এগিয়ে ‘দশম অবতার’, টালিউড বক্স অফিসে এরপর অবস্থান যার

বিনোদন ডেস্ক
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৪: ১৬
Thumbnail image

এবারের দুর্গাপূজায় টালিউডে মুক্তি পেয়েছে চারটি সিনেমা। বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী এগিয়ে রয়েছে সৃজিত মুখার্জির ‘দশম অবতার’। এতে অভিনয় করেছেন–প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত ও বাংলাদেশের জয়া আহসান।

হিন্দুস্তান টাইমস বাংলা প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের তথ্যমতে তিন দিনে ‘দশম অবতার’ সিনেমাটির আয় ২ কোটি রুপি ছাড়িয়েছে। এদিকে টালি বাংলা বক্স অফিস টুইটে জানিয়েছে, অষ্টমীতে ‘দশম অবতার’-এর টিকিট বিক্রি হয়েছে ১৫ হাজারের বেশি। ‘বাঘা যতীন’-এর টিকিট বিক্রি হয়েছে ১১ হাজারের কাছাকাছি। আর ‘রক্তবীজ’-এর টিকিট বিক্রি হলো ১০ হাজার মতো।

সিনেমাটি তৈরি হয়েছে ‘বাইশে শ্রাবণ’ ও ‘ভিঞ্চি দা’ সিনেমার মিশেলে। ‘বাইশে শ্রাবণ’-এর প্রিক্যুয়েল এটি। ‘দশম অবতার’ দিয়ে টালিউডে প্রথম কপ ইউনিভার্স তৈরি করছেন সৃজিত।

দশম অবতারকে টক্কর দিচ্ছে দেবের ‘বাঘা যতীন’। বাঙালি ব্রিটিশবিরোধী বিপ্লবী নেতার গল্পই তুলে ধরেছেন পরিচালক অরুণ রায়। সিনেমাটিতে দেবের বিপরীতে ইন্দুবালার চরিত্রে অভিনেত্রী কেড়েছেন নবাগত সৃজা দত্ত।

এদিকে ‘বাঘা যতীন’-এর কাছাকাছি আয় ‘রক্তবীজ’-এরও। এই সিনেমা পরিচালনা করেছেন শিবপ্রসাদ-নন্দিতা জুটি। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। ২০১৪ সালের খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড এবং সেই তদন্তের সূত্র ধরে এগিয়েছে সিনেমার কাহিনি। এ ছাড়া প্রবীণ অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও অনসূয়া মজুমদারকে ‘রক্তবীজ’-এ দেখা গেছে গুরুত্বপূর্ণ চরিত্রে।

তিনটি সিনেমা থেকে অনেকখানি পিছিয়ে আছে কোয়েল মল্লিকের সিনেমা ‘জঙ্গলে মিতিন মাসি’। যা পরিচালনা করেছেন অরিন্দম শীল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত