Ajker Patrika

ঈদে মুক্তি পাচ্ছে রোশান-বুবলীর রিভেঞ্জ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জুন ২০২৪, ১৫: ০৫
ঈদে মুক্তি পাচ্ছে রোশান-বুবলীর রিভেঞ্জ

ঈদের বাকি দুই সপ্তাহের কম; অথচ এখনো ‘তুফান’ ও ‘ময়ূরাক্ষী’ ছাড়া আর কোনো সিনেমার তেমন প্রচার চোখে পড়ছে না। এবার মুক্তির তালিকায় যুক্ত হলো ‘রিভেঞ্জ’। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক মোহাম্মদ ইকবাল। ইতিমধ্যে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।

মোহাম্মদ ইকবাল বলেন, ‘অনেক দিন ধরে রিভেঞ্জ মুক্তির জন্য সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। আসছে ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা করেছি। ইতিমধ্যে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছি।’

অ্যাকশনধর্মী এই সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী। আরও আছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, কাজী হায়াৎ প্রমুখ। নির্মাতা জানিয়েছেন, ঈদের ১০ দিন আগে থেকে প্রচারণা শুরু হবে সিনেমাটির।

উল্লেখ্য, এখন পর্যন্ত ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এসেছে রায়হান রাফীর ‘তুফান’, রাশীদ পলাশের ‘ময়ূরাক্ষী’ ও এম রাহিমের ‘জংলি’ সিনেমার। এর মধ্যে গত শনিবার রাতে মুক্তির তালিকা থেকে নাম তুলে নিয়েছে এম রাহিমের জংলি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত