ক্যারিয়ারের শুরু থেকেই ব্যক্তিজীবন নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছেন চিত্রনায়িকা পরীমনি। তবে মা হিসেবে তিনি একেবারেই ব্যতিক্রম। মাতৃত্বের খবর জানার পরই সব কাজ থেকে নিজেকে গুটিয়ে নেন। সব সময় আগলে রেখেছেন সন্তানকে। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
পরীমনি বলেন, ‘মা হওয়ার পর বিভিন্ন জিনিস নিয়ে আমি যে সাফারটা করেছি, সেটা অন্যদের জন্য সহজ করতে চাই। হয়তো আমার প্রয়োজনটা শেষ হয়ে গেছে বা জার্নিটা কমপ্লিট করেছি। কিন্তু অনেক কষ্ট হয়েছে। অন্য সবার সেই কষ্ট লাঘব করার জন্যই আমার উদ্যোগ। মা এবং নবজাতক শিশুদের প্রয়োজনীয় সবকিছু যেন এক জায়গায় থাকে। ডায়পার কিনতে হবে এক জায়গায়, আবার বালিশ কিনতে আরেক জায়গায় যাতে ঘুরতে না হয়। আমাদের এখানে সবকিছু পাওয়া যাবে।’
পরীমনি জানিয়েছেন, শিগগিরই শুরু হবে এ প্রতিষ্ঠানের যাত্রা।
২০২২ সালের ১০ আগস্ট প্রথমবারের মতো পুত্রসন্তানের মা হন পরীমনি। তাঁর ছেলের নাম শাহীম মুহাম্মদ রাজ্য। গত মে মাসে এক কন্যাসন্তানের দত্তক নেন অভিনেত্রী। নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। এখন দুই সন্তানের দেখভাল করেই অভিনয়ে সময় দিচ্ছেন পরীমনি।
চলতি মাসের শুরুতে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। কিঙ্কর আহসানের লেখা রঙিলা কিতাব অবলম্বনে একই নামে সিরিজটি বানিয়েছেন অনম বিশ্বাস। এতে সুপ্তি নামের গর্ভবতী এক নারীর চরিত্রে অভিনয় করেছেন পরী।
ক্যারিয়ারের শুরু থেকেই ব্যক্তিজীবন নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছেন চিত্রনায়িকা পরীমনি। তবে মা হিসেবে তিনি একেবারেই ব্যতিক্রম। মাতৃত্বের খবর জানার পরই সব কাজ থেকে নিজেকে গুটিয়ে নেন। সব সময় আগলে রেখেছেন সন্তানকে। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
পরীমনি বলেন, ‘মা হওয়ার পর বিভিন্ন জিনিস নিয়ে আমি যে সাফারটা করেছি, সেটা অন্যদের জন্য সহজ করতে চাই। হয়তো আমার প্রয়োজনটা শেষ হয়ে গেছে বা জার্নিটা কমপ্লিট করেছি। কিন্তু অনেক কষ্ট হয়েছে। অন্য সবার সেই কষ্ট লাঘব করার জন্যই আমার উদ্যোগ। মা এবং নবজাতক শিশুদের প্রয়োজনীয় সবকিছু যেন এক জায়গায় থাকে। ডায়পার কিনতে হবে এক জায়গায়, আবার বালিশ কিনতে আরেক জায়গায় যাতে ঘুরতে না হয়। আমাদের এখানে সবকিছু পাওয়া যাবে।’
পরীমনি জানিয়েছেন, শিগগিরই শুরু হবে এ প্রতিষ্ঠানের যাত্রা।
২০২২ সালের ১০ আগস্ট প্রথমবারের মতো পুত্রসন্তানের মা হন পরীমনি। তাঁর ছেলের নাম শাহীম মুহাম্মদ রাজ্য। গত মে মাসে এক কন্যাসন্তানের দত্তক নেন অভিনেত্রী। নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। এখন দুই সন্তানের দেখভাল করেই অভিনয়ে সময় দিচ্ছেন পরীমনি।
চলতি মাসের শুরুতে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। কিঙ্কর আহসানের লেখা রঙিলা কিতাব অবলম্বনে একই নামে সিরিজটি বানিয়েছেন অনম বিশ্বাস। এতে সুপ্তি নামের গর্ভবতী এক নারীর চরিত্রে অভিনয় করেছেন পরী।
ফিলিস্তিনে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নির্বিচারে হামলা চালানো হচ্ছে দেশটির অবরুদ্ধ গাজা শহরে। লাশের সারি, আহতদের চিৎকারে ভারী আকাশ-বাতাস। গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্বমানবতা। দেশের শোবিজ তারকারাও প্রার্থনা করছেন ফিলিস্তিনিদের জন্য।
১ ঘণ্টা আগেগল্প চুরির অভিযোগ উঠেছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ সিনেমার বিরুদ্ধে। আরবি ভাষায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘বোরকা সিটি’র গল্প, একাধিক দৃশ্য ও চরিত্রের সঙ্গে লাপাতা লেডিসের মিল পাওয়া গেছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বানিয়েছিলেন ফরাসি পরিচালক ফ্যাব্রিস ব্র্যাক। তিনি জানিয়েছেন, দুটি সিনেমা
১৩ ঘণ্টা আগেশনিবার মধ্যরাতে ভারতীয় সিনেমাটোগ্রাফার শৈলেশ আওয়াস্থি দাবি করলেন ‘বরবাদ’ সিনেমার সিনেমাটোগ্রাফি তাঁর করা, অথচ ক্রেডিট লাইনে রয়েছে বাংলাদেশের রাজু রাজের নাম। এই ঘটনায় মেহেদী হাসান হৃদয়ের ফেসবুক পোস্টের কমেন্ট ঘরে নিজের রাগ উগরে দেন শৈলেশ। আজ দুপুরে শৈলেশ জানিয়েছেন, পরিচালকের সঙ্গে তাঁর সমঝোতা হয়েছে।
১৩ ঘণ্টা আগেভারতের অন্যতম পুরোনো টিভি সিরিয়াল ‘সিআইডি’। ১৯৯৮ সালে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে শুরু হয় এই ক্রাইম ফিকশনের প্রচার। এ সিরিয়ালের মূল চরিত্র এসিপি প্রদ্যুমান। শুরু থেকেই এ চরিত্রে অভিনয় করছেন শিবাজি সত্যম। তবে হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো তাঁকে। জানা গেছে, সিআইডির নতুন পর্বে মৃত্যু হবে এসিপি...
১৩ ঘণ্টা আগে