Ajker Patrika

অডিও ফাঁসের পর শুটিংয়ে ফিরছেন ইমন-মাহি

বিনোদন ডেস্ক
অডিও ফাঁসের পর শুটিংয়ে ফিরছেন ইমন-মাহি

গত সেপ্টেম্বরের ১৩ তারিখে বিয়ে করেছেন ঢাকাই ছবির শীর্ষ তারকাদের একজন মাহিয়া মাহি। বিয়ের এক মাস পরই নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন এই নায়িকা। বলেছিলেন, স্বামীসমেত ওমরাহ হজ পালন করতে চান। নভেম্বরের শেষ দিকে স্বামীর সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। উদ্দেশ্য ওমরাহ পালন করা। ওমরাহ পালনের পাশাপাশি সেখানে স্বামীকে নিয়ে মক্কার বিভিন্ন স্থানও ঘুরে দেখেছেন। ঘুরাঘুরির সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছেন ঢাকাই ছবির এ নায়িকা।

সেখানে থাকার সময়েই সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সাথে তার এবং চিত্রনায়ক ইমনের পুরনো একটি অডিও কল রেকর্ড ফাঁস হওয়া নিয়ে ঘটে গেছে তুলকালামকাণ্ড। তবে সব ভুলে আবারও শুটিং ফিরছেন মাহি-ইমন।

ইমনজুটি বেঁধে দ্বিতীয় বারের মতো অভিনয় করতে চলেছেন ইমন ও মাহিয়া মাহি। এরআগে ‘মাফিয়া’ নামে একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন এই দুজন। চয়নিকা চৌধুরীর ‘কাগজের বিয়ে’ নামের একটি ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন এই জুটি। আগামী ১৭ ডিসেম্বর ঢাকার অদূরে ধামরাইয়ের ফিল্ম সিটিতে ওয়েব ফিল্মেটির শুটিং শুরু করবেন বলে জানান মাহি।

ওয়েব ফিল্মটির প্রযোজক ডি এ তায়েব। তিনি এই ওয়েব ফিল্মে অভিনয়ও করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত