Ajker Patrika

নুসরাত ফারিয়ার পোশাকের সমালোচনা করলেন পলি-ময়ূরী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
নুসরাত ফারিয়ার পোশাকের সমালোচনা করলেন পলি-ময়ূরী

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব নুসরাত ফারিয়া। মাঝেমধ্যেই খোলামেলা ছবিতে আলোচনা-সমালোচনার শিরোনাম হয়ে থাকেন তিনি। এবার ফারিয়ার পোশাক নিয়ে খোঁচা দিলেন শূন্য দশকের চিত্রনায়িকা ময়ূরী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। সেখানে বেশ খোলামেলা লুকে তাঁকে দেখা গেছে। সাগর সৈকতে তোলা ছবিটি ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘বিটিং দ্য হিট’। ফারিয়ার সেই ছবি ফেসবুকে শেয়ার করে আরেক চিত্রনায়িকা পলি লিখেছেন, ‘নুসরাত ফারিয়া, তোমাকে দেখতে সুপার লাগছে।’

পলির সেই পোস্টে চিত্রনায়িকা ময়ূরী লেখেন, ‘নুসরাত ফারিয়া করলে “লীলাখেলা’’ আমরা করলে অশ্লীল।’ ময়ূরীর সেই মন্তব্যের জবাবে নায়িকা পলি লেখেন, ‘এইবার বুঝলে দোস্ত, কেন পোস্ট করলাম।’

নুসরাত ফারিয়াশূন্য দশকে ঢাকাই সিনেমা যখন অশ্লীলতার রাজত্ব, সে সময়ের একটানা কাজ করেছেন ময়ূরী ও পলি। দুজনকেই ঢাকাই সিনেমার অশ্লীল যুগের নায়িকা বলা হয়। তবে ময়ূরী ও পলি উভয়েই দাবি করেন কোনো অশ্লীল সিনেমায় অভিনয় করেননি তাঁরা। বর্তমানে চলচ্চিত্র দূরে আছেন ময়ূরী ও পলি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত