Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি (২৮ মার্চ)

বিনোদন ডেস্ক
‘এই রাত তোমার আমার’ সিনেমায় অঞ্জন দত্ত ও অপর্ণা সেন। ছবি: সংগৃহীত
‘এই রাত তোমার আমার’ সিনেমায় অঞ্জন দত্ত ও অপর্ণা সেন। ছবি: সংগৃহীত

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।

এই রাত তোমার আমার (বাংলা সিনেমা)

  • অভিনয়: অঞ্জন দত্ত, অপর্ণা সেন
  • মুক্তি: ২৮ মার্চ, হইচই
  • গল্পসংক্ষেপ: অমর গুপ্তের স্ত্রী জয়িতার ক্যানসার। চিকিৎসা চললেও তার স্বাস্থ্যের উন্নতি একেবারেই নেই। এদিকে অমর ও তার ছেলে জয়ের সম্পর্ক তেমন ভালো নয়। তাই ছেলের কাছে লন্ডনে না গিয়ে স্ত্রীকে নিয়ে তিনি চলে যায় তাদের উত্তরবঙ্গের বাড়িতে। সেখানে তারা তাদের সুবর্ণজয়ন্তী বিবাহবার্ষিকীর গল্প তুলে ধরে। ৫০ বছরের দাম্পত্য জীবনের সুখ-দুঃখ, আক্ষেপ, ভালোবাসা ও ক্ষমার অনুভূতিগুলো স্মরণ করে।

দ্য লেডিস কম্পানিয়ন (ইংরেজি সিনেমা)

  • অভিনয়: নাদিয়া ডি সান্তিয়াগো, আলভেরো মেল, ত্রিস্টান উলোয়া, ক্যান্ডেলা প্রাডাস
  • মুক্তি: ২৮ মার্চ, নেটফ্লিক্স
  • গল্পসংক্ষেপ: ১৮৮০ সালের স্পেনের মাদ্রিদ শহরের গল্প। এলেনা বিয়ান্ডা বিয়ের জন্য উপযুক্ত পাত্র-পাত্রী খুঁজে বের করার কাজ করে। যাকে আমরা ঘটক বলি। একবার এক ধনী ব্যক্তি তার তিন মেয়ের জন্য আদর্শ স্বামী খুঁজে বের করার জন্য এলেনা বিয়ান্ডাকে হায়ার করে। প্রতা খোঁজার কাজে নেমে এক পাত্রকে নিজের জন্য পছন্দ হয়ে যায় বিয়ান্ডার। ঘটতে থাকে নানা মজার ঘটনা।

দেবা (হিন্দি সিনেমা)

  • অভিনয়: শহীদ কাপুর, পূজা হেগড়ে
  • মুক্তি: ২৮ মার্চ, নেটফ্লিক্স
  • গল্পসংক্ষেপ: এসিপি রোহানের খুনের তদন্ত করছে তার বন্ধু আরেক পুলিশ কর্মকর্তা দেব আম্বার। সমাধান সে প্রায় করেই ফেলেছিল, কিন্তু বাদ সাধল একটি দুর্ঘটনা। মাথায় গুরুতর চোট পাওয়ায় আংশিক স্মৃতিভ্রম হয় দেবের। ফলে তদন্তের শেষে কোন সমাধানসূত্র মিলেছিল, সেটাও সে ভুলে যায়। ডিসিপি ফারহান খান, যাকে দুর্ঘটনা ঘটার ঠিক আগে দেব ফোন করেছিল, সে রোহানের মৃত্যুর তদন্তভার আবারও দেবের হাতেই তুলে দেয়।

মুফাসা: দ্য লায়ন কিং (অ্যানিমেশন সিনেমা)

  • অভিনয়: অ্যারন পিয়ের, কেলভিন হ্যারিসন জুনিয়র, শেথ রোজেন
  • মুক্তি: ২৬ মার্চ, জিও সিনেমা
  • গল্পসংক্ষেপ: অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’-এর প্রিক্যুয়েল ‘মুফাসা: দ্য লায়ন কিং’। এতে দেখা যাবে লায়ন কিংয়ের আগের গল্প। ছোটবেলায় দুর্ভাগ্যবশত মুফাসা হারিয়ে যায়। জঙ্গলের পথে ঘুরতে ঘুরতে নানা বিপদের মুখোমুখি হতে হয় তাকে। এমন এক বিপদ থেকে মুফাসাকে রক্ষা করে সমবয়সী স্কার। বন্ধুত্ব হয় দুজনের। সবার আপত্তি সত্ত্বেও নিজের পরিবারে মুফাসাকে নিয়ে আসে স্কার। তাদের সঙ্গেই বড় হতে থাকে মুফাসা। একসময় সে-ই হয়ে উঠবে জঙ্গলের রাজা।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাসা ভাড়ার টাকা নেই, অফিসের টয়লেটেই থাকছেন চীনা তরুণী

ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে হেনস্তা, চাকরিচ্যুতির হুমকি

ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

কোম্পানি দেউলিয়া, দেড় কোটি মানুষের ডিএনএ ডেটার এখন কী হবে

ঈদের নামাজের মধ্যে ইমামকে হত্যাচেষ্টা, চাপাতিসহ যুবক আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত