’ সিরিজে কাজ করেছেন, শীঘ্রই আনুশকা শর্মা প্রযোজিত ছবি ‘মাই’ -তেও অভিনয় করতে দেখা যাবে তাঁকে। কলকাতার ওটিটি প্ল্যাটফর্মে রাইমাকে শেষ দেখা গিয়েছে ‘হ্যালো ৩’ তে। চলতি বছরের শুরুতেই মুক্তি পেয়েছে হইচই-এর সিরিজ।
আমেরিকার বিখ্যাত টিভি সিরিজ ‘বেওয়াচ’ এর অভিনেত্রী পামেলা বাক মারা গেছেন। ৬২ বছর বয়সী এই অভিনেত্রীকে তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে মৃত উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে-নিজের মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেছেন। পামেলা বাক হলিউড অভিনেতা ডেভিড হাসেলহফের স্ত্রী...
৪ ঘণ্টা আগেপ্রতিবছর সিনেমা নির্মাণের জন্য অনুদান দেওয়া হলেও নির্দিষ্ট সময়ে শেষ হয় না বেশির ভাগ সিনেমার কাজ। নির্মাতারা অভিযোগ করেন, সিনেমা নির্মাণের জন্য যে সময় বেঁধে দেয় সরকার, তা যথেষ্ট নয়। সে কারণে সময়মতো সিনেমা মুক্তি দিতে পারেন না তাঁরা। এত দিনে নির্মাতাদের সেই সমস্যার একটা সমাধান হলো। এখন থেকে...
১১ ঘণ্টা আগে‘বিলডাকিনি’ ও ‘চক্কর ৩০২’ সিনেমার কাজ মোশাররফ করিম শেষ করেছেন অনেক দিন হলো। সরকারি অনুদানে নির্মিত দুটি সিনেমাই মুক্তির জন্য ছাড়পত্র নেওয়া আছে। তবু ঝুলে ছিল সিনেমা দুটির ভাগ্য। কয়েকবার বিলডাকিনির মুক্তির কথা শোনা গেলেও চুপ ছিলেন চক্করের নির্মাতা। অবশেষে আলোর মুখ দেখছে সিনেমা দুটি। আসছে রোজার ঈদে...
১১ ঘণ্টা আগেমারাঠি, হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম—সব ইন্ডাস্ট্রিতে অভিনয় দিয়ে পরিচিতি পেয়েছেন রাধিকা আপ্তে। অভিনয় করেছেন বাংলা সিনেমাতেও। ইংরেজি ভাষার কনটেন্টেও কাজ করেছেন তিনি। এবার রাধিকা আপ্তের ক্যারিয়ার বইছে ভিন্ন স্রোতে। অভিনেত্রী পরিচয় ছাপিয়ে প্রথমবারের মতো বসতে চলেছেন পরিচালকের চেয়ারে।
১১ ঘণ্টা আগে