বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত বছর হলিউডের সুপারহিরোকেন্দ্রিক সিনেমাগুলো প্রত্যাশা পূরণে ছিল ব্যর্থ। তাই চলচ্চিত্রসংশ্লিষ্টদের বিশেষ নজর ছিল এ বছর মুক্তি পাওয়া ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিরিজের নতুন সিনেমা ‘ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড’-এর দিকে। ১৪ ফেব্রুয়ারি মুক্তির পর সিনেমাটি হতাশ করেনি দর্শকদের। বক্স অফিসে নতুন রেকর্ড সৃষ্টি করতে না পারলেও প্রথম দিন থেকেই দর্শক টানতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে প্রায় ২০০ মিলিয়ন ডলার আয় করেছে সিনেমাটি। এবার ক্যাপ্টেন আমেরিকা দেখার পালা বাংলাদেশের দর্শকদের। গতকাল স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড।
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৫তম সিনেমা ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড। স্টিভ রজার্সের অবসরের পর ক্যাপ্টেন আমেরিকার দায়িত্ব নেয় স্যাম উইলসন। এই চরিত্রে অভিনয় করেছেন অ্যান্থনি ম্যাকি। এই সিনেমায় প্রথমবারের মতো দেখা যাবে রেড হাল্ককে। এর আগে রেড হাল্কের অলটার ইগো থান্ডারবোল্ট রস চরিত্রটিকে দেখা গেছে এমসিইউতে (মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স)। অভিনেতা উইলিয়াম হার্টের মৃত্যুতে রেড হাল্ক চরিত্রটিতে অভিনয় করেছেন ‘ইন্ডিয়ানা জোনস’খ্যাত অভিনেতা হ্যারিসন ফোর্ড। জুলিয়াস ওনাহ পরিচালিত এই সিনেমার গল্প শুরু হবে ‘দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার’ সিরিজের পর থেকে।
মুক্তির পর থেকে বিশ্বব্যাপী সিনেমাটি নিয়ে আলোচনা তৈরি হয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে। বিশেষ করে নতুন ক্যাপ্টেন আমেরিকার ভূমিকায় অ্যান্থনি ম্যাকির অভিনয় ও হ্যারিসন ফোর্ডের রেড হাল্ক চরিত্র নিয়ে কৌতূহলের শেষ নেই। সিনেমাটি যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টস ডে ছুটির দিনে অন্যতম সেরা ওপেনিংয়ে নাম লিখিয়েছে। সেই সঙ্গে ২০২৫ সালের সবচেয়ে বড় ওপেনার হিসেবেও শীর্ষে স্থান করে নিয়েছে।
ক্যাপ্টেন আমেরিকার সঙ্গে একই দিনে আরও একটি সিনেমা মুক্তি দিয়েছে স্টার সিনেপ্লেক্স। সেটি জাপানি অ্যানিমেশন সিনেমা ‘মাই হিরো একাডেমিয়া: ইউ আর নেক্সট’। জনপ্রিয় মাই হিরো একাডেমিয়া সিরিজের দ্বিতীয় ফিচার ফিল্ম এটি। কোহেই হোরিকোশির তৈরি মাঙ্গা সিরিজের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে মাই হিরো একাডেমিয়া: ইউ আর নেক্সট। অ্যাকশন ফ্যান্টাসি ঘরানার এই সিনেমা পরিচালনা করেছেন টেনসাই ওকামুরা। গল্পে দেখা যাবে ছাত্রছাত্রীদের একটি গ্রুপকে নতুন একটি দ্বীপে প্রশিক্ষণ এবং সেবার জন্য পাঠানো হয়। তাদের কাজ হলো দ্বীপবাসীর দৈনন্দিন সমস্যাগুলো সমাধান করা। তবে শান্তিপূর্ণ এই দ্বীপে হঠাৎ আক্রমণ করে শক্তিশালী ভিলেন নাইন ও তার দল। তাদের লক্ষ্য এক বিশেষ কোয়ার্ক দখল করা, যা তাদের অপ্রতিরোধ্য শক্তি প্রদান করবে।
গত বছর হলিউডের সুপারহিরোকেন্দ্রিক সিনেমাগুলো প্রত্যাশা পূরণে ছিল ব্যর্থ। তাই চলচ্চিত্রসংশ্লিষ্টদের বিশেষ নজর ছিল এ বছর মুক্তি পাওয়া ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিরিজের নতুন সিনেমা ‘ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড’-এর দিকে। ১৪ ফেব্রুয়ারি মুক্তির পর সিনেমাটি হতাশ করেনি দর্শকদের। বক্স অফিসে নতুন রেকর্ড সৃষ্টি করতে না পারলেও প্রথম দিন থেকেই দর্শক টানতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে প্রায় ২০০ মিলিয়ন ডলার আয় করেছে সিনেমাটি। এবার ক্যাপ্টেন আমেরিকা দেখার পালা বাংলাদেশের দর্শকদের। গতকাল স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড।
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৫তম সিনেমা ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড। স্টিভ রজার্সের অবসরের পর ক্যাপ্টেন আমেরিকার দায়িত্ব নেয় স্যাম উইলসন। এই চরিত্রে অভিনয় করেছেন অ্যান্থনি ম্যাকি। এই সিনেমায় প্রথমবারের মতো দেখা যাবে রেড হাল্ককে। এর আগে রেড হাল্কের অলটার ইগো থান্ডারবোল্ট রস চরিত্রটিকে দেখা গেছে এমসিইউতে (মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স)। অভিনেতা উইলিয়াম হার্টের মৃত্যুতে রেড হাল্ক চরিত্রটিতে অভিনয় করেছেন ‘ইন্ডিয়ানা জোনস’খ্যাত অভিনেতা হ্যারিসন ফোর্ড। জুলিয়াস ওনাহ পরিচালিত এই সিনেমার গল্প শুরু হবে ‘দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার’ সিরিজের পর থেকে।
মুক্তির পর থেকে বিশ্বব্যাপী সিনেমাটি নিয়ে আলোচনা তৈরি হয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে। বিশেষ করে নতুন ক্যাপ্টেন আমেরিকার ভূমিকায় অ্যান্থনি ম্যাকির অভিনয় ও হ্যারিসন ফোর্ডের রেড হাল্ক চরিত্র নিয়ে কৌতূহলের শেষ নেই। সিনেমাটি যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টস ডে ছুটির দিনে অন্যতম সেরা ওপেনিংয়ে নাম লিখিয়েছে। সেই সঙ্গে ২০২৫ সালের সবচেয়ে বড় ওপেনার হিসেবেও শীর্ষে স্থান করে নিয়েছে।
ক্যাপ্টেন আমেরিকার সঙ্গে একই দিনে আরও একটি সিনেমা মুক্তি দিয়েছে স্টার সিনেপ্লেক্স। সেটি জাপানি অ্যানিমেশন সিনেমা ‘মাই হিরো একাডেমিয়া: ইউ আর নেক্সট’। জনপ্রিয় মাই হিরো একাডেমিয়া সিরিজের দ্বিতীয় ফিচার ফিল্ম এটি। কোহেই হোরিকোশির তৈরি মাঙ্গা সিরিজের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে মাই হিরো একাডেমিয়া: ইউ আর নেক্সট। অ্যাকশন ফ্যান্টাসি ঘরানার এই সিনেমা পরিচালনা করেছেন টেনসাই ওকামুরা। গল্পে দেখা যাবে ছাত্রছাত্রীদের একটি গ্রুপকে নতুন একটি দ্বীপে প্রশিক্ষণ এবং সেবার জন্য পাঠানো হয়। তাদের কাজ হলো দ্বীপবাসীর দৈনন্দিন সমস্যাগুলো সমাধান করা। তবে শান্তিপূর্ণ এই দ্বীপে হঠাৎ আক্রমণ করে শক্তিশালী ভিলেন নাইন ও তার দল। তাদের লক্ষ্য এক বিশেষ কোয়ার্ক দখল করা, যা তাদের অপ্রতিরোধ্য শক্তি প্রদান করবে।
আজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩২। এ উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। নির্বাচিত এসব অনুষ্ঠানের খবর নিয়ে এই প্রতিবেদন।
৪ ঘণ্টা আগেআজ বাংলা পঞ্জিকাবর্ষের প্রথম দিন। বাংলা নববর্ষে সারা দেশ আনন্দ উৎসবে মেতে উঠবে। আয়োজন করা হয়েছে কনসার্ট আর সংগীতানুষ্ঠানের। এসব অনুষ্ঠানে গানে গানে দর্শক মাতাবেন দেশের খ্যাতিমান শিল্পী ও ব্যান্ড।
৪ ঘণ্টা আগে২০১৮ সালে ‘লেট মি আউট’ নাটক দিয়ে ঢাকার মঞ্চে যাত্রা শুরু করে নাট্যদল ‘তাড়ুয়া’। এখন পর্যন্ত মঞ্চে তিনটি নাটক নিয়ে এসেছে দলটি। প্রতিষ্ঠার সাত বছরের মাথায় নতুন নাটক নিয়ে আসছে তাড়ুয়া। নাম ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। এরিখ মারিয়া রেমার্কের উপন্যাস অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন রুনা কাঞ্চন...
৪ ঘণ্টা আগেবাংলা নববর্ষ উপলক্ষে নতুন গান প্রকাশ করেছে ব্যান্ড নকশীকাঁথা। দলটির ইউটিউব চ্যানেলে গত শনিবার প্রকাশ পেয়েছে ‘জরিনা’ শিরোনামের গানটি। গানের গীতিকার, সুরকার ও গায়ক এবং নকশীকাঁথা ব্যান্ডের প্রধান সাজেদ ফাতেমী জানান, ২০ বছর আগে লেখা হয়েছিল জরিনা। নানা জটিলতা পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখল গানটি।
৪ ঘণ্টা আগে