‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ট্রেলার আসছে কাল, মুক্তি ২৭ অক্টোবর

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ৫১
Thumbnail image

কয়েক বছর ধরেই সিনেজগতে আলোচনার নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। ২০১৯ সালে সিনেমাটির কাজ শুরু হয়, মাঝে পার হয়েছে চারটি বছর। অবশেষে এটি মুক্তির দোরগোড়ায়। ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন এক ফেসবুক স্ট্যাটাসে আজ শনিবার জানিয়েছে, আগামী ২৭ অক্টোবর (শুক্রবার) মুক্তি পাচ্ছে সিনেমাটি।

এ ছাড়া, আগামীকাল বহুল আলোচিত সিনেমাটির ট্রেলার প্রকাশিত হবে বলেও জানানো হয়েছেন সিনেমাটির ভারতীয় এই প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এর আগে ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়।

খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনেতা।

২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

গত বছর ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখায় ‘মুজিব’ সিনেমাটির ট্রেলার প্রকাশ পায়। এরপর শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। শ্যাম বেনেগাল তখন বলেছেন, ‘যাঁরা সমালোচনা করছেন, তাঁদের উদ্দেশে আমার একটাই কথা—আপনারা তো এখনো আসল সিনেমাটাই দেখেননি। তার আগে শুধু একটা ট্রেলার দেখে এত গালমন্দ করার কী যুক্তি থাকতে পারে আমার মাথায় ঢুকছে না। সিনেমাটা মুক্তি পাক, সবাই দেখুন—তারপর দর্শকদের রায় আমি নিশ্চয়ই মাথা পেতে নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত