‘হঠাৎ বৃষ্টি’র ২৫ বছর: চিত্রনাট্য ও অন্যান্য প্রসঙ্গ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ১১: ০২
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১১: ১১

২৫ বছর পার করে ফেলল বাসু চ্যাটার্জি পরিচালিত ও বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত কালজয়ী রোমান্টিক চলচ্চিত্র ‘হঠাৎ বৃষ্টি’। জনপ্রিয় এই চলচ্চিত্রের ২৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল শনিবার বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় গানে, কথায় আর স্মৃতিচারণে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান।

অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল একটি বইয়ের মোড়ক উন্মোচন। বইটির নাম ‘চিত্রনাট্য ও অন্যান্য প্রসঙ্গ’, যে বইয়ে থাকছে বাসু চ্যাটার্জির রচনায় ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমা’র মূল চিত্রনাট্য এবং সঙ্গে থাকছে এই সিনেমার অনেক স্থিরচিত্র, শিল্পী-কলাকুশলীর অভিজ্ঞতার কথা।

আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘হঠাৎ বৃষ্টি’র প্রযোজক হাবিবুর রহমান খান, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, বইটির সম্পাদনার দায়িত্বের থাকা নির্মাতা ছটকু আহমেদ, চলচ্চিত্র সাংবাদিক আব্দুর রহমানের পাশাপাশি ছিলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, নির্মাতা মতিন রহমান, মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়ক রিয়াজসহ দেশের আরও বরেণ্য সব তারকা।

অনুষ্ঠানে ‘হঠাৎ বৃষ্টি’র মতো বহু কালজয়ী ছবি প্রযোজনা করার জন্য চ্যানেল আইয়ের পক্ষ থেকে সম্মানিত করা হয় প্রযোজক হাবিবুর রহমানকে। তাঁকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। তাঁর হাতে স্মারক তুলে দেন ফরিদুর রেজা সাগর। অনুষ্ঠানে প্রযোজক হাবিবুর রহমান ‘হঠাৎ বৃষ্টি’ নির্মাণের পেছনের কাহিনি শোনান উপস্থিত শ্রোতা-দর্শকদের। কীভাবে এই সিনেমায় চিত্রনায়ক ফেরদৌসকে যুক্ত করলেন, সেই গল্পও এদিন সন্ধ্যায় শোনালেন এই প্রযোজক।

‘চিত্রনাট্য ও অন্যান্য প্রসঙ্গ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানঅনুষ্ঠানে ‘হঠাৎ বৃষ্টি’র নায়ক ফেরদৌস বলেন, ‘এই সিনেমার সঙ্গে আমাদের প্রত্যেকের অনেক স্মৃতি। আমার তো হাজার হাজার স্মৃতি জড়িত। আজকে যে বইটি প্রকাশিত হয়েছে, তাতে আমার কিছু স্মৃতি লিখেছি। তিনি বলেন, বইটি প্রকাশে পুরো বিষয়টির নাটের গুরু সাগর ভাই। ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাটিকে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নিয়ে এসে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’

এ সময় নির্মাতা বাসু চ্যাটার্জির কথাও স্মরণ করেন ফেরদৌস। বলেন, ‘বাসু দা ৯৪ বছরে মারা যান। মারা যাওয়ার মাসখানেক আগেও আমার সঙ্গে কথা হয়েছে। তিনি আমাকে বলেছিলেন, তিনি আরও একটি সিনেমা নির্মাণ করতে চান; আমাকেও চিত্রনাট্য পাঠিয়েছিলেন। আমার কাছে চিত্রনাট্যটি এখনো আছে। ‘হঠাৎ বৃষ্টি’র পর তাঁর সঙ্গে আমার আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায়।’

প্রকাশিত বইটিতে ‘হঠাৎ বৃষ্টি’র পূর্ণাঙ্গ চিত্রনাট্য ছাড়াও লিখেছেন বাসুদেব চ্যাটার্জির মেয়ে জুন মালিহা, প্রিয়াংকা, শ্রীলেখা মিত্র, নচিকেতাসহ অনেকে।

১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এই ‘হঠাৎ বৃষ্টি’ ছবি প্রথমে মুক্তি পায় টেলিভিশনে। এরপর সিনেমা হলে মুক্তি পেয়েও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সেই ছবিতে ফেরদৌসের নায়িকা ছিলেন কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা, আরও ছিলেন শ্রীলেখা মিত্র।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত