বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রীতম হাসান গানের মানুষ। তবে, অভিনয়শিল্পী হিসেবেও প্রশংসা পেয়েছেন। এ পর্যন্ত কয়েকটি স্বল্পদৈর্ঘ্য ও ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। আর টিভি নাটকের নিয়মিত মুখ তানজিন তিশাকে এর আগে দেখা গিয়েছিল ‘পয়জন’ ওয়েব ফিল্মে। তাঁরা এবার এক হলেন ‘ঘুমপরী’ নামের নতুন ওয়েব ফিল্মে। ঘুমপরী মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
এ সিনেমা দিয়ে প্রথমবার চরকির সঙ্গে কাজ করতে যাচ্ছেন তানজিন তিশা। অন্যদিকে, ‘কাছের মানুষ দূরে থুইয়া’র পর এ প্ল্যাটফর্মে আবার হাজির হচ্ছেন প্রীতম। তাঁদের সঙ্গে আরও থাকবেন পারশা মাহজাবীন। জুলাই আন্দোলনে ‘চলো ভুলে যাই’ গান গেয়ে ভাইরাল হওয়া পারশাকে এবার অভিনয়েও দেখা যাবে।
তাঁদের নিয়ে ঘুমপরী বানাবেন তরুণ নির্মাতা জাহিদ প্রীতম। গতকাল বিকেলে চরকির অফিসে ওয়েব ফিল্মটির চুক্তি স্বাক্ষর হয়। এ সময় উপস্থিত ছিলেন—প্রীতম, তিশা, পারশা, নির্মাতা জাহিদ ও চরকির সিইও রেদওয়ান রনি।
তানজিন তিশা বলেন, ‘ঘুমপরীর গল্পটা শুনলে বা দেখলে যে কেউ মুগ্ধ হবেন। এই গল্প দিয়ে চরকির সঙ্গে কাজ শুরু না করলে আমার বোকামি হতো। তাই কাজটিতে যুক্ত হয়েছি। আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে।’
প্রীতম বলেন, ‘খুব সুন্দর গল্পের সিনেমা। এরই মধ্যে নির্মাতা বেশ কিছু ভালো কাজ উপহার দিয়েছেন। আশা করছি ঘুমপরী দর্শকদের আরও ভালো লাগবে।’
যাঁদের এত দিন পর্দায় দেখে দূর থেকেই পছন্দ করতেন, তাঁদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আপ্লুত পারশা মাহজাবীন। প্রথমবারের মতো তিনি অভিনয় করছেন কোনো ওয়েব ফিল্মে। পারশা বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় পাওয়া। যাঁদের পছন্দ করি, তাঁদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। সব মিলিয়ে আমি খুব খুশি এবং আশাবাদী।’
নির্মাতা জাহিদ প্রীতম জানান, ঘুমপরী গল্পটি ভালোবাসার। তবে এতে রহস্য ও নাটকীয়তার মিশ্রণও রয়েছে। শিগগির শুরু হবে ওয়েব ফিল্মটির শুটিং।
প্রীতম হাসান গানের মানুষ। তবে, অভিনয়শিল্পী হিসেবেও প্রশংসা পেয়েছেন। এ পর্যন্ত কয়েকটি স্বল্পদৈর্ঘ্য ও ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। আর টিভি নাটকের নিয়মিত মুখ তানজিন তিশাকে এর আগে দেখা গিয়েছিল ‘পয়জন’ ওয়েব ফিল্মে। তাঁরা এবার এক হলেন ‘ঘুমপরী’ নামের নতুন ওয়েব ফিল্মে। ঘুমপরী মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
এ সিনেমা দিয়ে প্রথমবার চরকির সঙ্গে কাজ করতে যাচ্ছেন তানজিন তিশা। অন্যদিকে, ‘কাছের মানুষ দূরে থুইয়া’র পর এ প্ল্যাটফর্মে আবার হাজির হচ্ছেন প্রীতম। তাঁদের সঙ্গে আরও থাকবেন পারশা মাহজাবীন। জুলাই আন্দোলনে ‘চলো ভুলে যাই’ গান গেয়ে ভাইরাল হওয়া পারশাকে এবার অভিনয়েও দেখা যাবে।
তাঁদের নিয়ে ঘুমপরী বানাবেন তরুণ নির্মাতা জাহিদ প্রীতম। গতকাল বিকেলে চরকির অফিসে ওয়েব ফিল্মটির চুক্তি স্বাক্ষর হয়। এ সময় উপস্থিত ছিলেন—প্রীতম, তিশা, পারশা, নির্মাতা জাহিদ ও চরকির সিইও রেদওয়ান রনি।
তানজিন তিশা বলেন, ‘ঘুমপরীর গল্পটা শুনলে বা দেখলে যে কেউ মুগ্ধ হবেন। এই গল্প দিয়ে চরকির সঙ্গে কাজ শুরু না করলে আমার বোকামি হতো। তাই কাজটিতে যুক্ত হয়েছি। আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে।’
প্রীতম বলেন, ‘খুব সুন্দর গল্পের সিনেমা। এরই মধ্যে নির্মাতা বেশ কিছু ভালো কাজ উপহার দিয়েছেন। আশা করছি ঘুমপরী দর্শকদের আরও ভালো লাগবে।’
যাঁদের এত দিন পর্দায় দেখে দূর থেকেই পছন্দ করতেন, তাঁদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আপ্লুত পারশা মাহজাবীন। প্রথমবারের মতো তিনি অভিনয় করছেন কোনো ওয়েব ফিল্মে। পারশা বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় পাওয়া। যাঁদের পছন্দ করি, তাঁদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। সব মিলিয়ে আমি খুব খুশি এবং আশাবাদী।’
নির্মাতা জাহিদ প্রীতম জানান, ঘুমপরী গল্পটি ভালোবাসার। তবে এতে রহস্য ও নাটকীয়তার মিশ্রণও রয়েছে। শিগগির শুরু হবে ওয়েব ফিল্মটির শুটিং।
আমি তো ১৯৭৫ সাল থেকে অভিনয় করি। আশির দশকের মাঝামাঝি সময় থেকে আমার একটা আলাদা পেশা তৈরি হয়েছে। লক্ষ করলাম, এই পেশায় থাকতে হলে যাঁদের সঙ্গে আমার কাজের সম্পর্কটা তৈরি হয়, তাঁদের সঙ্গে একটা আস্থার সম্পর্ক তৈরি হওয়া লাগে। কিন্তু তাঁরা মনে করেন, আমি অভিনয় করি। মানে, আমাদের সামাজিক অবস্থাটা এভাবে তৈরি করতে
৯ ঘণ্টা আগেকৌতূহল বাড়ছে ওয়ামিকা গাব্বিকে নিয়ে। রাশমিকা মান্দানা ও তৃপ্তি দিমরির পর তাঁকে বলা হচ্ছে ভারতের ন্যাশনাল ক্রাশ। রাশমিকার মতো মিষ্টি ব্যবহার দিয়ে পাপারাজ্জিদেরও পছন্দের নায়িকা হয়ে উঠেছেন ওয়ামিকা। ‘ভূত বাংলো’ সিনেমায় অক্ষয় কুমারের নায়িকা হিসেবে তাঁর নাম ঘোষণার পর থেকে নির্মাতাদের আগ্রহের কেন্দ্রে এই অভ
৯ ঘণ্টা আগেসংগীতজীবনের ৫০ বছর পূর্ণ করেছেন নকীব খান। স্বাধীনতার পরপরই জন্মস্থান চট্টগ্রাম থেকে শুরু হয় তাঁর সংগীতের যাত্রা। বালার্ক ব্যান্ডে গায়ক, পিয়ানিস্ট ও শিল্পী হিসেবে তাঁর আত্মপ্রকাশ। ১৯৭৪ সালে যোগ দেন সোলসে। এ ব্যান্ডে প্রায় ১০ বছর ছিলেন নকীব খান। বাবা মারা যাওয়ার পর চট্টগ্রাম ছেড়ে চলে আসেন ঢাকায়।
৯ ঘণ্টা আগেআফজাল হোসেন একজন জনপ্রিয় অভিনেতা, নির্মাতা ও চিত্রশিল্পী। নিয়মিত না হলেও এখনো বিভিন্ন নাটক-সিরিজে দেখা যায় তাঁর অভিনয়নৈপুণ্য। সম্প্রতি প্রকাশিত হলো তাঁর অভিনীত দুটি ওয়েব সিরিজ। সিনেমায়ও অভিনয় করছেন তিনি।
১ দিন আগে