Ajker Patrika

সব সামলান বুবলী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৪: ১৪
সব সামলান বুবলী

বাংলা সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলীর নতুন ছবি ‘চোখ’। কিছুদিন আগে শুটিং শেষ হয়েছে। প্রকাশ পেয়েছে টিজার। এসেছে নতুন গানও। বুবলী অভিনীত অন্য সিনেমাগুলো থেকে ‘চোখ’ অনেকটাই আলাদা। কতটা আলাদা? বুবলী জানিয়েছেন, ছবির গল্প শুনেই ভালো লেগে যায় তাঁর। তাই ছবির পরিচালক নতুন হলেও তাঁর সঙ্গে কাজ করতে দ্বিতীয়বার ভাবেননি বুবলী।

সংবাদ পাঠিকা বুবলী সিনেমায় অভিনয় শুরু করেন ২০১৬ সালে। ‘বসগিরি’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু। শাকিব খানের সঙ্গেও সেটা ছিল প্রথম। ক্যারিয়ারের শুরুর দিকে বুবলীকে শুধু শাকিব খানের সঙ্গেই দেখা যেত। ঢালিউড কিংয়ের সঙ্গে জুটি বেঁধেছেন ১০টিরও বেশি সিনেমায়। মিষ্টি হাসির এই নায়িকা ওই গণ্ডি থেকে বেরিয়ে এসে প্রথম কাজ করেন ‘ক্যাসিনো’য়। নায়ক ছিলেন নিরব। ‘চোখ’ সিনেমায় এসে আবারও পাশাপাশি দাঁড়িয়েছেন নিরব-বুবলী।

সে কারণে ‘চোখ’ বিশেষ তো বটেই, বুবলীর কাছে সিনেমাটি আরও গুরুত্বপূর্ণ এর গল্পের কারণে। ‘চোখ’-এর পুরো টিজারে ভৌতিক আবহ। একজোড়া চোখ সারাক্ষণ তাড়া করে গল্পের চরিত্রগুলোকে। ‘চোখ’ পরিচালক আসিফ ইকবাল ‍জুয়েলের প্রথম ছবি। জুয়েল জানিয়েছেন, চোখ ঠিক ভূতের গল্প নয়। প্রেমের গল্প। প্রতিশোধের গল্প। তবে ভৌতিক আবহ আছে।

কেমন ছিল বুবলীর সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা? নির্মাতা জুয়েল বলেছেন, ‘অসাধারণ! এত পরিশ্রমী শিল্পী কম দেখেছি। এমনও হয়েছে, সকাল ৮টায় তাঁর কলটাইম। সেটে তখনো কেউ পৌঁছায়নি। কিন্তু বুবলী ঠিকই ১০ মিনিট আগে এসে হাজির। সেটে পৌঁছাতে বুবলীর কখনো দেরি হয়নি।’

ঠিক সময়ে সেটে পৌঁছানোয় বুবলীর সুনাম আছে ইন্ডাস্ট্রিতে। লকডাউনের আগে তিনি একসঙ্গে দুই সিনেমার শুটিং করছিলেন। তপু খানের ‘লিডার: আমিই বাংলাদেশ’ ও মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’। ওই সময় রীতিমতো ঝড় গেছে তার ওপর দিয়ে। ভোরে বাসা থেকে বেরিয়ে দুই সিনেমার শুটিং শেষ করে বাসায় পৌঁছাতে কখনো মাঝরাত, কখনো প্রায় ভোর। দু-তিন ঘণ্টা ঘুমিয়ে আবারও দে ছুট! তবু সেটে কিন্তু প্রতিদিনই ঠিক সময়ে হাজির হয়েছেন বুবলী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত