বিনোদন ডেস্ক
ঢাকা: পাশাপাশি সময়ে নির্মাণের ঘোষণা আসে শাকিব খান অভিনীত ‘লিডার, আমিই বাংলাদেশ’ এবং জিয়াউল রোশানের ‘রিভেঞ্জ’র। দুটি ছবির নায়িকাই শবনম বুবলী। শুটিং শুরু হয়েছে শাকিব খানের সিনেমা। শুটিংয়ে যোগ দিয়েছেন বুবলীও।
অন্যদিকে, এই ছবিটির জন্যই শুটিংয়ের দিনক্ষণ ছেড়ে দিতে হয়েছে ‘রিভেঞ্জ’র। রোশানের সিনেমাটির কাজ শুরু হওয়ার কথা ছিল চলতি মাসের ৩০ তারিখে। ছবির পরিচালক মো. ইকবাল জানালেন, দুই ছবির নায়িকা বুবলী হওয়ায় পিছিয়ে এসেছেন তারা। আগামী মাসে শুরু হবে ‘রিভেঞ্জ’র কাজ।
পরিচালক ইকবাল বলেন, ‘শাকিবের ছবিটির কাজ মাত্র শুরু হলো। তাই আমরা ১১ দিন পিছিয়ে গেলাম। রোশান ও বুবলীকে নিয়ে আমাদের ছবির শুটিং শুরু হবে ১০ জুন। এর আগে ওই সিনেমায় বুবলীর অনেকটা শুটিং হয়ে যাবে।’
শাকিব সিনিয়র নায়ক বলেই কি রোশানকে পিছিয়ে যেতে হলো- এমন প্রশ্নে বুবলী বলেন, ‘বিষয়টি আসলে তা নয়। করোনায় কেউ-ই কাজ এগিয়ে নিতে পারেননি। তাদের সিডিউলটা আগে ছিল। সৌহার্দ্যের জায়গা থেকে ইকবাল ভাইয়েরা পিছিয়ে নিয়েছেন।’
‘লিডার, আমিই বাংলাদেশ’- নিয়ে বুবলী বলেন, ‘চলতি মাসের ৭ তারিখে শুটিংয়ের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সবার স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে দৃশ্যধারণ শুরু করা হয়নি। আমরা টানা শুটিংয়ের টার্গেট থাকবে।’
ঢাকা: পাশাপাশি সময়ে নির্মাণের ঘোষণা আসে শাকিব খান অভিনীত ‘লিডার, আমিই বাংলাদেশ’ এবং জিয়াউল রোশানের ‘রিভেঞ্জ’র। দুটি ছবির নায়িকাই শবনম বুবলী। শুটিং শুরু হয়েছে শাকিব খানের সিনেমা। শুটিংয়ে যোগ দিয়েছেন বুবলীও।
অন্যদিকে, এই ছবিটির জন্যই শুটিংয়ের দিনক্ষণ ছেড়ে দিতে হয়েছে ‘রিভেঞ্জ’র। রোশানের সিনেমাটির কাজ শুরু হওয়ার কথা ছিল চলতি মাসের ৩০ তারিখে। ছবির পরিচালক মো. ইকবাল জানালেন, দুই ছবির নায়িকা বুবলী হওয়ায় পিছিয়ে এসেছেন তারা। আগামী মাসে শুরু হবে ‘রিভেঞ্জ’র কাজ।
পরিচালক ইকবাল বলেন, ‘শাকিবের ছবিটির কাজ মাত্র শুরু হলো। তাই আমরা ১১ দিন পিছিয়ে গেলাম। রোশান ও বুবলীকে নিয়ে আমাদের ছবির শুটিং শুরু হবে ১০ জুন। এর আগে ওই সিনেমায় বুবলীর অনেকটা শুটিং হয়ে যাবে।’
শাকিব সিনিয়র নায়ক বলেই কি রোশানকে পিছিয়ে যেতে হলো- এমন প্রশ্নে বুবলী বলেন, ‘বিষয়টি আসলে তা নয়। করোনায় কেউ-ই কাজ এগিয়ে নিতে পারেননি। তাদের সিডিউলটা আগে ছিল। সৌহার্দ্যের জায়গা থেকে ইকবাল ভাইয়েরা পিছিয়ে নিয়েছেন।’
‘লিডার, আমিই বাংলাদেশ’- নিয়ে বুবলী বলেন, ‘চলতি মাসের ৭ তারিখে শুটিংয়ের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সবার স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে দৃশ্যধারণ শুরু করা হয়নি। আমরা টানা শুটিংয়ের টার্গেট থাকবে।’
বাংলা পপগানের পথিকৃৎ আজম খান। বাংলাদেশের পপসংগীতের ‘গুরু’ বলা হয় তাঁকে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মৃত্যুর ১৩ বছর পর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আজম খান। এমন খবরে খুশি তাঁর পরিবারের সদস্যরা। তবে বেঁচে থাকতে এই সম্মান পেলে পরিবারের আনন্দটা দ্বিগুণ হতো বলে জানান আজম খানের মেয়
১ দিন আগেশিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। ১৭ বছর ধরে প্রতি ঈদে এই সিরিজ নিয়ে তৈরি হয় ধারাবাহিক নাটক। এবার রোজার ঈদ উপলক্ষেও নির্মিত হয়েছে ছোটকাকু। তবে এবারের আয়োজনটা আরও বড়। নির্মাতারা এর নাম দিয়েছেন ‘ছোটকাকু চ্যাপ্টার টু’। ওয়েব ফিল্ম আকারে নির্মিত হলেও প্রচারিত হতে পারে সিরিজ আকারে
১ দিন আগেবলিউডের বহুল প্রতীক্ষিত সিকুয়েল সিনেমাগুলোর অন্যতম ‘ডন থ্রি’। অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের পর এবার ডন চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। গত বছরের শুরুতে জানা গিয়েছিল, সিনেমায় রণবীরের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আদভানি। এক বছর পর শোনা যাচ্ছে, ডন থ্রি করবেন না কিয়ারা। ইতিমধ্যে এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন
১ দিন আগেআজ মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে কুকিং রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী সিজন ৮’। অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। সারা দেশ থেকে রান্নার প্রতিভা খুঁজে আনতে অষ্টমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে স্কয়ার গ্রুপের মসলার ব্র্যান্ড ‘রাঁধুনী’।
১ দিন আগে