বিনোদন প্রতিবেদক, ঢাকা
শাকিব খান ও শবনম বুবলী জুটির নতুন ছবি ‘লিডার, আমিই বাংলাদেশ’। বানাচ্ছেন তপু খান। গত ২৫ মে এ ছবির শুটিং শুরু করেন শাকিব-বুবলী। প্রায় মাসখানেকের বিরতির পর আজ থেকে আবার ছবিটির শুটিংয়ে অংশ নিচ্ছেন শাকিব-বুবলী।
এত দিন ‘লিডার’-এর শুটিং শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বাদ সেধেছে লকডাউন। কঠোর লকডাউনের কারণে এত বন্ধ ছিল ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর শুটিং। আজ থেকে লকডাউনের কড়াকড়ি উঠে যাওয়ায় শুটিংয়ে নামছেন শাকিব। একটানা শুটিং করে ছবিটির কাজ শেষ করবেন তিনি।
‘লিডার, আমিই বাংলাদেশ’-এর নির্মাতা তপু খান বলেন, ‘টানা ১০ দিন শুটিং করব। আশা করছি, এবার পুরো কাজ শেষ হবে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ওই দিন আমরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুটিং করব না। ১০ দিনের এই শেষ লটে শাকিব খান-বুবলীসহ অন্যরাও শুটিং করবেন। আগেই লিডারের ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে।’
গত ২৫ মে রাজধানীর উত্তরায় শুরু হয়েছিল ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর কাজ। উত্তরার বিভিন্ন লোকেশনে টানা আট দিন শুটিং চলে। এরপর এফডিসিতে সেট ফেলে টানা পাঁচ দিন কাজ করা হয়। সেট পরিবর্তনের জন্য দুই দিনের বিরতি দিয়ে আবার শুরু হয় শুটিং। কিন্তু এরপর করোনা সংক্রমণের কারণে ঘোষিত লকডাউনের কারণে বন্ধ হয়ে যায় কাজ।
‘লিডার, আমিই বাংলাদেশ’ প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিচালক, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান বলেন, ‘আজ থেকে বাদবাকি শুটিং শুরু হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে শুটিং করার জন্য পরিচালক এবং শিল্পী কলা-কুশলীদের আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিতে শাকিব খান, বুবলী ছাড়া আরও অভিনয় করছেন ফখরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসেরসহ অনেকে।
শাকিব খান ও শবনম বুবলী জুটির নতুন ছবি ‘লিডার, আমিই বাংলাদেশ’। বানাচ্ছেন তপু খান। গত ২৫ মে এ ছবির শুটিং শুরু করেন শাকিব-বুবলী। প্রায় মাসখানেকের বিরতির পর আজ থেকে আবার ছবিটির শুটিংয়ে অংশ নিচ্ছেন শাকিব-বুবলী।
এত দিন ‘লিডার’-এর শুটিং শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বাদ সেধেছে লকডাউন। কঠোর লকডাউনের কারণে এত বন্ধ ছিল ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর শুটিং। আজ থেকে লকডাউনের কড়াকড়ি উঠে যাওয়ায় শুটিংয়ে নামছেন শাকিব। একটানা শুটিং করে ছবিটির কাজ শেষ করবেন তিনি।
‘লিডার, আমিই বাংলাদেশ’-এর নির্মাতা তপু খান বলেন, ‘টানা ১০ দিন শুটিং করব। আশা করছি, এবার পুরো কাজ শেষ হবে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ওই দিন আমরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুটিং করব না। ১০ দিনের এই শেষ লটে শাকিব খান-বুবলীসহ অন্যরাও শুটিং করবেন। আগেই লিডারের ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে।’
গত ২৫ মে রাজধানীর উত্তরায় শুরু হয়েছিল ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর কাজ। উত্তরার বিভিন্ন লোকেশনে টানা আট দিন শুটিং চলে। এরপর এফডিসিতে সেট ফেলে টানা পাঁচ দিন কাজ করা হয়। সেট পরিবর্তনের জন্য দুই দিনের বিরতি দিয়ে আবার শুরু হয় শুটিং। কিন্তু এরপর করোনা সংক্রমণের কারণে ঘোষিত লকডাউনের কারণে বন্ধ হয়ে যায় কাজ।
‘লিডার, আমিই বাংলাদেশ’ প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিচালক, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান বলেন, ‘আজ থেকে বাদবাকি শুটিং শুরু হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে শুটিং করার জন্য পরিচালক এবং শিল্পী কলা-কুশলীদের আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিতে শাকিব খান, বুবলী ছাড়া আরও অভিনয় করছেন ফখরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসেরসহ অনেকে।
বাংলা পপগানের পথিকৃৎ আজম খান। বাংলাদেশের পপসংগীতের ‘গুরু’ বলা হয় তাঁকে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মৃত্যুর ১৩ বছর পর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আজম খান। এমন খবরে খুশি তাঁর পরিবারের সদস্যরা। তবে বেঁচে থাকতে এই সম্মান পেলে পরিবারের আনন্দটা দ্বিগুণ হতো বলে জানান আজম খানের মেয়
১ দিন আগেশিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। ১৭ বছর ধরে প্রতি ঈদে এই সিরিজ নিয়ে তৈরি হয় ধারাবাহিক নাটক। এবার রোজার ঈদ উপলক্ষেও নির্মিত হয়েছে ছোটকাকু। তবে এবারের আয়োজনটা আরও বড়। নির্মাতারা এর নাম দিয়েছেন ‘ছোটকাকু চ্যাপ্টার টু’। ওয়েব ফিল্ম আকারে নির্মিত হলেও প্রচারিত হতে পারে সিরিজ আকারে
১ দিন আগেবলিউডের বহুল প্রতীক্ষিত সিকুয়েল সিনেমাগুলোর অন্যতম ‘ডন থ্রি’। অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের পর এবার ডন চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। গত বছরের শুরুতে জানা গিয়েছিল, সিনেমায় রণবীরের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আদভানি। এক বছর পর শোনা যাচ্ছে, ডন থ্রি করবেন না কিয়ারা। ইতিমধ্যে এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন
১ দিন আগেআজ মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে কুকিং রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী সিজন ৮’। অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। সারা দেশ থেকে রান্নার প্রতিভা খুঁজে আনতে অষ্টমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে স্কয়ার গ্রুপের মসলার ব্র্যান্ড ‘রাঁধুনী’।
১ দিন আগে