এ সপ্তাহের সিনেমা
বিনোদন প্রতিবেদক
ঈদ উৎসব ছাড়া প্রেক্ষাগৃহে শাকিব
কয়েক বছর ধরে দুই ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির হিড়িক দেখা গেলেও বছরের বাকি সময়ে সেই রেশ থাকে না। নির্মাতা ও প্রযোজকদের দাবি, অন্য সময়ে ছবি মুক্তি দিলে ব্যবসা দূরের কথা, হলের খরচ তুলতে নাকানি-চুবানি খেতে হয়। তাই শাকিব খানও হেঁটেছেন সেই পথে। গত চার বছর শুধু ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা। অবশেষে ঈদ উৎসবের বাইরে হলে আসছে শাকিবের নতুন সিনেমা। আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘দরদ’।
সাইকো থ্রিলার গল্পের সিনেমাটি নির্মাণ করেছেন অনন্য মামুন। এতে শাকিব খানের নায়িকা সোনাল চৌহান। সিনেমার কাহিনি দুলু মিয়া নামের এক ব্যক্তিকে নিয়ে। ট্রেলারে দেখা গেছে, দুলু মিয়ার দুটি অধ্যায়। এক অধ্যায়ে সে সাধারণ মানুষ, স্কুটার চালায়, স্ত্রীকে নিয়ে সুখের সংসার। অন্য অধ্যায়ে সে ভয়ংকর মানুষ। প্রতিশোধের নেশায় ছুটে চলছে। একের পর এক খুন করছে। ধারণা করা হচ্ছে, প্রেমিকার সঙ্গে ঘটে যাওয়া কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে রাতারাতি বদলে যায় দুলু মিয়া।
দরদ তৈরি হয়েছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। অভিনয়ে রয়েছেন দুই দেশের শিল্পীরা। শাকিব খান, সোনাল চৌহান ছাড়াও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, সাফা মারওয়া, ইমতু রাতিশ, বিশ্বজিৎ চক্রবর্তী, রিও প্রমুখ।
যুক্তরাষ্ট্রের আগে বাংলাদেশে
‘গ্ল্যাডিয়েটর’ মুক্তির দুই যুগ পর আসছে ‘গ্ল্যাডিয়েটর টু’। ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে সিনেমাটি। তবে যুক্তরাষ্ট্রের আগে বাংলাদেশের দর্শকেরা সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন। আজ স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে গ্ল্যাডিয়েটর টু।
২০০০ সালে মুক্তির পর গ্ল্যাডিয়েটর সিনেমাটি যেমন বক্স অফিসে সাফল্য পেয়েছিল, তেমনি পেয়েছে সমালোচকদের প্রশংসা ও পুরস্কার। সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতাসহ পাঁচ বিভাগে জিতে নিয়েছিল অস্কার। গ্ল্যাডিয়েটরের প্রথম কিস্তির মতো এটি পরিচালনা করেছেন রিডলি স্কট। আগের সিনেমার গল্প ডেভিড ফ্রানজোনি লিখলেও এবার লিখেছেন পিটার ক্রেইগ ও ডেভিড স্কারপা। প্রযোজনায় আছেন রিডলি স্কট, মাইকেল প্রুস, ডগলাস উইক ও লুসি ফিশার।
গ্ল্যাডিয়েটর টু-এর ট্রেলারে দেখা গেল রোমের কলোসিয়ামে জলযুদ্ধ এবং হাজার হাজার দর্শনার্থীর সামনে গন্ডারের সঙ্গে লড়াই করছেন ব্রিটিশ অভিনেতা পল মেসকাল। সেই সঙ্গে গ্ল্যাডিয়েটরের পুরোনো ইতিহাস নতুন আঙ্গিকে সামনে আসার ইঙ্গিত পাওয়া গেছে।
গত বছরের মে মাসে সিনেমাটির শুটিং শুরু হয় মরক্কোয়। এ ছাড়া শুটিং হয়েছে মাল্টা ও যুক্তরাজ্যে। ৩১০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত সিনেমাটির সাফল্য কি আগের পর্বকে ছাড়িয়ে যাবে; সেটা দেখার অপেক্ষা সবার।
ঈদ উৎসব ছাড়া প্রেক্ষাগৃহে শাকিব
কয়েক বছর ধরে দুই ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির হিড়িক দেখা গেলেও বছরের বাকি সময়ে সেই রেশ থাকে না। নির্মাতা ও প্রযোজকদের দাবি, অন্য সময়ে ছবি মুক্তি দিলে ব্যবসা দূরের কথা, হলের খরচ তুলতে নাকানি-চুবানি খেতে হয়। তাই শাকিব খানও হেঁটেছেন সেই পথে। গত চার বছর শুধু ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা। অবশেষে ঈদ উৎসবের বাইরে হলে আসছে শাকিবের নতুন সিনেমা। আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘দরদ’।
সাইকো থ্রিলার গল্পের সিনেমাটি নির্মাণ করেছেন অনন্য মামুন। এতে শাকিব খানের নায়িকা সোনাল চৌহান। সিনেমার কাহিনি দুলু মিয়া নামের এক ব্যক্তিকে নিয়ে। ট্রেলারে দেখা গেছে, দুলু মিয়ার দুটি অধ্যায়। এক অধ্যায়ে সে সাধারণ মানুষ, স্কুটার চালায়, স্ত্রীকে নিয়ে সুখের সংসার। অন্য অধ্যায়ে সে ভয়ংকর মানুষ। প্রতিশোধের নেশায় ছুটে চলছে। একের পর এক খুন করছে। ধারণা করা হচ্ছে, প্রেমিকার সঙ্গে ঘটে যাওয়া কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে রাতারাতি বদলে যায় দুলু মিয়া।
দরদ তৈরি হয়েছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। অভিনয়ে রয়েছেন দুই দেশের শিল্পীরা। শাকিব খান, সোনাল চৌহান ছাড়াও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, সাফা মারওয়া, ইমতু রাতিশ, বিশ্বজিৎ চক্রবর্তী, রিও প্রমুখ।
যুক্তরাষ্ট্রের আগে বাংলাদেশে
‘গ্ল্যাডিয়েটর’ মুক্তির দুই যুগ পর আসছে ‘গ্ল্যাডিয়েটর টু’। ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে সিনেমাটি। তবে যুক্তরাষ্ট্রের আগে বাংলাদেশের দর্শকেরা সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন। আজ স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে গ্ল্যাডিয়েটর টু।
২০০০ সালে মুক্তির পর গ্ল্যাডিয়েটর সিনেমাটি যেমন বক্স অফিসে সাফল্য পেয়েছিল, তেমনি পেয়েছে সমালোচকদের প্রশংসা ও পুরস্কার। সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতাসহ পাঁচ বিভাগে জিতে নিয়েছিল অস্কার। গ্ল্যাডিয়েটরের প্রথম কিস্তির মতো এটি পরিচালনা করেছেন রিডলি স্কট। আগের সিনেমার গল্প ডেভিড ফ্রানজোনি লিখলেও এবার লিখেছেন পিটার ক্রেইগ ও ডেভিড স্কারপা। প্রযোজনায় আছেন রিডলি স্কট, মাইকেল প্রুস, ডগলাস উইক ও লুসি ফিশার।
গ্ল্যাডিয়েটর টু-এর ট্রেলারে দেখা গেল রোমের কলোসিয়ামে জলযুদ্ধ এবং হাজার হাজার দর্শনার্থীর সামনে গন্ডারের সঙ্গে লড়াই করছেন ব্রিটিশ অভিনেতা পল মেসকাল। সেই সঙ্গে গ্ল্যাডিয়েটরের পুরোনো ইতিহাস নতুন আঙ্গিকে সামনে আসার ইঙ্গিত পাওয়া গেছে।
গত বছরের মে মাসে সিনেমাটির শুটিং শুরু হয় মরক্কোয়। এ ছাড়া শুটিং হয়েছে মাল্টা ও যুক্তরাজ্যে। ৩১০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত সিনেমাটির সাফল্য কি আগের পর্বকে ছাড়িয়ে যাবে; সেটা দেখার অপেক্ষা সবার।
ফিলিস্তিনে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নির্বিচারে হামলা চালানো হচ্ছে দেশটির অবরুদ্ধ গাজা শহরে। লাশের সারি, আহতদের চিৎকারে ভারী আকাশ-বাতাস। গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্বমানবতা। দেশের শোবিজ তারকারাও প্রার্থনা করছেন ফিলিস্তিনিদের জন্য।
৩ ঘণ্টা আগেগল্প চুরির অভিযোগ উঠেছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ সিনেমার বিরুদ্ধে। আরবি ভাষায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘বোরকা সিটি’র গল্প, একাধিক দৃশ্য ও চরিত্রের সঙ্গে লাপাতা লেডিসের মিল পাওয়া গেছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বানিয়েছিলেন ফরাসি পরিচালক ফ্যাব্রিস ব্র্যাক। তিনি জানিয়েছেন, দুটি সিনেমা
১৫ ঘণ্টা আগেশনিবার মধ্যরাতে ভারতীয় সিনেমাটোগ্রাফার শৈলেশ আওয়াস্থি দাবি করলেন ‘বরবাদ’ সিনেমার সিনেমাটোগ্রাফি তাঁর করা, অথচ ক্রেডিট লাইনে রয়েছে বাংলাদেশের রাজু রাজের নাম। এই ঘটনায় মেহেদী হাসান হৃদয়ের ফেসবুক পোস্টের কমেন্ট ঘরে নিজের রাগ উগরে দেন শৈলেশ। আজ দুপুরে শৈলেশ জানিয়েছেন, পরিচালকের সঙ্গে তাঁর সমঝোতা হয়েছে।
১৫ ঘণ্টা আগেভারতের অন্যতম পুরোনো টিভি সিরিয়াল ‘সিআইডি’। ১৯৯৮ সালে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে শুরু হয় এই ক্রাইম ফিকশনের প্রচার। এ সিরিয়ালের মূল চরিত্র এসিপি প্রদ্যুমান। শুরু থেকেই এ চরিত্রে অভিনয় করছেন শিবাজি সত্যম। তবে হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো তাঁকে। জানা গেছে, সিআইডির নতুন পর্বে মৃত্যু হবে এসিপি...
১৫ ঘণ্টা আগে