বিনোদন প্রতিবেদক, ঢাকা
বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী জায়েদ খানের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেছেন আপিল বোর্ডের সভাপতি সোহানুর রহমান সোহান। কার্যকরী সদস্যপদে চুন্নুর প্রার্থিতাও বাতিল করা হয়েছে। তাঁর স্থলে নাদির খানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
এর আগে অভিযোগকারী চিত্রনায়িকা নিপুণ আক্তারকে সঙ্গে নিয়ে অভিযুক্ত জায়েদ খান ও চুন্নুর অনুপস্থিতিতেই হয়েছে শিল্পী সমিতির আপিল বোর্ডের পূর্ব নির্ধারিত বৈঠক।
শনিবার বিকেল ৫টার দিকে চলচ্চিত্র পরিচালক সমিতির অফিসে আনুষ্ঠানিকভাবে বৈঠকটি শুরু হয়। বৈঠক শুরুর আগে এফডিসি'তে অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীদের জানানো হয়, নিপুণের সঙ্গে আলোচনা শেষ করে তাঁকে বিদায় করে দিয়ে, আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান ও সদস্য মোহাম্মদ হোসেন নিজেদের মধ্যে আলোচনা করে চূড়ান্ত ফলাফল জানাবেন।
সদ্য অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ‘ভোট কেনার’ অভিযোগ আনা হয় জায়েদ খানের বিরুদ্ধে। এ ছাড়া বেশকিছু অভিযোগে এই পদ বাতিলের আবেদন করেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। এই পদে পুনরায় নির্বাচনও দাবি করেন এই অভিনেত্রী।
আজ সন্ধ্যায় সিদ্ধান্ত জানানোর সময় আপিল বোর্ডের সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, অভিযোগগুলো প্রমাণিত হয়েছে। দুইজন প্রার্থী স্বীকারোক্তি দিয়েছেন যে টাকার বিনিময়ে ভোট কিনেছেন জায়েদ খান।
শিল্পী সমিতি সম্পর্কিত আরও পড়ুন:
বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী জায়েদ খানের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেছেন আপিল বোর্ডের সভাপতি সোহানুর রহমান সোহান। কার্যকরী সদস্যপদে চুন্নুর প্রার্থিতাও বাতিল করা হয়েছে। তাঁর স্থলে নাদির খানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
এর আগে অভিযোগকারী চিত্রনায়িকা নিপুণ আক্তারকে সঙ্গে নিয়ে অভিযুক্ত জায়েদ খান ও চুন্নুর অনুপস্থিতিতেই হয়েছে শিল্পী সমিতির আপিল বোর্ডের পূর্ব নির্ধারিত বৈঠক।
শনিবার বিকেল ৫টার দিকে চলচ্চিত্র পরিচালক সমিতির অফিসে আনুষ্ঠানিকভাবে বৈঠকটি শুরু হয়। বৈঠক শুরুর আগে এফডিসি'তে অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীদের জানানো হয়, নিপুণের সঙ্গে আলোচনা শেষ করে তাঁকে বিদায় করে দিয়ে, আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান ও সদস্য মোহাম্মদ হোসেন নিজেদের মধ্যে আলোচনা করে চূড়ান্ত ফলাফল জানাবেন।
সদ্য অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ‘ভোট কেনার’ অভিযোগ আনা হয় জায়েদ খানের বিরুদ্ধে। এ ছাড়া বেশকিছু অভিযোগে এই পদ বাতিলের আবেদন করেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। এই পদে পুনরায় নির্বাচনও দাবি করেন এই অভিনেত্রী।
আজ সন্ধ্যায় সিদ্ধান্ত জানানোর সময় আপিল বোর্ডের সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, অভিযোগগুলো প্রমাণিত হয়েছে। দুইজন প্রার্থী স্বীকারোক্তি দিয়েছেন যে টাকার বিনিময়ে ভোট কিনেছেন জায়েদ খান।
শিল্পী সমিতি সম্পর্কিত আরও পড়ুন:
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
৭ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
৭ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১২ ঘণ্টা আগে